Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সংগীত" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

তাঁরাই ভাষার ফুলকলি

শোকের গানে মুখর হলো
রাজপথ অলিগলি,
নগ্ন পায়ে শহীদ মিনারে
প্রাণের শ্রদ্ধাঞ্জলি।।
 
ভাষার তরে প্রাণ দিলো যাঁরা
সেদিন ফাল্গুনে,
স্মরণের তীরে কালজয়ী তাঁরা
ভাষার বীজ বুনে।
গর্বে মোদের বুকটি ভরে-
আবার দু:খের দহনে জ্বলি।।
 
ঐ ইতিহাস কথা কয় দেখো
ইতিহাসের পাতায়,
যুগে যুগে তাঁরা রবে গো মিশে
বাংলা বর্ণমালায়।
বাংলা আজ বিকশিত ফুল-
তাঁরাই ভাষার ফুলকলি।
continue reading

২২ ৮২৬

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

জন্মনো মানে দুর্বাঘাস (২য় ০৭)

কার মনে কিসের রঙ্গীন ভবন
কে কেমন চায় রে ধরন
আহা কি নিদারুন নতুন ভুবন;
চাইস কি রে বল-চাইস কি রে বল
চাওয়ার আগে গড়তে হবে
পূণ্য শক্তি বল-পূণ্য শক্তি বল।।
 
স্বাদর জন্মীলে মরতে হইবেরে
চিরসত্য কি দারুন বিধানরে-
পুষ্পহিত আলোকিত ব্যক্তিবর্গগণ
একে একে হইয়াছে পরালগমন
রইয়াছে রে ভালমন্দের স্মৃতিচারণ
পড়ি ইতিহাস ঝর ঝরাইয়া পরে জল।।
 
কেউ বলেগেছে মানবতাই বিশ্বধর্ম
ব্যস্তবতায় দেখি মিল নাই কাজকর্ম
ভয়ঙ্কর নিলজ্জা দেহ কম্পণ ভাবে নিমরণ
তবুও হবে নিথর নিকুঞ্জ নতুন ভুবন
এরি মাঝে কি করে চায়বে বল
চিন্তাশক্তি বুঝার মাঝে... continue reading

৪০৯

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

ফাল্গুনের পূর্বশশীর হাওয়া (২য় ০৬)

ও ঝরা পাতার বৃক্ষ ডালে ডালে
অঙ্কুরিত ইচ্ছা ডানায় রসে বসে
লাগল রে লাগল রে লাগল
বসন্ত ফাল্গুনের পূর্বশশীর হাওয়া।।
 
পাগলাপারা উম্মাদনা স্পর্শ চাওয়া
স্লিগ্ধ সৌরভে মুখরিত হৃদয় ছুঁয়া
দেখিরে ফাল্গুনের পূর্বশশীর হাওয়া।।
 
পুষ্পিত কল্লোল হবে কি পাওয়া
নাকি বিষন্ন লগ্নে উড়ন্ত ধূসর কালো
সাদৃশ্য অপ্রেমের হবে ধু ধু ধোঁয়া।।
 
দেখো গো চঞ্চলা পূর্বশশীর হাওয়া
সবুজ শ্যামল সোনালী রঙের মত
বয়ে চলা লজ্জাপতির মত ভালোবাসা;
 
বসন্ত যৌবন রবে অমত্ব সুধা করোনা
করোনা গো মেঘলা মেঘ শ্রাবণের
ঝর্ণাধারা প্রতিক্ষন ঝরে যাওয়া।।
 
... continue reading

৪২৮

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

এক ঝরা লতাপাতা (২য় ০৫)

আমি পদ্বীপ শিখা দিনে জ্বলী
রাতের আঁধার ঘণ জোছনা
ছড়া গন্ধ অলি-
পাশে থাকার প্রতিশ্রুতি তুই
কি রঙে ভুলি-
দূরে ভাসি অনুভূতির ম্পর্শ কথা
কি করে বলি।।
 
