Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বঙ্গপিতা _দেশের গান

বঙ্গবন্ধু বঙ্গপিতা, শেখ মুজিবর রহমান,
লক্ষ-কোটি মনের মাঝে তুমি বিদ্যমান।
আজো যেন ভাসছ তুমি জলে ফোটা পদ্ম,
জ্বলজ্বল করে হাসছ যেন পূর্ণিমার চাঁদ সদ্য।
বঙ্গ নামের গঙ্গায় তুমি সদা বহমান,
শেখ মুজিবর রহমান।
বঙ্গবন্ধু বঙ্গপিতা, শেখ মুজিবর রহমান,
লক্ষ-কোটি মনের মাঝে তুমি বিদ্যমান।

আজো আমি মগ্ন হয়ে শুনি তোমার বাণী,
তোমার স্মৃতি আজো আমায় ঝরায় চোখের পানি,
কেমন করে ঘাতকের দল নিলো তোমার প্রাণ?
শেখ মুজিবর রহমান।
বঙ্গবন্ধু বঙ্গপিতা, শেখ মুজিবর রহমান,
লক্ষ-কোটি মনের মাঝে তুমি বিদ্যমান।

১৫ই আগস্টে মোরা শোকে মুহ্যমান,
এমন দিনে ফুর্তি করে কেউবা করে গান।
বিবেকহীনদের কবে প্রভু হবে অবসান,
শেখ মুজিবর রহমান।
বঙ্গবন্ধু বঙ্গপিতা, শেখ মুজিবর রহমান,
লক্ষ-কোটি মনের মাঝে তুমি বিদ্যমান।

লাল-সবুজের পতাকা রবে যতদিন,
ধরণীতে তোমার নাম রবে ততদিন।
তুমি আমার বাংলার গর্ব, বাংলার সম্মান,
শেখ মুজিবর রহমান।
বঙ্গবন্ধু বঙ্গপিতা, শেখ মুজিবর রহমান,
লক্ষ-কোটি মনের মাঝে তুমি বিদ্যমান।

মোহাম্মদ সহিদুল ইসলাম
Sahidul77@gmail.com

০ Likes ৩ Comments ০ Share ৭৩৫ Views

Comments (3)

  • - তাহমিদুর রহমান

    কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

    - চাতক পাখী

    এখন মনে হয় ঠিক আছে আপা , আমি ভোট দিয়া আইলাম , আবার কইয়েন না কারে দিলাম  

    - জাকিয়া জেসমিন যূথী

    এই সমস্যা আমার কাল রাত থেকেই হচ্ছিলো। খুব ভালো করেছেন এরকম একটি পোস্ট কর্তৃপক্ষের সামনে নিয়ে এসে। এক পোস্টে কয়বার ঢুকা সম্ভব ভোট দেয়ার জন্যে! তবুও সমস্যা সমাধান হোক, ভোট দিতে আসবো। 

    আজকে এই বেলায় অবশ্য কমেন্ট দিতে পেরেছি কয়েকটা। 

    Load more comments...