Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আলমগীর সরকার লিটন

৭ বছর আগে লিখেছেন

অভয় জঙ্গল


নিঝুমদ্বীপের চারপাশটা জঙ্গলের অভয় আঁজলা
নিত্যই প্রহর সাপ বেজি করে খেলা –
কি সুখের গেঁথে রাখিস হুড়মুড়ে সোনায় মালা !
নদী ভাসাও সমুদ্র মিশাও ভিড়াও না ভেলা-
নিঝুমদ্বীপে জাগাও দুঃখ খেয়ার চর
খরখরা বালির রোদ্রজ্বালা ঘর চরের উপর
শূন্য দ্বীপ করেছে এক নিঝুম বর-
ঘুপের গগণে মেঘবৃষ্টির হয়েছে শ্রাবণী সর।
১১/০২/১৭
------------

 শুধু নেই

সবকিছুই আগের মতোই আছে
সেই হাল সেই পাল-শুধু আামি নেই সেই খানে-
এখনো শনি- মঙ্গল বারে হাট বসে;
যমুনার পানি ফোলে উঠে-ধু ধু চর জাগে-
সারিবাঁধা বাঁধের ধূলিমাখা পূর্বাকাশে উড়ে;

শুধু আামি নেই সেই খানে-

এখনো সূর্যহাসে পূর্ণিমার তারাগুলো ঝরে
চঞ্চল মাঠের ফড়িংগুলো খেলা করে
কত নতুন নতুন ফুল ফলের সুগন্ধ ছড়ে-
উজ্জ্বল সবুজ পাতা পাপড়ি ঝরে পরে
কত না কথার বর্ণগুলো হাহাকার সয়ে!

শুধু আামি নেই সেই খানে-

সবকিছু নিত্যদিনের সিনেমা হলের দৃশ্যপট জেগে উঠে
-নিশিপুহানোর স্মৃতির ঘাটে -আকাশ, বাতাস,
নদনদী, খালবিল মাটি জলের মতো;
সব ঠিকঠাক আছে -শুধু নেই সেই খানে
০১/০১/১৭
=======

Likes Comments
০ Share