Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আহমেদ রব্বানী

৯ বছর আগে লিখেছেন

সুবাস ছড়ায় না কামিনী-বকুল

চারদিকে গোলাপের স্তুপ; অথচ সুবাস নেই!
চারপাশে ফুলবন, মৌমাছি গুনগুন। ভ্রমর উড়ছে ডালে
ফুলকলিতে ছেয়ে গেছে বনানী। উদ্যানে নৃত্যের তালে
পাখিদের বিচরণ; পাখিদের গান নেই!
থেমে গেছে সুর।
কেটে গেছে তাল!
কোলাহল শূন্য চারিধার, নিথর-নিস্তব্ধ যেন
শিশুরাও নীরব, চিৎকার-চেঁচামেচি নেই কোনো!
ভয়ে ভীত পশুরাও। ওদের হিংস্রতা হার মেনেছে আজ!
মাঝির কন্ঠে ভাটিয়ালি নেই।
পড়ে আছে নাও।
শূন্যে ছেঁড়াপাল।
কলিরা ফুল হয়ে ফোটে না আর
সুবাস ছড়ায় না কামিনী-বকুল!
চারদিক আজ বিষবাষ্পের আধার।
continue reading
Likes ২৬ Comments
০ Shares

Comments (26)

  • - টোকাই

    অভিভাবকদের উচিৎ ওই সময় সন্তানের পালে যেন গরম হাওয়া না লাগে তাই বন্ধুর মতো সঙ্গ দেয়া। ব্যস এটুকুই।

আহমেদ রব্বানী

৯ বছর আগে লিখেছেন

আমার স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যায়

কত রাত সোলেমানী খাবনামা বুকে করে ঘুমিয়েছি,
কত বিনিদ্র রজনী করেছি পার একটি সুন্দরের আশায়।
কত নিশি কেটে গেছে, কত প্রহর আমার!
সে আসবে স্বর্গপুরী হতে
সে আসবে মর্ত্যলোক হতে
সে আসবে পাতাল ফুঁড়ে!
সোনার কাঠি-রুপোর কাঠি হাতে আসবে সে
আমার স্বপ্নকে সত্যি করতে। আমি অপেক্ষায় থেকেছি।
সে আসে নি। তবে কি সুন্দরের আশা করাটাই ভুল?
মিথ্যের বেসাতি এত বেড়ে গেছে, সত্যরা গেছে নির্বাসনে।
আমার স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যায়। সত্যি হয় না কোনোদিনই।
continue reading
Likes Comments
০ Shares

আহমেদ রব্বানী

৯ বছর আগে লিখেছেন

জীবন ঘষে আগুন

জীবন ঘষে আগুন, বারুদের গন্ধ
মেঘে ঢাকা সূর্য আঁধারে বসবাস
স্বপ্ন পোড়া জমিন করি স্বপ্নের চাষ
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব! শীতের প্রকোপ, লু-হাওয়া বয় কুয়াশায়
রাজা-মহারাজা ওরা কাঙাল জনগণ
মর্জি-মাফিক ওদের চলবে এ জীবন
গন্তব্য অজানায়!
অনেক রক্ত ঝরেছে, রক্তের ইনাম চাই
ঝরেছে রক্ত ইঁদুর-বেড়াল-কুকুরের
ঝরছে ঝরুক নিম্নশ্রেণির প্রাণিদের
আস্তাকুঁড়ে হোক ঠাঁই!
সূর্য পোড়া আগুনে দগ্ধ সময়
চাঁদ আলো পায় অন্ধকারে বিষণ্ন
কেরোসিন কুপি তাই ভেবে হয় প্রসন্ন
ওই আগামীর সঞ্চয়!
অর্থনীতির নীতিরা আজ উধাও
অর্থ আছে সবখানে ভুরিভুরি
সাধু সেজে সব করছে পুকুরচুরি
খোঁজ কি কখনো পাও?
ভাইয়ের হাতে ভাই মরছে অগণন
নাম লেখা রবে ধ্বংসের ইতিহাসে
সাবধান ঐ দুর্দিন ফিরে আসে
কবে মুক্তির আগমন?
কারবালা ফোরাতে বিষাদ-সিন্ধু গাই
কে তোরা আজি সীমারের বংশধর
ভুলে যেতে চাস কে আপন কে পর
ঠিকানা জানা নাই।
পথ বাকি অনেক পথের ঠিকানা চাই।
কে আছ নবীন ধরতে রাজি হাল
ছো্ট্ট সে তরী মাস্তুলে ছেঁড়াপাল
তবু ডাক দিয়ে যাই।
গলি থেকে ঐ রাজপথ হলো লাল
মরছে মানুষ, মরছে যে বেশুমার
হিসাবকর্তা রাখছে কি হিসাব তার
কেটে গেছে সুর তাল!
দিশেহারা জাতি পথ খুঁজে মরে আঁধারে
চারদিকে শুধু শেয়াল শকুনের হাহাকার
অকূল সমুদ্র উত্তাল দূর পারাপার
স্বপ্ন খাই আহারে!
continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - টোকাই

