Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সংগীত" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

মৃত্যূরো নাই’রে স্বাধীনতা

ও ভাই বাংলা আমার
স্বাধীন দেশের নয়ন
জানি সব কিছুতেই
দেখি ঝকঝকে স্বাধীন;
তোর নাকি গলা ভরে
খাইতে নাই পরাধীন
সবখানে ভেজাল খাদ্যে
নাই নাই ক্ষমার অধীন-
পেটে আর মুখে শুধুই
স্বাধীন আর স্বাধীন
বাস্তবতার শিখল পরা
বাংলা মায়ের সোনালী দিন;
পাখির মত গুলি খাওয়া;
বস্তায় বন্দী অদৃশ্য বরণ-
মৃত্যূরো নাকি নাই’রে স্বাধীন
বাংলা মাঠির কে দেখে কান্দন।
কেউ শোনে না’রে আর্তনাদ
জেগে উঠো তাই আজ;
জেগে উঠো-জেগে উঠো
৩০ লক্ষ শহীদের অমর্ত্য প্রাণ।
 
লেখার তারিখঃ ২৩/০৩/১৪
============
 
 
 
continue reading

৩৯২

Debabrata Das Mona

১০ বছর আগে লিখেছেন

অপেক্ষা

আছি তোমারি অপেক্ষায়
চেয়ে চেয়ে দিবস রজনী
পথ চেয়ে ক্লান্ত, বড় ক্লান্তা আমি।
তুমি আসবে বলে ঘরে চাল ডাল কিনে কাপড় গুছিয়ে
সব পরিপাটি করে অপেক্ষা করি, শুধুই তোমারি।
মনে কি পড়ে তোমার সেই প্রথম দিনের কথা?
সেদিন কোণেতে দাঁড়ায়ে তুমি বলেছিলে,
বলেছিলে, ছেড়ো না কভু এই হাত।
বললাম আমি, তুমি মোর প্রিয়া অর্ধাংগীনি মোর,
মোরা সাথে রব চিরদিন, নাহি যাবো কভু দূর।
বুকে মাথা রাখি তুমি কহিলে আমায়,
এভাবেই যেন প্রাণটা মোর যায়।
এত ভালবাসা মোর সহিবে কি? সন্দেহে কাঁপে বুক,
জড়ায়ে যাই অসার সংসারে, কভু নাহি পাই সুখ।
তখনো তো আমি... continue reading

৪২৬

Debabrata Das Mona

১০ বছর আগে লিখেছেন

স্বাগতম

স্বাগতম বঁধু স্বাগতম আমারি দ্বারে তোমাদের সু-স্বাগতম। এসো দেয়ালে, রেখেছি দ্বার খুলে মতামতের লাগি। তোমরা এসো ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে, গোপনে বা নির্গুপনে। রেখে যেও তোমাদের কথামালা রাখিব যে যতনে।।
continue reading

৪৪২

Debabrata Das Mona

১০ বছর আগে লিখেছেন

মরূদ্যান

মনের কথা বলব যারে,
সে তো আমার কাছে নাই।
বিদিন জ্বালা বুকের মাঝে,
কোথায় গেলে শান্তি পাই।
সেই অভাগী গেছে ফেলে,
দেখার সাধ্য নাই মেলে।
বসিয়া নির্জন কূলে,
ভাঁসি দুই আঁখি জলে।
হৃদয়টা হল মরুভূমি,
তপ্ত বালুর মেলা,
এভাবেই দিন কাটাই,
কাটাই সারা বেলা।
continue reading

৫৪০

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

এলো চারছক্কার মাস

উৎসর্গঃ আমাদের ক্রিকেটারদের স্মরণে
 
ও - হু এলো ভাই এলো
চার ছক্কার মারার মাস এলো;
রানের বন্যায় ভেসে যাক
গর্জে উঠবে দেখো টাইগার
প্রণয় ছড়াবে ব্যাটের ছোঁয়ায়।।
 
এলো চার ছক্কার মাস এলো।।
 
ও - হু বিশ্ব এ বার দেখুক
বিশ্ব এবার একটু হাসুক
একটু নাহয় চমৎকৃত লাগুক;
গর্জে উঠবে দেখুক না এ টাইগার
রানের আইলা সিডর বয়ে যাক।।
 
দেবে না দেবে না মারতে চার ছক্কা
গেইল আফ্রিদি বিরাট কোহলির
ব্যাট হাতের কাঁপছে মণিবন্ধ
আজমল মালিঙ্গার পেলে চমকায়
মারবে এবার চারছক্কার বাউন্ডারি।।
 
এলো ভাই এলো... continue reading

৩৫৬

বালুচর

১০ বছর আগে লিখেছেন

বালুচরের গান-১

ও মন ভেবে দেখ একবার
মায়ের সমান পৃথিবীতে কে আছে রে আর
ও মন ভেবে দেখ একবার ।।
 
আদর সোহাগ দিয়ে কে আর
নেয়রে টেনে বুকে
নিজের কষ্ট কে যায় ভুলে
সন্তানেরই দুখে ।হায়রে সন্তানেরই দুখে ।
 
