Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেজদা

৯ বছর আগে লিখেছেন

বিবাগী মন আমার ©

বিবাগী মন আমার © 
বিবাগী মন আমার, বৈরাগী হইতে চায় 
সমাজ সংসার ছেড়ে সে 
যেতে চায় আখড়ায়।। 
সংসারে থাকিয়া মনে, পাইলাম না শান্তি 
জমা জমি টাকা পয়সায়
বাড়াইলো ক্লান্তি। 
মনে ঢুকছে নানান ভ্রান্তি
পালাবো কোথায়। 
সমাজ সংসার ছেড়ে সে 
যেতে চায় আখড়ায়।। 
যারে দিবো জীবনের ভার, সে এখন উদাসী 
তার যন্ত্রণায় মন হইতে চায় 
সফেদ সন্নাসী। 
কি হবে সংসারে থেকে
ঘর ভরছে আগাছায়।।
সমাজ সংসার ছেড়ে সে 
যেতে চায় আখড়ায়।। 
যেথায় গেলে শান্তি পাবো, সেথায় চলে যাবো 
পৃথিবীর সব ভেজাল জঞ্জাল 
সাগরে ফেলে দেবো। 
কোহিনূর কয় চলে যাবো 
থাকবো কার আশায়।। 
সমাজ সংসার ছেড়ে সে 
যেতে চায় আখড়ায়।। 
বুধবার ১৮ সেপ্টেম্বর ২০১৩, ৩ আশ্বিন ১৪২০, সকাল ৬-৪৫ মিঃ 
(আমার "কে বুঝিতে পারে দয়াল" গ্রন্থ থেকে)
continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - ছাইফুল হুদা ছিদ্দিকী

    অসাধারন সুন্দর শুরু।বিজ্ঞান,রোবট আর মানবীয় অনুভুতি।

    • - মুন জারিন আলম

      ধন্যবাদ ছাইফুল ভাই।আপনি কি প্রথম আলোর ছাইফুল ভাই?কমেন্টসের জন্য কৃতজ্ঞতা।

মেজদা

৯ বছর আগে লিখেছেন

আমার আশার ঘরে বাসর হবে গো ©

আমার আশার ঘরে বাসর হবে গো
ও সজনী, গাইবো দুইজনে গান
বুকে বুকে বুক মিলাইয়া 
জুড়াইবো পরাণ।। 
ভাব জগতে অভাব হলে ভাল লাগে না
এসব দেখে বাঁচতে আমার
মনে তো চাহে না।
আশা নিয়ে বেঁচে আছি গো
গাইবো জাগানিয়া গান। 
বুকে বুকে বুক মিলাইয়া 
জুড়াইবো পরাণ। 
জীবন যৌবন উজাড় করে তোমাকে দিলাম 
তুমি দিলে বিষের মালা 
জ্বালায় ভুগিলাম।
আমি আছি প্রেমের আশায় গো
বিনোদিনী প্রেম করবে দান। 
বুকে বুকে বুক মিলাইয়া 
জুড়াইবো পরাণ। 
ভালবাসতে চাই আমি বুঝিনা তার ধরন
আকালের দুই কালে দেখি 
সকালেই মরণ। 
কোন সাধনে হবে না মরন গো 
কোহিনূর করে সাধন। 
বুকে বুকে বুক মিলাইয়া 
জুড়াইবো পরাণ। 
কে বুঝিতে পারে দয়াল গ্রন্থের দ্বিতীর গান   continue reading
Likes Comments
০ Shares

মেজদা

৯ বছর আগে লিখেছেন

যার ব্যথা তার অন্তর বুঝে © কোহিনূর সংগীত যার ব্যথা তার অন্তর বুঝে অন্যে কি তা বুঝে ব্যথার ঔষধ দিতে পারে ব্যথার কবিরাজে। বন্ধু গেল দেশ ছাড়িয়া আমায় একা ফেলে অন্তর ভরা মরার ব্যথা ভাসি চোখের জলে। কেমনে পাব বন্ধুর খবর দেখবো কি সহজে। ব্যথার ঔষধ দিতে পারে ব্যথার কবিরাজে। কত সুন্দর জীবন ছিল স্বপন ভরা চোখে বাকুম বাকুম করে গান গাইতো হাসি মুখে ভোর বেলাতে ঘুম ভাঙ্গিতো নূপুরের আওয়াজে। ব্যথার ঔষধ দিতে পারে ব্যথার কবিরাজে। সোনার ময়না পাখী আমার গেছো কত দূরে একবার বন্ধু বুকে নেওনা বান্ধ বাহু ডোরে। কোহিনূরের প্রেমের জ্বালা নিত্য বুকে বাজে। ব্যথার ঔষধ দিতে পারে ব্যথার কবিরাজে।

