Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সংগীত" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

তাহমিদুর রহমান

১০ বছর আগে লিখেছেন

ব্যান্ড কনস্ট্যান্টের শো

কাল রেডিও শো হচ্ছে ব্যান্ড কনস্ট্যান্টের। নতুন প্রজন্মের ব্যান্ড হিসেবে আমি একটি পোস্টও দিয়েছিলাম। অনেকেই তাদের গান শুনতে আগ্রহী ছিলেন তারা শুনতে পারেন। তাদের নিয়ে আমার পোস্ট

continue reading

৩৩৪

মেজদা

১০ বছর আগে লিখেছেন

জীবন তরীর পাগলা মাঝিরে ©

জীবন তরীর পাগলা মাঝিরে  
 মাঝি নাই কি তোমার ভয়
 উথাল পাথাল ঢেউয়ের মধ্যে
 ভাবি কি জানি কি হয়।
 
 অমাবস্যার এই আঁধার রাতে
 বাইছো তরী আপন হাতে
 ঢেউয়ের সাথে পাল্লা দিয়ারে
 তুমি যাচ্ছো যে কোথায়।
 উথাল পাথাল ঢেউয়ের মধ্যে
 ভাবি কি জানি কি হয়।
 
 ভব নদীর ঝড় তুফানে
 বাইছো তরী আপন মনে
 গানের তালে ফেলছো বৈঠারে
 তোমার নাই যে সংশয়।
 উথাল পাথাল ঢেউয়ের মধ্যে
 ভাবি কি জানি কি হয়।
 
 এই জগতে যারা পাকা মাঝি
 তারাই কাজের আসল কাজী
 ঝড় তোফানে এই অন্ধকারেরে
 জীবনের কত কথা কয়।
 উথাল পাথাল ঢেউয়ের মধ্যে
 ভাবি কি... continue reading

৪৭ ৫১৩

মেজদা

১০ বছর আগে লিখেছেন

এই জীবনের এত বোঝা ©

এই জীবনের এত বোঝা
 বইবো কেমন করে
 সামনে দেখি পাপের পাহাড়
 পুণ্যযাচ্ছে উড়ে।
 
 উল্টা পাল্টা জীবনে আমি
 করেছি কত পাপ
 নিজেই ভাবি পাপের কথা
 নিজেই দেই অভিশাপ।
 শাপে শাপে অভিশাপে
 ভাসবো কি সাগরে।
 সামনে দেখি পাপের পাহাড়  
 পুণ্যযাচ্ছে উড়ে।
 
 নীল আকাশে সাদা মেঘে
 আলো খেলা করে
 পুণ্যবান সেই মেঘের দলে
 যাচ্ছে কোন পাহাড়ে।
 যাবো আমি পাপ ঝরাতে
 ঝর্ণায় স্নানো ঝরে।
 সামনে দেখি পাপের পাহাড়
 পুণ্যযাচ্ছে উড়ে।
 
 পুণ্যস্নানে হইতে চাইগো
 পবিত্র পুণ্যবান
 পাপের পাহাড় পাড়ি দিলে
 আমিও ভাগ্যবান।
 কোহিনুর চায় অন্ধের লাঠি
 দাওনা হাতে ধরে।
 সামনে দেখি পাপের... continue reading

৫৮ ৪৫৫

মেজদা

১০ বছর আগে লিখেছেন

কোন ভুবনে থাকো তুমি ©

এত নামে ডাকে তোমায়
লক্ষ কোটি বারে
এত দেখার ইচ্ছার পরেও
থাকো নিরাকারে।
এত ডাকার পরে কেন
দাওনা তুমি সাড়া
কোন ভুবনে থাকো তুমি
নাকি ভুবন ছাড়া।
কি কারণে আছো তুমি
কালো অন্ধকারে।
এত দেখার ইচ্ছার পরেও
থাকো নিরাকারে।
স্বার্থ বাদী সৃষ্টি কর্তার
নামে কত ধরণ
এক নামে হওনা খুশী
কিবা তার কারণ।
ভিন্ন নামে ভিন্ন প্রনাম
ডাকে নির্বিকারে।
এত দেখার ইচ্ছার পরেও
থাকো নিরাকারে।
নামাজ রোজা পূজা পার্বণ
কেন ভিন্ন ধরণ
মসজিদ মন্দির গির্জার ভূষণ
ভিন্ন কেন ভাষণ।
... continue reading

