Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তাঁরাই ভাষার ফুলকলি

শোকের গানে মুখর হলো

রাজপথ অলিগলি,

নগ্ন পায়ে শহীদ মিনারে

প্রাণের শ্রদ্ধাঞ্জলি।।

 

ভাষার তরে প্রাণ দিলো যাঁরা

সেদিন ফাল্গুনে,

স্মরণের তীরে কালজয়ী তাঁরা

ভাষার বীজ বুনে।

গর্বে মোদের বুকটি ভরে-

আবার দু:খের দহনে জ্বলি।।

 

ঐ ইতিহাস কথা কয় দেখো

ইতিহাসের পাতায়,

যুগে যুগে তাঁরা রবে গো মিশে

বাংলা বর্ণমালায়।

বাংলা আজ বিকশিত ফুল-

তাঁরাই ভাষার ফুলকলি।

১ Likes ২২ Comments ০ Share ৮২৬ Views