তুলনা নাই পৃথিবীতে
মায়ের অবদান
মায়ের আদর মায়ের স্নেহ
সাগরের সমান । হায়রে সাগরের সমান ।
 
এই মায়েরে যাসনে ভুলে
করিসরে কদর
মায়ের দোয়ায় বাড়াসরে তোর
পূণ্যেরই নহর । ও মন পূণ্যেরই নহর ।
 
মা ছাড়া এ সংসারেতে
সবই অন্ধকার
মায়ের মনে আঘাত দিলে
হবেরে ছারখার ।
মায়ের... continue reading

৪০১

মেজদা

১০ বছর আগে লিখেছেন

খাঁচার পাখী উড়ে গেলে ©

খাঁচার পাখী উড়ে গেলে 
পাখী হয় অচেনা 
ভাংগা খাঁচা পুড়ে গেলে
তার কিছু থাকে না।  
 
নিজের গুনে গুনি হয়ে 
পুন্য করে থাকো
এই দুনিয়ায় তুমি ধনী 
যমকে দূরে রাখো।
মাওলা যদি তোমার হয় গো
ভয় তুমি করো না ।।  
 
পাখী দেখি উড়ে বেড়ায়
এখানে আর সেখানে
বন্ধ ঘরে গুমোট হাওয়া
শান্তি পাবে কেমনে।
পাখী গেছে আসল বাসায়
সেটাই তার ঠিকানা।।  
 
পাখীকে ভয় পেলে তুমি
ডাকো কেন তাকে 
যাকে ভয় পাওয়ার কথা
তাকে সবাই ডাকে।
কোহিনূর তো... continue reading

২৮ ৩৬০

মেজদা

১০ বছর আগে লিখেছেন

কি নেশা করলাম আমি রে ©

কি নেশা করলাম আমি রে ©
 
 
কি নেশা করলাম আমি রে
এই নেশা তো কাটে না
দিন রজনী নেশায় থাকি
অন্য কিছু বুঝি না।।
 
মদ গাঁজাতে নেশা করলে
ঘন্টার পরে থাকে না
আমার নেশা এমন নেশা
জীবনেও ছোটে না।
কি হবে মোর পরিনতি
এসব নিয়া ভাবি না।।
 
এক নেশাতে পরে তুমি
জীবনকে হারাও
আরেক নেশায় পরে তুমি
জীবন ফিরে পাও।
লন্ড ভন্ড করার নেশা
জীবনেও খাইও না।।
 
কোহিনূর তো নেশা করে
হাবি-জাবি লেখে
নেশা না করিলে আবার
সর্ষে ফুল দেখে।
জীবন একদিন... continue reading

১৭ ৪১৫

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

ধনুর্ধর ত্রিফলা

আমার মাঝে!চাই গো চাই
এক নতুন ধনুকের ত্রিফলা
নিশানে নিশান ছুঁড়বো;
ভাঙ্গবো প্রেমের বন্ধী শিলা।।
ও ভয় করিস না ধনুর্ধর
ত্রিফলা ছুঁড়বে আজ
মনটার বরাবর-
ভালোবাসা ঝরবে তাতে
কালবৈশাখী ঝড়।।
একেঁ বেঁকে লাগবে না সেথা
লম্বা দ্বারে দাঁড়িয়ে একা
হাওয়া ধর ধররে হাওয়া
মুক্ত নিশান উড়া যাবে
প্রণয়ের প্রান্তর।।
দাও গো ফিরে আমায়
জনম স্বাদের ত্রিফলা-
ধরণীপটে জ্বলবে অগ্নিশিখা;
অবাগ পাতে দেখবে চেয়ে
নিত্য হাহাকার হবে জ্বালা।।
 
লেখারতারিখঃ ২৬/০২/১৪
================
continue reading

৩৬২

নূর মোহাম্মদ নূরু

১০ বছর আগে লিখেছেন

মাটি ও মানুষকে ভালবাসার প্রেরণার উৎস গীতিকার, সুরকার, কন্ঠশিল্পী, ভাষা সৈনিক আব্দুল লতিফের ৯ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

ভাষার গানের অমর গীতিকার, সুরকার, কন্ঠশিল্পী, ভাষা সৈনিক আব্দুল লতিফ। তিনি ছিলেন এদেশের ভাষা সংগ্রাম, ঊনসত্তুরের গন অভূত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা ও গনতন্ত্র প্রতিষ্ঠার সকল সংগ্রামে লড়াকু ছাত্রজনতার অকুতোভয় শক্তি ও সাহসের এক অফুরন্ত উৎস। তাঁর রচিত ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটিতে আমাদের মাতৃভাষা বাংলা এবং বাঙালী জাতিসত্বা ও সংস্কৃতির বিরুদ্ধে তৎকালীন শাষকগোষ্ঠী সহ সর্বকালের শত্রু ও ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করার শক্তি ও সাহসের চিরন্তন বানী। এছাড়াও তিনি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত জনপ্রিয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো এর প্রথম সুরকার। ২০০৫ সালের ভাষার মাসের আজকের দিনে মৃত্যুবরন করেন গীতিকার, সুরকার আব্দুল লতিফ। বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় গানের... continue reading

১০০৮