Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Safiqul Islam Kohinoor

১০ বছর আগে

আমার বুকের ভিতর মরুভূমি ©

বুকের ভিতর মরুভূমি
পাষাণ আমার মন
চোখে জল এলো কেন
ভিজলো দুই নয়ন।

তোদের কথা মনে হইলে
একাই কথা বলি
খুঁজতে গেলে দেয়না দেখা
একাই পথে চলি।
আমার কান্দন আমি কান্দি
কান্দে আরেক জন।
চোখে জল এলো কেন
ভিজলো দুই নয়ন।

জীবন গেল যাদের জন্য
তাদের দেখি না
ভুল ভ্রান্তি হইলে আমারে
করে দাও ক্ষমা।
জীবনের ভুল বুঝে আমি
চাই যে তোমার মন।
চোখে জল এলো কেন
ভিজলো দুই নয়ন।

জীবন থাকে সাগর পারে
দেখি জলের ঢেউ
আমি একা বসে ভাবছি
সংগে নাই তো কেউ।
শেষ বেলা কোহিনূর ভাবে
ভাবে পাগল জন।
চোখে জল এলো কেন
ভিজলো দুই নয়ন।

১ Likes ৪৪ Comments ০ Share ৬৬৪ Views

Comments (44)

  • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    রংপুরের আঞ্চলিক ভাষায় ডাক দিয়ে কবিতার শুরু। ফ্যান্টাস্টিক! ধন্যবাদ, প্রিয় বৈশাখী ঝড়।

    • - মোকসেদুল ইসলাম

      রংপুর অঞ্চলের মানুষ তো তাই। ভাল থাকবেন সতত

    - জাহাঙ্গীর আলম

    'জাগো বাহে কুনঠে সবাই..............
    জাগো বাঙ্গালী জাগো, ঘুমানোর সময় আর নেই'....আজকাল কমই স্লোগানের কবিতা পড়া হয় ৷ স্বল্পকথায় ভাললাগা রইল ও পৌষের শুভেচ্ছা

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ কবিতা ভাল লেগেছে জেনে খুশি হলাম

    - নাজনীন পলি

    পুরাটাই রংপুরের ভাষাতে লিখলেও পারতেন । 

    "অধিকার কেউ কাউকে দেয় না এসো অধিকার আদায় করে নিই।" 

    ভালো লাগলো কবিতার কথামালা । 

     

    • - মোকসেদুল ইসলাম

      কবিতার হাত এখনও কাঁচা তো তাই আঞ্চলিক ভাষায় ঠিক ছন্দ মিলাতে পারি না। কবিতা ভাল লেগেছে জেনে মনে হচ্ছে শ্রম কিছুটা হলেও সার্থক। ভাল থাকবেন

    Load more comments...