Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

খোন্দকার শাহিদুল হক

৮ বছর আগে লিখেছেন

চুমা

বুড়াকালে দুটো খেয়ে মরি চল
অনাহারে আর কদ্দিন
চুমা নাকি শুনি দশটাকা কেজি
বলে গেল আজ বুদ্দিন!
ঢলাঢলি আর ডলাডলি করে
মেলে যদি দুটো সুখ
বেশি সুখি হবে বুড়া-বুড়ি আর
কঁচি-কাঁচা যত বুক!
সভ্যরা নাকি খোলামেলা বোঝে
অসভ্য চলে ঢেকে
এ জামানার জ্বালা, মিটাতেই হবে
সুখ পাবো দেখে দেখে।
আহা রে আহা রে আহা রে সোনা
কোথা ছিল এই বুদ্ধি
কুকুরের মতো লুটোপুটি করে
জাতি হবে আজ শুদ্ধি।
কেন বসে রবো অাধুনিক হবো
দশটাকা কেজি চুমো
ছিড়ে ফেলি চলো নিয়মের বাধা
সভ্যতা আজ ঘুমো।
তলে গেলে যদি মেলে সুখ-সুধা
রসাতলে গেলে দোষ কি
লোকালয়ে যদি চুমা খাওয়া যায়
সভ্য হবোই! বলে কী!
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মাসুম বাদল

    ভাললাগা জানালাম বড় ভাই!!!

খোন্দকার শাহিদুল হক

৯ বছর আগে লিখেছেন

গোপন কথা

গোপন কথা বলব তোকে,
শুনলো নাকি কেউ
তোর জন্য বুকে আমার
উথাল-পাথাল ঢেউ।
তোর জন্যই কেটে গেছে আমার চলার তাল
তোর জন্যই ছন্নছাড়া, আমার এমন হাল।
বুকের ভেতর তোর ছায়াটা
ছড়ায় যখন আশা
লোকে বলে হতচ্ছাড়া, এটাই ভালবাসা!
আশার ভাষা বুঝি না তাই
অবুঝ মনে পুড়ি
নীল আকাশে উদাস মনে উড়াই রঙের ঘুড়ি।
কষ্টগুলো ঝরে পড়ে তোকে যখন দেখি
জলের উপর জলের রঙে কাব্যকলি লেখি।
না যদি চাস ফিরে কভু
একটু করুণাতে
কাঁদব না আর নীল বেদনায়
আঁধার ভরা রাতে।
বলব কেবল মনে রাখিস, থাকব আমি আশায়
নিথর হলে মলিন দেহ দেখিস ভালবাসায়। continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - মামুন

    ভালো লাগলো। সাথেই আছি।

    - আলমগীর সরকার লিটন

    জ্বি মামুন দা অনেক অনেক ধন্যবাদ আর

    আগেম মাতৃভাষার শুভেচ্ছা রইল

    - নাজনীন পলি

    সমসাময়িক বিষয়ে লেখা কবিতা , বেশ লাগলো । 

    শুভেচ্ছা emoticons

খোন্দকার শাহিদুল হক

৯ বছর আগে লিখেছেন

কাব্যকলি-১<br /><br /> ১<br /> বসন্ত বাগিচায়<br /> ফুটে থাকে ফুল<br /> ভোমরা একা নয়- আমিও আকুল। ২<br /> মেতেছে মৌমাছি <br /> মধুর গুঞ্জরণে<br /> আমি তো পাগল- সাগর সন্তরণে। ৩<br /> ছলাকলাও কলা <br /> পাকা কলা নৃত্য<br /> কলা ছাড়া বাঁচে না- প্রেমিকের চিত্ত। ৪<br /> রক্তাক্ত হৃদয়<br /> রূপের তীরে<br /> দেখে যাও প্রিয়তমা-হৃদয় চিরে। ৫<br /> নদী কি না সতী ছিল<br /> ভাবে না প্রমত্ত মন<br /> তৃষ্ণায় বারি চায়- বাঁচে যতক্ষণ।

Likes Comments

খোন্দকার শাহিদুল হক

৯ বছর আগে লিখেছেন

ভাবী নাকি তেতুল খাবে

   
ভাবী নাকি তেতুল খাবে
লবণ মেখে গায়
আমি এখন পাকা তেতুল
কোথায় গেলে পাই।
ও সজনী-
পড়েছি যে ভীষণও লজ্জায়।।
থোকা থোকা তেতুল ঝোলে
পেকে পেকে লাল
না আনিলে তেতুল পেড়ে
ভাবী দেবে গাল
সেই না ভয়ে আমি এখন
তোর কাছে পালাই।
ও সজনী-
পড়েছি যে ভীষণও লজ্জায়।।
সকালবেলা বমি করে
ভাত খাবে না রাতে
ভাইয়া আমার বিদেশ গেছে
সেও থাকে না সাথে
কী বেমারে পড়ল ভাবী
কাকে যে জানাই।
ও সজনী
পড়েছি যে ভীষণও লজ্জায়।।
তেতুল গাছে ভূতের বাসা
কেমনে উঠি বল
ভাবী আমার তেতুল খাবে
তারও নানা ছল
কেমন দেবর হলাম আমি
না জানি উপায়।
ও সজনী
পড়েছি যে ভীষণও লজ্জায়।।
continue reading
Likes Comments
০ Shares

Comments (7)

  • - মাসুম বাদল

    খুব খুব ভাললাগা জানালাম...

    - প্রহেলিকা

    ভালো লাগা রেখে গেলাম। শুভেচ্ছা জানবেন কবি। 

    - মাইদুল আলম সিদ্দিকী

    খুব ভালো, দারুণ!

    Load more comments...

খোন্দকার শাহিদুল হক

৯ বছর আগে লিখেছেন

স্বামীভাত অনুষ্ঠান

কৌতুক-৩
 
মা ও মেয়ের কথা হচ্ছে:
 
মা: রোকেয়া, তুমি আজ এত দেরি করে বাসায় ফিরলে যে?
রোকেয়া: মা, আমি আজ আমার এক বান্ধবীর ‘স্বামীভাত’ অনুষ্ঠানে গিয়েছিলাম। তাই ফিরতে দেরি হয়ে গেছে।
মা: ‘স্বামীভাত’ অনুষ্ঠান মানে?
রোকেয়া: আমার বান্ধবীর বিয়ে-পরবর্তী-অনুষ্ঠান হলো তাদের বাড়িতে। স্বামীর বাড়িতে যে অনুষ্ঠান হয় তাকে ‘বৌভাত’ বলে। আর বউয়ের বাড়ী হলে সেটাকে ‘স্বামীভাত’ বলে।
মা: এটা তো কখনো শুনি নি।
রোকেয়া: মা, তুমি শুনবে কী করে। এটা তো আমরা কেবল চালু করলাম। যুগের প্রয়োজনে কত যে কী করতে হয় মা!
মা: হুম। তোদের এত সব কথা শুনে না হেসে আর পারি না বাছা।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - হাসান বিন নজরুল

    মধ্যবিত্তের এটাই কষ্ট 

    • - মেঘ আবির

      অনেক ধন্যবাদ

    - লুৎফুর রহমান পাশা

    মধ্যবিওরা শুধু ক্লান্ত নয় , কিছুটা উদাসও

    • - মেঘ আবির

      অনেক ধন্যবাদ

    - মাইদুল আলম সিদ্দিকী

    খুব ভালো 

    • - মেঘ আবির

      অনেক ধন্যবাদ

Load more writings...