Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Alamgir Sarker Liton

১০ বছর আগে

নিদারুন নতুন ভুবন (২য় ০২)

ও আউলা বাউলা এই মন

বুঝে না রে নিকুঞ্জ নতুন ভুবন

লজ্জাপতি দুর্বা ঘাস পূর্ণিমা শশীতে

নাকি ঘরটাও হইবে নিদারুন;

বল না রে! কে কে করবি পদচরন

কয় না কথা এখন ওপ্রিয় স্বজন।।

 

হ্যা জোনাক জ্বলা হাসনাহনোয়

দেখবি কিরে একলা বিচারণ

অনুভূতির শিহারনে একলা নিদ্রায়ন

ভাববি বল ওরে ভাববি কি বল

ভাবতে লাগে ভীষণ কষ্ঠ অনলে মুদূ সমীরণ;

রঙ্গীন ডানায় উড়াস না রে উড়াস না

আছো যত কছিরন ছকিরন।।

 

হু অল্প স্বল্প সময়ের জীবনবাঁধন

মায়া ছায়ার কি ছলনার ধরন

যতোই গড় আট্রলিকার সম্পদ মহ

শুন গো অবলা প্রাণপ্রিয় স্বজন

ছাড়তেই হবে এটাই সত্য এ না ভুবন;

আসল নকল চিনে করো দিবাদিনের ভজন

ঐনা কুঁটিড়ে করবে স্বর্ণসুখের আলোড়ন।।

 

''২য় ক্যাটাগরি প্রতিযোগিতার'' জন্য বাউল গান করা যাবে

লেখারতারিখঃ ০১/০২/১৪

=======+++++==============

০ Likes ৮ Comments ০ Share ৩৯৯ Views

Comments (8)

  • - মেঘলা মেয়ে

    ছন্দহারা 

    • - কল্পদেহী সুমন

      অনেক সময় ছন্দগুলো আক্ষরিক ভাবে না মিললেও অন্তর্নিহিত ভাবে মিলে থাকে  

    - ইকবাল মাহমুদ ইকু

    যা লিখেছেন... ভালো লিখেছেন ... আরও ভালো আশা করব আপনার থেকে 

    • - কল্পদেহী সুমন

      ধন্যবাদ আপনাকে...... :) আপনাদের অনুপ্রেরণা পেলে আরও ভালো লিখতে পারব 

    - সকাল রয়

    mutamuti laglo

    • - কল্পদেহী সুমন

      ধন্যবাদ....পরবর্তিতে আরও ভালো করার চেষ্টা করব