Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সংগীত" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

মেজদা

১০ বছর আগে লিখেছেন

মা আমার জগত দাত্রী ©

 
মা আমার জগত দাত্রী
মা আমার এই ধরিত্রী
সাগর মহাসাগর পাড়ে
মা হয় বড় আশ্রয়।
বনের যত পশু পাখী
তাদের মধ্যে একি দেখি
সন্তানকে বাঁচাতে গিয়ে
মাই বাঘের খাদ্য হয়।
সাগর মহাসাগর পাড়ে
মা হয় বড় আশ্রয়।
মায়ে মায়ে একই জাতি
পশুর মধ্যে দেখো প্রীতি
মা সন্তানকে গর্ভে ধরে
মাতৃতে পূর্ণ হৃদয়।
সাগর মহাসাগর পাড়ে
মা হয় বড় আশ্রয়।
বেহেস্ত মোর দরকার নাই
মা মা বলে ডাকিতে চাই
মায়ের পায়েই চুমু খেয়ে
জীবন হোক শান্তিময়।
... continue reading

১০ ৪২১

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

নূরে স্বর্ণঝরা মুখ (২য় ০১)

আমি দিবানিশী কত না স্বপ্ন দেখি;
দেখি না শুধু বিশ্বময় নূরে জ্বলা মুখখানী
গুরু জনের কত না কথা শুনিলাম
নানান মন্ত্রের তাবিজ গলায় বাঁধিলাম
স্বপ্ন দেখবো বলে নূরের স্বর্ণঝরা মুখখানী।।
 
হতাশ চিত্তে, পাই না কেনো দেখিতে?
মনটার মাঝে হিমালয়ের ঝর্ণাধারা ঝরে;
মনরে সান্ত্বনা দিতে কেউ বলে গো
পূর্ণিমার চাঁদতারার সনে- শত ফুলের
পাঁপড়ি সাথে মিশে আছে তার নূরানি।।
 
আশায় বুক ভাঙ্গে;মিছে মায়ায় মন মানে না
দিবানিশি ফুরায় আঁধারের আশায়  আশায়
ও বিধি তোর কৃপা একবার উপায় বলো না
মাটির দেহটা স্বার্থক হবে,হইনা কেন জাহান্নমী
মরনের আগে তাই দেখেতাম এক... continue reading

৩৪৭

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

বাংলা মাটির চোখ (০৫)

ধূসর বাংলা মাটির দু’চোখে-
মাগো কেন এতো আর্তনাদ?
এ সবুজ শ্যামল ঘণ চারিধার
হয় না কেন সুখের বাড়িধার
রক্ত নদে বয় শুধু বার মাস
মাগো কেন এতো আর্তনাদ।।
 
কণ্ঠ ভরে মধুর মাখা হয় বলা
মাতৃভাষা যে মোদের বাংলা কথা
একুশ শুধু বিশ্বস্মরণ ফুলেল ছড়া
স্মৃতি জুড়ে আছে শ্রদ্ধার আরাধন
রফিক,শফিকের হাজার স্বপ্ন দেখা
ফাল্গুনের কুঁড়েঘর চেতনা লালন।।
 
ঐ যমুনার পূর্বের উজানে দেখি
রক্তিম সূর্যের মলিন টগবগ হাসি
আঁধার নিশিতে এ পূর্ণিমার শশি
রক্ত চুষানো ঋণ শোধ হবেনা জানি
বারে বারে একুশ আসবে বসন্তে সাজি
মাগো অমরত্ব... continue reading

৪৬ ৭০৭

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

মাটি কাঁদে (০৪)

আজ মাটি কাঁদে- মাটি কাঁদে
কাদা ল্যাপটে আর কাদা ল্যাপটে
আঁধার গগনে তারা জ্বলে মিট মিটে
আনন্দটা কার? হাওয়ায় যে ভেসে
আজ মাটি ফাঁটে - মাটি কাঁদে।
 
কত প্রেম পিরিতি লাউয়ের সাথে
স্বর্ণলতা জানলো না তিক্ত ভরা মুখে
প্রবর্তনে খা খা বালিচরে বালি উড়ে
ধূসর মায়ার গন্ধে মেঘলা মেঘ
জোয়ার তুলে জোয়ার তুলে- ভাঁটির
গন্ধ স্বাদে ল্যাপটায়ে ল্যাপটায়ে।
 
পুড়া মৃত্তিকার দৃষ্টি করে ঝল ঝল
কাদা জলে গভীর তলে ছল ছল-
অদৃশ্য স্মৃতির তরী চলে খলখল
বুকে জুড়ে বৃষ্টিমাখা জল-অতৃপ্তির
মাটি গড়া কণ্ঠে বসন্ত গান গায়রে
বিদ্যুতের... continue reading

৩৪২

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

ঘরের ভিতর বিভীষিকা (০১)

তুই ঘরের ভিতর রাখে ঘর
কেমনে করলি তারে পর?
তোর ভিতর রয় ছল
তাহার সাথে না চল না চল
বাউলা মন তারে কি
যায় রে ছোঁয়া বল রে বল।।
 
ঘরের ভিতর অন্য ছবি
তোর কথা কি আর বুঝবি
এনা ঘরের ভিতর বিভীষিকা
মন ছাড়া পেলাম যে ধোঁকা
মাটির স্বজন করে বোকা
দিলাম জ্বেলে কলঙ্কের অনল।।
 
কিসের সংসার কিসের ঘর
এক দিন হবে রে সবি পর
করবি কত আর ছলাকলা
জনম ধরে পেলাম না মন ঘর
জুড়ে সুখের বেলা তাহার
চেয়ে আইল পাথার ভালো।।
 
