Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Safiqul Islam Kohinoor

১০ বছর আগে

দুই চোখে এক রকম দেখি ©

দুই চোখে এক রকম দেখি
এক মুখে কই কথা
দুই কানেতে হাজার শব্দ
দেয় যে কত ব্যথা।

দুই জীবনে দুইটা তো মন
থাকে ভিন্ন ভাবে
বেলা শেষে আন্ধার রাতে
একই সংগে যাবে।
দুই জনেতে গাইবে সংগীত
একই সুরে গাঁথা।
দুই কানেতে হাজার শব্দ
দেয় যে কত ব্যথা।

জীবন কোনদিন সাঙ্গ হবে
জানবো কেমন করে
মনের মানুষ চলে যাবে
অচিনা এক পুরে।
ভাবের কথার ভাব বুঝিনা
লাগে শুধু ধাঁধা।
দুই কানেতে হাজার শব্দ
দেয় যে কত ব্যথা।

কোহিনুরের দুই নয়নে
দেখি এক ঠিকানা
যেতে হবে খালি হাতে
জমা নাই এক আনা।
কিভাবে পার হবো আমি
পথে পথে বাঁধা।
দুই কানেতে হাজার শব্দ
দেয় যে কত ব্যথা।

০ Likes ১৯ Comments ০ Share ৩৬৯ Views

Comments (19)

  • - ফরিদ সুমন

    সবাই নিজেদের প্রতিযোগিতায় ব্যস্ত। সেই প্রতিযোগিতার শিকার হয় শিশুরা। এখনকার শিশুদের শৈশব বলতে আর কিছু অবশিষ্ট নেই। এটা নিয়ে নতুন করে ভাবার সময় অনেক আগেই পার হয়ে গেছে। 

    • - আবু সাঈদ চৌধুরী

      আপনার মন্তব্যের গ্রহনযোগ্যতা রয়েছে । কিন্তু ভাবতে তো হবেই । কারন কোন কিছু করতে হলে ভাবনাটাই বড় সূত্র । আশা করি সমস্যার সমাধারন হবে । ধণ্যবাদ ।

    - ইকবাল মাহমুদ ইকু

    সহমত 

    • - আবু সাঈদ চৌধুরী

      সহমতের জন্য শুভকামনা জানবেন । ধণ্যবাদ ।

    • Load more relies...
    - জাকিয়া জেসমিন যূথী

    ফরিদ সুমন এবং আপনার বক্তব্যের সাথে একমত। 

    আজকাল বাবা-মা'রা নিজেদের প্রতিযগিতা বাচ্চাদের উপর দিয়ে করিয়ে নেয়। 

    • - আবু সাঈদ চৌধুরী

      আপু এ থেকে বের হয়ে আসতেই হবে । আর এ জন্য আপনাদের মত মায়েদেরই বেমী এগিয়ে আসতে হবে । ধণ্যবাদ মন্তব্যের জন্য ।

    Load more comments...