মেঘলা আকাশ রোদলা বৃষ্টিবাতাস
অঝর ঝরা ঝর্ণাধারা দেখে
কি করে বুঝবি-
নতুন প্রেমে নতুন করে সুর
কত বার গায়বি-
যে দিন বুঝবি মনে জ্বলছে অনল
উড়ছে স্মৃতিধুসর ধূলি।।
 
ফুলের পাঁপড়ি ঝরা বৃক্ষের লতাপাতা
ঝরার মত ভেবে নিইস সকাল
দুপুর সন্ধ্যা সাজের বেলা
একান্ত উপলদ্ধির শিখর ছায়া ছিন্নকরিস
আনন্দ ধারায় আনন্দ মেলা
দেখবি রে নতুন জীবন... continue reading

৪০৩

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

চেতনায় স্বর্ণ শিখর (২য় ০৪)

 
ও বাংলা মাটির এ আঁখি
বিনম্র মলিন ঠোঁটে হাসি;
বিশ্বস্মরণে ফুলেল ছড়া ভোর
রক্ত ধমনির স্পন্দন করে,
স্বাধীন বাংলা রক্তনদের মানচিত্র
চিরগৌরব সৌরভ চির গৌরব।।
 
হে স্বর্ণশিখর মহান বীরশ্রেষ্ঠ বীর
তোমরায় আছো থাকবে অম্নিল;
ভেবনা!তোমাদের চেতনায় হবে
বিশ্ববিজয়ে সম্ভাবনার দেশ গড়ব।।
 
এসো নবীন বুকেপিটে আঁকরে ধরি
সু-দৃঢ় প্রত্যয়ে গড়ি এ স্বর্ণশিকর-
সবুজ শ্যামল সোনালীমাঠের বাংলাদেশ
সুখিসম্বদ্ধি উন্নয়নমুখর মোরা থাকবো।।
 
এক ধরনের গান করা যাবে ২য় ক্যাটাগরি প্রতিযোগিতার জন্য
লেখারতারিখঃ ২২/০১/১৪
=====+++++++==========
continue reading

৪০৬

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

একুশ মানে মাতৃগর্ভে বাংলা বলা (২য় ০৩)

{ সবইকে মহান মাতৃভাষার শুভেচ্ছা}
 
হু হু লা লা আহা শত সৌরভে গৌরবে
এই শিশির ভেজা রক্তিম সূর্যের আভাসে
এ প্রজন্মের মাতৃগর্ভে প্রত্যয় ভরা কণ্ঠে
গড়তে শিখেছি বাংলা বলা বাংলা বলা।।
 
কত ভমিষ্ঠ শিশুর পদচরণ আলো পৃথিবী
আলোকিত বিশ্ব করবে বলে একতাই প্রগতি
ভাষার সম্মান রক্ষাতে দিল আত্মহতি-তাদের
পবিত্র রক্তবিনিময়ে পেয়েছি মাতৃভাষা বাংলা।।
 
একুশ মানে রফিক সফিক আর নাম জানা
তোমাদের জানাই লক্ষ কোটি ফুলেল শ্রদ্ধা
বাংলা মুখে পটে কৃষ্ণচূড়া শাপলা পদ্ম হাসে
আরো হাসে গো দোয়েল সালিক টিঁয়া ময়না।।
 
আকাশ বয় রোদলা বৃষ্টি বাতাস বয় মূদৃশিশি
... continue reading

৩৮৪

আলমগীর সরকার লিটন

১০ বছর আগে লিখেছেন

নিদারুন নতুন ভুবন (২য় ০২)

ও আউলা বাউলা এই মন
বুঝে না রে নিকুঞ্জ নতুন ভুবন
লজ্জাপতি দুর্বা ঘাস পূর্ণিমা শশীতে
নাকি ঘরটাও হইবে নিদারুন;
বল না রে! কে কে করবি পদচরন
কয় না কথা এখন ওপ্রিয় স্বজন।।
 