৫০ ৪৯১

মেজদা

১০ বছর আগে লিখেছেন

জংলা পাখী জংগলে গেল ©

দেহের ভিতর দেহ আছে
মনের ভিতর মন
তার সনে বা কি পিরিতি
কে বা সেই জন।
মাসের মরে মাস গেলরে
বছরের পর বছর
সারা জীবন সাথে থেকেও
রাখি নাই খবর।
চিনতে পারলে আমি তারে
দিতাম না তো মন।
তার সনে বা কি পিরিতি
কে বা সেই জন।
পাশাপাশি থেকেও তারে
জানতে পারলাম না
জংলা পাখী জংগলে গেল
পোষ তো মানলো না
আমার ভাংগা খাঁচা নিয়া
করবো কি এখন।
তার সনে বা কি পিরিতি
কে বা সেই জন।
গুরু আমায় বলো মোরে
কে আমার আপন
কোহিনূর তো... continue reading

৫৯ ৫২৮

নূর মোহাম্মদ নূরু

১০ বছর আগে লিখেছেন

বাংলা লোকসঙ্গীতের প্রানপুরুষ আব্বাস উদ্দীনের ৫৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

বাংলার বুলবুল গায়ক অমর ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দীন আহমদের নাম শোনেনি এমন মানুষ খুব কমই আছে। বাংলা লোক সঙ্গীতের প্রান পুরুষ ছিলেন আব্বাসউদ্দীন আহমেদ। একজন কণ্ঠশিল্পী হিসেবে আব্বাস উদ্দীনের পরিচিতি দেশজোড়া। বাল্যবয়সে ওস্তাদ জমিরউদ্দীন খা’র কাছেই তার সঙ্গীতের হাতেখড়ি হয়েছিলো। আধুনিক গান, স্বদেশী গান, ইসলামি গান, পল্লীগীতি, উর্দুগান সবই তিনি গেয়েছেন। তবে পল্লীগীতিতে তার মৌলিকতা ও সাফল্য সবচেয়ে বেশি। ত্রিভূবনের প্রিয় মুহাম্মদ, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে অথবা ওকি গাড়িয়াল ভাই, আমার গহিন গাঙের নাইয়া… ইত্যাদি গান গেয়ে যিনি সমগ্র বাংলা মাতোয়ারা করেছিলেন, তিনিই শিল্পী আব্বাস উদ্দীন আহমদ। অদ্ভুত সুন্দর-সুমধুর কণ্ঠস্বর, একবার শুনেই যিনি গানকে নিজের আয়ত্বে নিয়ে আসতে... continue reading

৬০৯

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

শেষ ছুঁয়া

ও আল্লাহ্‌ ও প্রভু ও ভগবান
এই বেলা কি শেষ বেলা-এই কথা কি
শেষ কথা এ দেখা কি শেষ দেখা
এই অনুরাগের ছুঁয়া কি?শেষ ছুঁয়া,
ও ও শেষ ছুঁয়া-ও ও শেষ ছুঁয়া।
 
রোজ দেখি গোধূলির ঐ প্রান্তে
সূর্য যায় ডুবে – সূর্য যায় ডুবে
শিশির সিক্ত প্রভাতে লাল রবি উঠে,
তবে কেন আঁধারে মিশে দিলে?
এলে না হ্যাঁয় কভু আর ফিরে।
 
