Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বালুচর

৯ বছর আগে লিখেছেন

বালুচরের গান (বৃদধাশরম)

যাসনেরে বাপ আমায় ফেলে চার দেয়ালের ঘর
যাদু আমার মানিক আমার দয়া নাই কি তোর।।
 
বলবো না আমার সংসার
যত পারিস করিস সংহার
ক’দিন বাঁচি এই দুনিয়ায়
করিসনে আর পর ।
যাদু আমার মানিক আমার দয়া নাই কি তোর।।
 
দাসির কাজটি দিসরে মোরে
বলবো না আর কিছু তোরে
বউমার আদেশ করবো পালন
ভাঙিসনে মোর ভর ।
যাদু আমার মানিক আমার দয়া নাই কি তোর।।
 
আমায় ফেলে গেলে হেথা
দাদু ভাই মোর পাবে ব্যথা
ঘুম ভাঙিয়া জেগে উঠে
খোঁজ করিবে মোর ।
যাদু আমার মানিক আমার দয়া নাই কি তোর।।
 
তোর সংসারে কত খেলনা
মনে করিস আমি ফেলনা
এক কোণেতে রইবো পড়ে
একটু রহম কর ।
যাদু আমার মানিক আমার দয়া নাই কি তোর।।
 
যাসনেরে বাপ আমায় ফেলে চার দেয়ালের ঘর
যাদু আমার মানিক আমার দয়া নাই কি তোর।।
continue reading
Likes Comments
০ Shares

বালুচর

১০ বছর আগে লিখেছেন

লিমেরিক-১০

বোশেখের এই ঢাকের আওয়াজ লাগুক কানে তালা
দুর্নীতি তুই চিরতরে দেশ ছেড়ে যা পালা ।
করবো সবে একই পণ
দেশ গড়িতে ধরবো রণ ।
সমাজ বদল নিশ্চিত করে পরবো গলে মালা ।
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - বাঙলা বেলায়েত

    ধন্যবাদ ভাই।

    • - Razu Ahamed

      Thanks

    - Razu Ahamed

    May Allah help you.

    - মোহাম্মদ জাকির হোসেন

    তথ্যের জন্য ধন্যবাদ।

    Load more comments...

বালুচর

১০ বছর আগে লিখেছেন

বাংলাদেশ শুভ জন্মদিন

বাংলাদেশ আমার বাংলাদেশ
শুভ জন্মদিন
শোধ করা যে হয়নি তোমার
ধুলো-মাটির ঋণ ।
 
ইজ্জত দিয়ে রক্ত দিয়ে
পেলাম শুভক্ষণ
সালাম জানায় তোমায় মাগো
দেশের জনগণ ।
 
লক্ষ কোটি জীবন ত্যাগে
এনে স্বাধীনতা
আজও তবু যায় না কেন
মোদের অধীনতা ।
 
পাকিস্তানি হিংস্রথাবা
করছি মোরা শেষ
শয়তানের প্রেতাত্মা আজও
চষে বাংলাদেশ ।
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - আলমগীর সরকার লিটন

    বা সুন্দর ছন্দময় -------

বালুচর

১০ বছর আগে লিখেছেন

লিমেরিক-৯

প্লেন গিয়েছে হাওয়া হয়ে কান নিয়েছে চিলে
পাহাড় জঙ্গল সাগর খুঁজে বিশ্বে সবাই মিলে।
রহস্যে আজ বাঁধছে দানা
পাইলটদ্বয়ের সবই জানা ।
জাহারি-ফারিক নিছে প্লেন, সন্ত্রাসীদের ডীলে।
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    ভাল লাগল কবিতা

    অভিনন্দন---------

    • - শারিফ আল শামস

বালুচর

১০ বছর আগে লিখেছেন

মেঘ ডেকেছে ঝড় উঠেছে

মেঘ ডেকেছে ঝড় উঠেছে
হাম্বা রবে ডাক
বাতাস ছুটে উল্কা বেগে
গাছ-গাছালি ফাঁক ।
 
ছুটছে বাছুর খুঁজছে গাভী
সন্ধ্যা এলো ঐ
আকাশ ফাঁটা আর্তনাদে
রাখাল গেল কই ।
 
অন্ধকারে আকাশ ঢাকা
সূর্যিমামা নাই
চাঁদের বুড়ি বলছে ডেকে
আমি এখন যাই ।
 
ভর দুপুরে এলো কেশে
মেঘ বালিকার রুট
দেশ থেকে দেশ ঘুরার শখে
করছে যেন ছুট ।
 
প্রকৃতির এই নৃত্য দেখে
লাগছে খুকির ভয়
ধবংসলীলায় মত্ত হলে
কি জানি কি হয় ।
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    দাদা

    এটা কি করলেন -----

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      লিটন ভাই এরকম কমেন্ট ফেসবুকে দেখি নিজেকে তখন অনেক ছোট মনে হয়।

Load more writings...