হ্যা জোনাক জ্বলা হাসনাহনোয়
দেখবি কিরে একলা বিচারণ
অনুভূতির শিহারনে একলা নিদ্রায়ন
ভাববি বল ওরে ভাববি কি বল
ভাবতে লাগে ভীষণ কষ্ঠ অনলে মুদূ সমীরণ;
রঙ্গীন ডানায় উড়াস না রে উড়াস না
আছো যত কছিরন ছকিরন।।
 
হু অল্প স্বল্প সময়ের জীবনবাঁধন
মায়া ছায়ার কি ছলনার ধরন
যতোই গড় আট্রলিকার সম্পদ মহ
শুন গো অবলা... continue reading

৩৯৯

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

অমর তাঁরা -চেতনায় অধিকারে।

আমার সোনার দেশে একুশ
আসবে ফিরে ফিরে,
স্মরণ করার বসবে মেলা
শহীদ মিনারে।
 
রফিক, সালাম বরকতেরা
আনলো ভাষার হাসি,
নিত্য বাজে ছন্দলয়ে
বর্ণমালার বাঁশী।
মৃত্যুঞ্জয়ী অমর তাঁরা
বাঙালির ঘরে ঘরে।
 
শস্য শ্যামল পথ প্রান্তরে
এ দেশের ধূলিকনায়,
মিশে আছে রবে তাঁরা
আনন্দ বেদনায়।
স্মৃতির পাতায় অমর তাঁরা
চেতনায় অধিকারে।
continue reading

৩৯৭

মোহাম্মদ সহিদুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

বঙ্গপিতা _দেশের গান

বঙ্গবন্ধু বঙ্গপিতা, শেখ মুজিবর রহমান,
লক্ষ-কোটি মনের মাঝে তুমি বিদ্যমান।
আজো যেন ভাসছ তুমি জলে ফোটা পদ্ম,
জ্বলজ্বল করে হাসছ যেন পূর্ণিমার চাঁদ সদ্য।
বঙ্গ নামের গঙ্গায় তুমি সদা বহমান,
শেখ মুজিবর রহমান।
বঙ্গবন্ধু বঙ্গপিতা, শেখ মুজিবর রহমান,
লক্ষ-কোটি মনের মাঝে তুমি বিদ্যমান।
আজো আমি মগ্ন হয়ে শুনি তোমার বাণী,
তোমার স্মৃতি আজো আমায় ঝরায় চোখের পানি,
কেমন করে ঘাতকের দল নিলো তোমার প্রাণ?
শেখ মুজিবর রহমান।
বঙ্গবন্ধু বঙ্গপিতা, শেখ মুজিবর রহমান,
লক্ষ-কোটি মনের মাঝে তুমি বিদ্যমান।
১৫ই আগস্টে মোরা শোকে মুহ্যমান,
এমন দিনে ফুর্তি করে কেউবা করে গান।
বিবেকহীনদের কবে প্রভু হবে অবসান,
শেখ মুজিবর রহমান।
বঙ্গবন্ধু বঙ্গপিতা, শেখ মুজিবর রহমান,
লক্ষ-কোটি... continue reading

৭৩৫

আহমেদ রব্বানী

১০ বছর আগে লিখেছেন

সূর্যসন্তান

 
 
 

 

বাংলাদেশের দামাল ছেলে
তোমরা সূর্য সন্তান
সারা বিশ্বে দাও উড়িয়ে
তোমাদের বিজয় নিশান।

সময় এসেছে আজ এগিয়ে চলার
নূতন স্বপ্ন রচনার
বিশ্ববাসী আজ দেখবে চেয়ে
খুলে দাও সম্ভাবনার দুয়ার-২
শিক্ষা দীক্ষা খেলাধূলায়
রাখতে হবে ঐ পতাকার মান।


বাধার দেয়াল ভেঙে দৃপ্তপায়ে
সাহস নিয়ে বুক যাও এগিয়ে
পারবেনা কেউ আজ
রুখতে তোমায়-


নেই ভয় নেই নেই
নেই কোনো ভয়
জানি একদিন এই বিশ্বটাকে
তোমরা সবাই করবেই জয়-২
একতার বন্ধনে দৃঢ় চেতনায়
উড়বেই তোমাদের বিজয়... continue reading

৩৪৪