বছর ঘুরে বারে বারে বসন্ত আসে
ফাল্গুনে ফুটে কত না রঙ্গীন ফুল
গোলাপ ডালে গোলাপ এ কদম ডালে
কদম ফুল; চিকণ চিকণ পাতার ফাঁকে-
দুলছে আহা লালটুকটুকে... continue reading

২০ ৪৪৭

মেজদা

১০ বছর আগে লিখেছেন

আমার বুকের ভিতর মরুভূমি ©

বুকের ভিতর মরুভূমি
পাষাণ আমার মন
চোখে জল এলো কেন
ভিজলো দুই নয়ন।
তোদের কথা মনে হইলে
একাই কথা বলি
খুঁজতে গেলে দেয়না দেখা
একাই পথে চলি।
আমার কান্দন আমি কান্দি
কান্দে আরেক জন।
চোখে জল এলো কেন
ভিজলো দুই নয়ন।
জীবন গেল যাদের জন্য
তাদের দেখি না
ভুল ভ্রান্তি হইলে আমারে
করে দাও ক্ষমা।
জীবনের ভুল বুঝে আমি
চাই যে তোমার মন।
চোখে জল এলো কেন
ভিজলো দুই নয়ন।
জীবন থাকে সাগর পারে
দেখি জলের ঢেউ
আমি একা বসে... continue reading

৪৪ ৬৬৪

মেজদা

১০ বছর আগে লিখেছেন

নিঃশব্দের সংগে আমি ©

নিঃশব্দের সংগে আমি
শব্দ নিয়া খেলি
নিরাকারের সাথে আমি
কত কথা বলি।
অন্ধকারেও তারে দেখি
একসাথে তাই চলি।
নদী যেমন শান্ত থাকে
শুনিনা তো গর্জন
আকাশেতে মেঘের ছটা
জলে করে নৃত্তন।
মন আগুনে বাড়ায় জ্বালা
অন্তরেতে জ্বলি।
নিঃশব্দের সংগে আমি
শব্দ নিয়া খেলি।
শব্দের ভিতর মন আনন্দে
খেলে যে নিঃশব্দ
বিশ্বাসী ব্যাঙ করে থাকে
সাপের মাথায় নৃত্য।
প্রভুর সাথে জীবের তত্ত্ব
বিত্তকে দেই বলি।
নিঃশব্দের সংগে আমি
শব্দ নিয়া খেলি।
গানের সাথে স্বরলিপি
যেমন খেলা করে
সুরে... continue reading

৪৮ ৪৯৬

হাছান উদ্দিন রোকন

১০ বছর আগে লিখেছেন

আমি বড় মস্ত ফাঁকিবাজ

 
আমি বড় মস্ত ফাঁকিবাজ 
ফাঁকি  দিয়েছি যত অন্যায় অনাচার অনিষ্ট সহচর 
ফাঁকি দিয়েছি আমি কালের গড়া  কালো দেহের সাদা আস্তরণ 
শুধু চেয়েছি জেগে উঠে কি সত্য কখনো  ঐ দিগন্তে ।। 
 
আমি বড় মস্ত ফাঁকিবাজ 
ফাঁকি দিয়েছি যত নৃশংস নিপীড়ন নির্লিপ্ত গলাবাজ 
ফাঁকি দিয়েছি  আমি  স্বৈরচারের মায়াকান্না এবং স্বাধীনতা সৌধ 
শুধু চেয়েছি  ফেঁপে  উঠে কি কখনো  জনতার ঢেউ ।।   
 
আমি বড় মস্ত ফাঁকিবাজ 
ফাঁকি দিয়েছি যত  আঁধার রোদন শোষণ আর অত্যাচার  
ফাঁকি দিয়েছি আমি আলোকে ঢেকে রাখা কুয়াশা 
শুধু চেয়েছি  দেখতে মৃদু মৃদু আলো কেমনে জ্বলে ।। 
continue reading

১২ ৪৫০