Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সংগীত" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

মেজদা

১০ বছর আগে লিখেছেন

জীবন প্রদীপ নিভার পরে ©

জীবন প্রদীপ নিভার পরে
শুনহে মানুষ জন
কাঁদিবে আমাকে ঘিরে
আমার আপন জন।
শুনতে পারবে মনের কথা
ভাবে কি তাদের মন।
যারা একদিন আমার জন্য
হইতো পাগল পারা
তাড়াতাড়ি গোরস্থানে
নিয়ে যাইবে তারা।
এক মুহূর্ত রাখবে না আর
আমার যত স্বজন।
শুনতে পারবে মনের কথা
ভাবে কি তাদের মন।
খবর পেয়ে আসবে আমার
যত আত্মীয় স্বজন
প্রথম বিচার তারাই করবে
তাদেরই মন মতন।
এক পয়সাও ছাড় দিবেনা
মাফ চাওনা যতক্ষন।
শুনতে পারবে মনের কথা
ভাবে কি তাদের মন।
আমার... continue reading

২৮ ৬২৮

পলাশমিঞা

১০ বছর আগে লিখেছেন

আমার নতুন গান

 
‘বসন্তে বসন্তে বারো মাস গত হলো, স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল বাস্তব হলো না, বসন্তে বসন্তে বারো মাস গত হলো, অকালবসন্তে স্বপ্ন দেখে স্বপ্নদর্শী হয়েছি, স্বপ্নদর্শী হয়েছি, স্বপ্নের ফেরিওয়ালা, বসন্তে বসন্তে বারো মাস গত হলো, স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল বস্তব হলো না, সজনী তুমি কবে যে ফিরে আসবে? 
 
গানের লিং
বসন্ত যায়, বরষা আসে, চৈত্রের খড়ায় মন তাতায়, নিদারুন মাঘে মন নিথর হতে চায়, বারোমাসের বারোবেলায় ভ্যাবাচ্যাকা খেয়ে আমি বোকা হয়েছি, বসন্তে বসন্তে বারো মাস গত হলো স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল বস্তব হলো না, বসন্তে বসন্তে বারো মাস গত হলো। সজনী তুমি কথা দিয়েছিলে... continue reading

৩০ ৭৭৭

মেজদা

১০ বছর আগে লিখেছেন

জীবন আমার ঋণে ভরা ©

জীবন আমার ঋণে ভরা ©
জীবন আমার ঋণে ভরা
দাম গিয়েছে কমে
দেহ আমি বিক্রী করবো
দিবো যে নিলামে।
মায়ের জঠরে থেকে তো
হয়েছি কত ঋণ
শত শত জীবন বেঁচেও
শোধ হয়না কোনদিন।
মায়ের পূর্ণতা লাভ করে
তার সন্তান জন্মিলে।।
দেহ আমি বিক্রী করবো
দিবো যে নিলামে।।
মায়ে দিলো বুকের সুধা
ছিলাম বাবা মাথায়
এই জীবন সাজিয়ে দিলো
দুজনের গাথা মালায়।
বাবা হলো সবার উপরে
বলেছে পাক কালামে।
দেহ আমি বিক্রী করবো
দিবো যে নিলামে।
কোহিনূরের ভাবনা এখন
ঋণ কমাবো কিভাবে
... continue reading

১৮ ৪৪৮