Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সংগীত" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

মেজদা

১০ বছর আগে লিখেছেন

মানুষ কি ভেবেছে ©

মানুষ কি ভেবেছে
চিন্তা কি করেছে  
মানুষ এসেছে কোন কারণে 
তিন পায়া মানুষ
হয়েছে বেহুশ
হবেনা হুশ তাদের মরণে।।
 
ভেবেছো কি জীবনে
ছিলে কোন আসমানে
কেন এসেছো এই ভুবনে
না নিয়া খোঁজ খবর
এলে জঙ্গলের ভিতর-২
কাটিবেতোমায়এখনমরার কাল-নাগিনে।।
 
নিজের ভিতর দেখো
কোথায় তুমি থাকো
আর কে আছে তোমার গহীনে
জলদি তালাশ করো
খুঁজে বাহির করো-২
পাইলে বসাও তারে তোমার হৃদ-আসনে।।
 
কোহিনুর এক অন্ধ
হয়েছে চোখ বন্ধ
দেখি না আমি আমার নয়নে
ভবা তুমি কোথায়
নিয়ে যাও সেথায়-২
যেথায় থাকো তুমি সদাই ভজনে।
... continue reading

১৭ ৪৪৩

মরুভূমির জলদস্যু

১০ বছর আগে লিখেছেন

2441139 প্যারোডি

 
        অঞ্জন দত্তের চমৎকার একটি গান 2441139​
        ​
        অঞ্জন দত্ত আমার প্রিয় শিল্পীদের একজন। খুবই ভালো লাগে ওর গান। একটা সময় ছিলো ওর নতুন কোনো এ্যালবাম বের হলেই কিনে শুনতাম। এখন যদিও গান শোনার সেই ঝোঁকটা আর তেমন নেই তবুও জমুখি গানের সেই আবেদনটা রয়েই গেছে মনে কোনে। আমাদের বাংলাদেশে অঞ্জন দত্তের অনেকগুলি গান বেশে জনপ্রিয়। তার মধ্যে অঞ্জন দত্তের চমৎকার একটি গান হচ্ছে 2441139, গানটির লিরিক হচ্ছে নিম্নরূপ -​

        ​
        ​
 

        চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো​
        এখন আর কেউ আটকাতে পারবেনা​
        সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো​
        মা-কে বলে দাও বিয়ে তুমি করছো না​
        চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি​
        আর মাত্র কয়েকটা মাস ব্যাস​
       ... continue reading

৮৩৩

জামাল হোসেন সেলিম

১০ বছর আগে লিখেছেন

টাট্টাটা

নক্ষত্র ব্লগে এটা আমার প্রথম গান। এখনকার নয়, অনেকগুলো বছর আগের লিখা। বলতে গেলে এটা একটা ধাঁধাও বটে। কেহ কি বলতে পারেন এই টাট্টাটা  আসলে কী? চেষ্টা করে দেখুন। না হলে বলে দেবো আগামীকাল।  
 
--------------  টাট্টাটা -------------
 
পথে ঘাটে মাঠে বাটে
অনেক তো দেখেছি তোরে /

কোনদিন কখনো তো
এত ভালো লাগেনি তো/

ভালোবাসা লোকে বলে যারে//
 
টাট্টাটা-- টাট্টাটা-- টাট্টাটা -- শোন শোন//

আজ কেন ক্ষনে ক্ষনে
তোর ছবি ভাসে মনে/

স্বপনে কি জাগরনে
তোরে শুধু দেখি বারে বারে//

টাট্টাটা-- টাট্টাটা-- টাট্টাটা-- শোন শোন//

পথে ঘাটে -----------------//

যেথা যাই যেই খানে
তোর ছবি থাকে মনে/

অযুতের মাঝ... continue reading

৭৬৩

মেজদা

১০ বছর আগে লিখেছেন

কি সুন্দর রঙ্গিলা জীবন ©

 
 