Likes Comments

মেজদা

৯ বছর আগে লিখেছেন

যার ব্যথা তার অন্তর বুঝে © কোহিনূর সংগীত যার ব্যথা তার অন্তর বুঝে অন্যে কি তা বুঝে ব্যথার ঔষধ দিতে পারে ব্যথার কবিরাজে। বন্ধু গেল দেশ ছাড়িয়া আমায় একা ফেলে অন্তর ভরা মরার ব্যথা ভাসি চোখের জলে। কেমনে পাব বন্ধুর খবর দেখবো কি সহজে। ব্যথার ঔষধ দিতে পারে ব্যথার কবিরাজে। কত সুন্দর জীবন ছিল স্বপন ভরা চোখে বাকুম বাকুম করে গান গাইতো হাসি মুখে ভোর বেলাতে ঘুম ভাঙ্গিতো নূপুরের আওয়াজে। ব্যথার ঔষধ দিতে পারে ব্যথার কবিরাজে। সোনার ময়না পাখী আমার গেছো কত দূরে একবার বন্ধু বুকে নেওনা বান্ধ বাহু ডোরে। কোহিনূরের প্রেমের জ্বালা নিত্য বুকে বাজে। ব্যথার ঔষধ দিতে পারে ব্যথার কবিরাজে।

Likes Comments

মেজদা

১০ বছর আগে লিখেছেন

মানুষে আর মানুষে ©

মানুষেআরমানুষে©
কোহিনূর
সঙ্গীত
 
 
মানুষে আর মানুষে
ভাবছো জনে জনে
কেন এসেছো এই ভুবনে 
তিন পায়া মানুষ হয়েছে বেহুশ
হবে না হুশ তাদের মরণে।
 
ভেবেছো কি জীবনে
ছিলে কোন আসমানে
কেন এসেছো এই ভুবনে
না নিয়া খোঁজ খবর
এলে কেন জঙ্গলের ভিতর
কাটিবে তোমায় এখন কাল-নাগিনে।
 
নিজের ভিতর দেখো
কোথায় তুমি থাকো
আর কে আছে তোমার গহীনে
জলদি তালাশ করো
খুঁজে বাহির করো
পাইলে বসাও তারে তোমার হৃদ-আসনে।
 
কোহিনুর এক অন্ধ
হয়েছে চোখ বন্ধ
দেখিনা আমি আমার নয়নে
ভবা তুমি কোথায়
নিয়ে যাও সেথায়
যেথায় থাকো তুমি ভজনে।
মানুষে মানুষে জীবনে জীবনে
কি পেয়েছে তারা দুইজনে।
 
২৮ সেপ্টেম্বর’১১ বুধবার ৪:০৩
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (5)

  • - প্রলয় সাহা

    দাদাভাই এই জয়টা কী শুধু একদিনের-ই ।

    তা নয় কি ?

     

    • - প্রলয় সাহা

      মানবতা ও প্রত্যাশা দুটোই বিলুপ্তির পথে । ভুল বলে থাকলে ক্ষমা প্রার্থী । আপনার সামনে নতজানু হয়ে বসে থাকতেও রাজি দাদাভাই । 

    - কেতন শেখ

    জয় হোক আমার প্রত্যাশা। প্রত্যাশা একদিনের বা এক জীবনের না। আমি না থাকলেও আমার এই প্রত্যাশা থাকবে। পড়ার জন্য অনেক ধন্যবাদ। জয় হোক।

    - প্রহেলিকা

    কত সরলভাবে আপনি বলে গেলেন কাব্যিক কথামালা। ভালো লাগা রেখে গেলাম। নববর্ষের শুভেচ্ছা জানবেন।

    • - মুন জারিন আলম

      জরা ব্যাধি পীড়া ক্লেশ

      চৈত্রেই হোক শেষ

      ব্যসন আর অশিবের ক্ষয় হোক,

      চমৎকার বৈশাখের মেসেজ কেতন দা।বেশ লাগল কবিতার লাইনগুলি।ধন্যবাদ আপনাকে।এইভাবে লিখতে থাকুন সবসময়।ভাল থাকুন সবসময়।নুতুন বছরের শুভেচ্ছা রইল।

    • Load more relies...
    Load more comments...
Load more writings...