নিথর দেহ রাখবি কোথায়
... continue reading

৩৭১

মেজদা

১০ বছর আগে লিখেছেন

বাঁশী কেন বাঁশের হয় গো ©

বাঁশী কেন বাঁশের হয় গো ©
 
বাঁশী কেন বাঁশের হয় গো
সুর কেন কালা
রাঁধা রাঁধা ডাকে বাঁশী
তাতেও রাঁধার জ্বালা।
বুঝে নাতো ব্রজের রাখাল
বাঁজায় দুপুর বেলা।
লাজ-লজ্জার মাথা খেয়ে
বসে কদম ডালে
এক নিরিক্ষে চেয়ে থাকে
রাঁধা আসবে বলে।
রাঈ বিহনে ভেবে ভেবে
মন যে তার উতালা।
বাঁশী কেন বাঁশের হয় গো
সুর কেন কালা।
বৃন্দাবনের তরু লতায়
ধন্য হয় যার পায়ে
বাঁশের বাঁশী নিয়ে কানাই
কেন থাকে চেয়ে।
বাঁশীর সুরে কি বিষ মাখানো
কেন ধরায় জ্বালা।
বাঁশী কেন বাঁশের হয় গো
সুর কেন কালা।
... continue reading

২৯ ৪৭৪

জাকিয়া জেসমিন যূথী

১০ বছর আগে লিখেছেন

[স্মৃতির ঘরে একলা ক্ষণে তোরই শুধু বসবাস]

মনে পড়ে মনে পড়ে
তোর কথা মনে পড়ে
নিরালা এই একলা ঘরে
তোর কথা মনে পড়ে।
 
সকাল সন্ধ্যা নিজের ঘরে
একলা দুপুর হাহাকার
থাকিস এখন বহুদূরে
বার্তা কী পাবোনা আর?
 
মনে পড়ে মনে পড়ে
তোর কথা মনে পড়ে
ভালোবাসি শুধুই যারে
তার কথাই মনে পড়ে।
 
টুইটার অথবা ফেসবুকে
দেখা পাই না বহু দিন
ভালোবাসার রঙিন চিঠি
অপেক্ষায় মনের গহীন।
 
মনে পড়ে মনে পড়ে
তোর কথা মনে পড়ে
শীতের পথে জড়াজড়ি
মুঠোর ওম মনে পড়ে।
 
চারুকলা ছবির হাটে
পিঠাপুলির আসরে
দু'জনার... continue reading

৫২ ৪৫৮

মেজদা

১০ বছর আগে লিখেছেন

সূর্য যখন উঁকি মারে ©

সূর্য যখন উঁকি মারে
পূর্ব আকাশে
ভেবে দেখি গুণা দিন
কমলো নিমিষে।
থাকব না এই ভুবনে
যাব নিজ দেশে।
দিনে গেল ভেবে ভেবে
সন্ধ্যা এলো নেমে
দিন শেষে আঁধার করে
আশা গেল কমে।
জীবন আলো নিভে যাবে
আছি মরণ বেশে।
থাকব না এই ভুবনে
যাব নিজ দেশে।
কেঁদে কেঁদে অন্ধ আমি
চোখে নাই জ্যোতি
জীবন সুরুজ ডুবে গেল
সামনে কঠিন রাতি।
কামাই রুজি করি নাই
কি হবে অবশেষে।
থাকব না এই ভুবনে
যাব নিজ দেশে।
কে আছো দরদী বন্ধু
যেওনা গো ফেলে
... continue reading

২০ ৩৪৪

মেজদা

১০ বছর আগে লিখেছেন

খাঁচার পাখী উড়ে গেলে ©

খাঁচার পাখী উড়ে গেলে
মাটির দেহটা পচে যায়
কোন ভাবনা করে মাওলা
মাটি দিয়া দেহ বানায়।
বুঝি না তার লীলা খেলা
কাকে দিয়া কি খেলায়।
এমন সুন্দর তোমার দৃষ্টি
জুড়ায় সবার মনের সৃষ্টি
প্রেমের রসের মধুর বৃষ্টি
ঝরিতেছে তা সর্বদায়।
বুঝি না তার লীলা খেলা
কাকে দিয়া কি খেলায়।
মাটিতে পচে মাটির দেহ
মাটির তোমার কেন প্রিয়
কোন সাধনায় চরণ পেল
ছিল সে কোন ভাবনায়।
বুঝি না তার লীলা খেলা
কাকে দিয়া কি খেলায়।
হীরা মানিক সোনা দানা
তাদের তুমি করলে মানা
মাটিকে কেন করলে ছানা
কোহিনূর তা জানতে চায়।
বুঝি না তার লীলা খেলা
কাকে দিয়া কি খেলায়।
continue reading

২৩ ৪২৯

মেজদা

১০ বছর আগে লিখেছেন

দুই চোখে এক রকম দেখি ©

দুই চোখে এক রকম দেখি
এক মুখে কই কথা
দুই কানেতে হাজার শব্দ
দেয় যে কত ব্যথা।
দুই জীবনে দুইটা তো মন
থাকে ভিন্ন ভাবে
বেলা শেষে আন্ধার রাতে
একই সংগে যাবে।
দুই জনেতে গাইবে সংগীত
একই সুরে গাঁথা।
দুই কানেতে হাজার শব্দ
দেয় যে কত ব্যথা।
জীবন কোনদিন সাঙ্গ হবে
জানবো কেমন করে
মনের মানুষ চলে যাবে
অচিনা এক পুরে।
ভাবের কথার ভাব বুঝিনা
লাগে শুধু ধাঁধা।
দুই কানেতে হাজার শব্দ
দেয় যে কত ব্যথা।
কোহিনুরের দুই নয়নে
দেখি এক... continue reading

১৯ ৩৬৯