 
কি সুন্দর রঙ্গিলা জীবন রে
জীবনে পাইলাম না সুখ
সুখের আশায় ভেঙ্গে গেল
কেমনে দেখি তার মুখ রে।
ভাবতে ভাবতে সময় গেল
সময়ের কি দোষ
যার জন্য ভাবি আমি
সে থাকে বেহুশ রে
কি সুন্দর রঙ্গিলা জীবন রে
ঘুম থেকে জেগে উঠি
তোমার টিকটিক শব্দ শুনে
জেগে দেখি ঘড়ির কাঁটা
গেছে পশ্চিমেরই কোনে রে
কি সুন্দর রঙ্গিলা জীবন রে
সময় নাই সময় নষ্ট করার
উঠিলাম তাড়াতাড়ি
চেয়ে দেখি পায়ে আমার
দিছে ডান্ডা বেড়ি রে
কি সুন্দর রঙ্গিলা জীবন রে
পায়ে পরি পায়ে... continue reading

১৬ ৫৩২

মেজদা

১০ বছর আগে লিখেছেন

কার ভিটাতে বসত করো ©

কার ভিটাতে বসত করো
কে বানাইলো ঘর
ঘরের ভিতর সাপের বাসা
ভয় করে না তোর।
সারা জীবন জানলি না তুই
কে থাকে সেই ঘরে।
ভাল করে জানতে পারবে
ঘরের খবর দেখো
কে করে যে যাওয়া আসা
তাদের চিনে রাখো।
চিনতে তুমি ভুল করিলে
মাশুল দিতে হবেরে।
সারা জীবন জানলি না তুই
কে থাকে সেই ঘরে।
আগুন মাটি বাতাস পানি
বানানো দেহ খানি
ঘূর্ণি হাওয়ায় খেলছে কে
তাকে তো চিনি নি।
না চিনিলে জলদি চিনো
সময় বেশী নাইরে।
সারা জীবন জানলি না তুই
কে থাকে সেই ঘরে।
... continue reading

২৮ ৪৫৮

খোন্দকার শাহিদুল হক

১০ বছর আগে লিখেছেন

সংগীত

দেখলে যাকে আবাল-বৃদ্ধ পালিয়ে যেত
দেখলে যাকে ডরে পিলে চমকে যেত
সে এবার আসন খোঁজে
সে এবার আসন খোঁজে মন্ত্রী হয়ে দেশ চালাবে।
লোকে বলে সেই নাকি দেশ জ্বালাবে।।
এবার নাকি ভোটের বাজার
ছড়াবে নোট হাজার টাকার
থাকলে টাকা উড়বে পাখা ভোটের গানে
উড়বে নিশান নিশান কারে জোটের টানে
দেশের মানুষ তাতেই নাকি শান্তি পাবে।।

দেখলে যাকে বুকের গতি থেমে যেত
দেখলে যাকে ত্রাশে নারী পালিয়ে যেত
সে এবার নারীর ভোটেই মুকুট পাবে
বিজয় হলেই নরম মাংশ চিবিয়ে খাবে
লোকে বলে সেই নাকি আকাশ পথে পাল উড়াবে।।

দেখলে যাকে টাকার গন্ধ ফুরিয়ে যেত
দেখলে যাকে পায়ের রক্ত মাথায় যেত
সেই নাকি প্রজন্মকে... continue reading

৪৩৫

মেজদা

১০ বছর আগে লিখেছেন

তোমার সনে প্রেম করিলাম ©

তোমার সনে প্রেম করিলাম 
তোমাকে না দেখিয়া
এমন প্রেমের কি পরিনাম
দেখি নাই তো ভাবিয়া ।
এপার ওপার দুই পারেতে
কত না তোমার বাড়ী
জেগে নাকি ঘুমে আছো
নাকি গেছ দেশ ছাড়ি
তোমাকে না দেখে বন্ধু
ঘুরছি সাড়া দুনিয়া।
তোমার সনে প্রেম করিলাম
তোমাকে না দেখিয়া।
দেখতাম যদি চিনতাম বন্ধু
ধরতাম তোমারই পায়
খাইতে দিতাম মিষ্টি পায়েস
রাখতাম যে কলিজায়।
মনের মত ঘর বানাইয়া
রাখিতাম শুয়াইয়া।
তোমার সনে প্রেম করিলাম
তোমাকে না দেখিয়া।
তোমার দেখা পাইবো বলে
... continue reading

১০ ৪৪৪

নাসির আহমেদ কাবুল

১০ বছর আগে লিখেছেন

বৈষ্ণব পদাবলী প্রভাবান্বিত রবীন্দ্র সংগীত : ‘মাঝে মাঝে তব দেখা পাই...’

রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান বৈষ্ণব পদাবলী দ্বারা প্রভাবিত। যেমন-‘ওহে জীবন বল্লভ’, ‘নয়ন তোমারে পায় না দেখিতে’, ‘আমি জেনেশুনে তবু ভুলে আছি’, ইত্যাদি গানগুলো বৈষব পদাবলীর প্রভাব রয়েছে। গানগুলোর মধ্যে ‘মাঝে মাঝে তব দেখা পাই’, গানটি খুবই জনপ্রিয়।
বৈষ্ণব পদাবলী সাহিত্যর সূচনা ঘটে চর্তুদশ শতকে বিদ্যাপতি ও চন্ডীদাশ-এর সময়ে। তবে ষোড়শ শতকে এই সাহিত্যের বিকাশ হয়। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন রাধাকৃষ্ণের প্রেমলীলা। বৈষ্ণব পদাবলির শিল্পীরা ছিলেন নরহরি সরকার, বাসু ঘোষ ও লোচন দাসসহ আরো কয়েকজন। ‘লীলাকীর্তন’ সংগঠনের প্রধান নরোত্তম ঠাকুরও ছিলেন শিল্পী। শ্রীচৈতন্য পরে একে ধর্মীর সঙ্গীতে রুপান্তরিত করেন। বৈষ্ণব পদাবলি ব্রজবলি ভাষায় রচিত।
বৈঞ্চব মতকে কেন্দ্র করে রচিত বৈষ্ণব সাহিত্য। পঞ্চাদশ... continue reading

১৩ ১৯০৫

লুব্ধক রয়

১০ বছর আগে লিখেছেন

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৩


‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৩’ শুরু হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। রোববার পর্যন্ত উৎসবের চারদিনে মঞ্চে উঠবেন ১০০ শিল্পী। ঢাকার আর্মি স্টোডিয়ামে সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠান প্রতিদিন সারারাত ধরে চলবে। উৎসব আয়োজক কমিটির পক্ষে নবনীতা চৌধুরী গ্লিটজকে বলেন, “উচ্চাঙ্গসংগীতের চর্চা অব্যাহত রাখা এবং প্রচার ও প্রসারের উদ্দেশ্যে কলকাতার আইটিসি সংগীত রিসার্চ অ্যাকাডেমির সহযোগিতায় বেঙ্গল ফাউন্ডেশন দ্বিতীয়বারের মতো বাংলাদেশে চার দিনব্যাপী বার্ষিক বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব আয়োজন করেছে। প্রথমদিনসহ পুরো উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত শিক্ষাবিদ আবদুর রাজ্জাককে।”
তিনি জানান, এবারের উৎসবে প্রায় ১০০ দেশি ও বিদেশি কণ্ঠ, নৃত্য ও বাদ্যশিল্পী অংশ নেবেন।
উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার কত্থক শিল্পী ভিশাল কৃষ্ণার পর মঞ্চে উঠবেন... continue reading

৪৪৮

মেজদা

১০ বছর আগে লিখেছেন

আমি চন্ডাল হয়ে ভাল আছি ©

 
আমি চন্ডাল হয়ে ভাল আছি
না হলে গলায় দিতাম ফাঁসি
নিজের মনকে নিজেই পুড়ি
ছাই করি তো আগুনে।
নিজের শ্মশান নিজে সাঁজাই
মনকে আবার নিজেই বুঝাই
মাতাল হয়ে দূরে চলে যাই
সমাজ ছেড়ে শ্মশানে।
লোকে বলে আমায় চন্ডাল
আমি নাকি মরার কাংগাল
সমাজের আমি বড় জঞ্জাল
বলে সকল জনে।
বুঝে কি কেউ আমার কথা
আমার মনের গভীর ব্যাথা
আমি সমাজ করি পবিত্রতা
দিয়ে চন্দনে চন্দনে।
দেখি জ্যান্ত মানুষ যারা পুড়ে
কেউ এসিড ছুড়ে মানুষ মারে
তারাই দেখি আবার দম্ভ করে
থাকিয়া মনুষ্য... continue reading

৪০ ৫৫০