    খুব সুন্দর...

    • - মামুন

      অনেক ধন্যবাদ। শুভ সকাল।

আহমেদ রব্বানী

৯ বছর আগে লিখেছেন

দেয়াল

বিভেদের দেয়াল ভাঙতে পারে না সবাই- কেউ কেউ পারে
নবজাতকের জন্য সুন্দর এক আগামীর স্বপ্ন
দেখেছিল একদা কিশোর সুকান্ত। অনেকে দ্যাখে হয়ত।
তবু পৃথিবীর জঞ্জাল আজো সরে নি।
পায় নি ওরা সুন্দর আগামী।
এখনো পৃথিবীর আনাচে-কানাচেই মরছে শিশু
শান্তিপ্রিয় মানুষ।
শাসকের হাতে শোষণের হাতিয়ার! দাপটেই চলছে সব!
গণতন্ত্রের মোড়কে পুরনো রাজতন্ত্র প্রতিষ্ঠিত এখানে।
মানুষের হাহাকার কানে বাজে। প্রতিধ্বনি শোনা যায় নিত্য।
তবু শোনার কেউ নেই।
পৃথিবীর বুকে বেড়েছে সব- পশুর সংখ্যা,
লোকের সংখ্যা, ফসলের উৎপাদন-
মানুষ বাড়ে নি শুধু! মানুষ আজ বিলুপ্ত প্রজাতি।
বিলুপ্তির পথে ওরা!
শান্তির পৃথিবীতে অশান্তির কালো ছায়া
দিনের আলোর মতো ফুটে ওঠে,
মুছে ফেলার সময় আসে নি তবু!
অথচ এটা নাকি সভ্য যুগ! সভ্যতার খোলনলচে পড়ে আছে বেশ!
হায়েনার মতো, পিশাচের মতো
রক্তপানে মেতে ওঠে ওরা। কিছুই বলার নেই।
সবাই যেন বোবা, অন্ধ!
মুখ আছে- ভাষা নেই।
চোখ আছে- জ্যোতি নেই।
তাই দেখেও দ্যাখে না কেউ।
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - টোকাই

    ভালো পোষ্ট ।

    - সোহেল আহমেদ পরান

    ফেসবুক বৃত্তান্তের জন্য শুভেচ্ছা

আহমেদ রব্বানী

৯ বছর আগে লিখেছেন

তবু স্বপ্নের ফানুস উড়ায় মন

ব্যস্ত জীবনের চোরাগলিতে
আটকে পড়ি বারবার।
চেনামুখগুলো অচেনা প্রায়।
মনকে প্রবোধ দিই তবু-
দেখা হবে ফের
চেনাপথে,
কথা হবে
চেনাসুরে।
দেখা হয় না আর
কথা হয় না। তবু স্বপ্নের
ফানুস উড়ায় মন চিরকাল!
বন্ধ ঘরের অন্ধ দরজার ওপাশে
ওঁত পেতে থাকি
দেখা হয় যদি কখনো আবার !
শেষ হয় একদিন জীবনের সব লেনদেন
মিটে যায় শখ
ফুরোয় আশা-
আশায় আশায় তবু এই পথ চেয়ে থাকা!
continue reading
Likes Comments
০ Shares
Load more writings...