Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

খোন্দকার শাহিদুল হক

১০ বছর আগে লিখেছেন

স্বামীভাত অনুষ্ঠান

কৌতুক-৩

 

মা ও মেয়ের কথা হচ্ছে:

 

মা: রোকেয়া, তুমি আজ এত দেরি করে বাসায় ফিরলে যে?

রোকেয়া: মা, আমি আজ আমার এক বান্ধবীর ‘স্বামীভাত’ অনুষ্ঠানে গিয়েছিলাম। তাই ফিরতে দেরি হয়ে গেছে।

মা: ‘স্বামীভাত’ অনুষ্ঠান মানে?

রোকেয়া: আমার বান্ধবীর বিয়ে-পরবর্তী-অনুষ্ঠান হলো তাদের বাড়িতে। স্বামীর বাড়িতে যে অনুষ্ঠান হয় তাকে ‘বৌভাত’ বলে। আর বউয়ের বাড়ী হলে সেটাকে ‘স্বামীভাত’ বলে।

মা: এটা তো কখনো শুনি নি।

রোকেয়া: মা, তুমি শুনবে কী করে। এটা তো আমরা কেবল চালু করলাম। যুগের প্রয়োজনে কত যে কী করতে হয় মা!

মা: হুম। তোদের এত সব কথা শুনে না হেসে আর পারি না বাছা।

Likes Comments
০ Share

Comments (0)

  • - হাসান বিন নজরুল

    মধ্যবিত্তের এটাই কষ্ট 

    • - মেঘ আবির

      অনেক ধন্যবাদ

    - লুৎফুর রহমান পাশা

    মধ্যবিওরা শুধু ক্লান্ত নয় , কিছুটা উদাসও

    • - মেঘ আবির

      অনেক ধন্যবাদ

    - মাইদুল আলম সিদ্দিকী

    খুব ভালো 

    • - মেঘ আবির

      অনেক ধন্যবাদ