Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

[স্মৃতির ঘরে একলা ক্ষণে তোরই শুধু বসবাস]

মনে পড়ে মনে পড়ে

তোর কথা মনে পড়ে

নিরালা এই একলা ঘরে

তোর কথা মনে পড়ে।

 

সকাল সন্ধ্যা নিজের ঘরে

একলা দুপুর হাহাকার

থাকিস এখন বহুদূরে

বার্তা কী পাবোনা আর?

 

মনে পড়ে মনে পড়ে

তোর কথা মনে পড়ে

ভালোবাসি শুধুই যারে

তার কথাই মনে পড়ে।

 

টুইটার অথবা ফেসবুকে

দেখা পাই না বহু দিন

ভালোবাসার রঙিন চিঠি

অপেক্ষায় মনের গহীন।

 

মনে পড়ে মনে পড়ে

তোর কথা মনে পড়ে

শীতের পথে জড়াজড়ি

মুঠোর ওম মনে পড়ে।

 

চারুকলা ছবির হাটে

পিঠাপুলির আসরে

দু'জনার দেখাদেখির

ভালোবাসার বাসরে।

 

মনে পড়ে মনে পড়ে

তোর কথা মনে পড়ে

হুড তোলা রিকশাতে

স্মৃতিগুলো মনে পড়ে।

 

মনে আছে সবই আমার

ভুলে গেছিস এখন আমায়

এখানে একাকী ফেলে

বল তুই হারালি কোথায়?

 

মনে পড়ে মনে পড়ে

তোর কথা মনে পড়ে

একলা ক্ষণে হৃদয় কোণে

তোর স্মৃতি ঘোরে মনে।

 

 

জাকিয়া জেসমিন যূথী

২২।০১।২০১৪

রাত ১১টা ৪০মিনিট

০ Likes ৫২ Comments ০ Share ৪৫৮ Views

Comments (52)

  • - শহীদুল ইসলাম প্রামানিক

    ভাল লাগল্। ধন্যবাদ

    • - এবিএম সোহেল রশিদ

      অনুপ্রনিত হলাম । শুভ কামনা রইল।

    - তাহমিদুর রহমান

    প্রথম পোস্টের জন্যে শুভেচ্ছা রইল। লেখা ভাল লেগেছে। 

    • - এবিএম সোহেল রশিদ

      শুরু করলাম। আপনাদের পাঠক প্রীতি ভাল লেগেছে। শুভ কামনা।

    - জাওয়াদ আহমেদ অর্ক

    কবিতাটা বেশ ভালো লাগছে ।  

    • - এবিএম সোহেল রশিদ

      আপনার ভাল লাগা আমাকে আরেকটি কবিতা লিখতে সাহায্য করবে। শুভ কমনা রইল

       

    Load more comments...