Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Alamgir Sarker Liton

১০ বছর আগে

ঘরের ভিতর বিভীষিকা (০১)

তুই ঘরের ভিতর রাখে ঘর

কেমনে করলি তারে পর?

তোর ভিতর রয় ছল

তাহার সাথে না চল না চল

বাউলা মন তারে কি

যায় রে ছোঁয়া বল রে বল।।

 

ঘরের ভিতর অন্য ছবি

তোর কথা কি আর বুঝবি

এনা ঘরের ভিতর বিভীষিকা

মন ছাড়া পেলাম যে ধোঁকা

মাটির স্বজন করে বোকা

দিলাম জ্বেলে কলঙ্কের অনল।।

 

কিসের সংসার কিসের ঘর

এক দিন হবে রে সবি পর

করবি কত আর ছলাকলা

জনম ধরে পেলাম না মন ঘর

জুড়ে সুখের বেলা তাহার

চেয়ে আইল পাথার ভালো।।

 

নিথর দেহ রাখবি কোথায়

ঐ না ভাঙ্গা ঘরের উঠান নয়

ছিরা আছলে নয়; বলো না ওরে বল;

সুখ চাদর গায়ে দিয়ে যাব সরে

অনেক দূরে;স্মৃতি গুলো করবে

পোড়া অনলে স্বচ্ছ ঝরা জল।।

 

বাউল ধরনের গান হবে আর প্রতিযোগিতার জন্য

লেখারতারিখঃ/০২/১৩

========++++=======

০ Likes ৪ Comments ০ Share ৩৭১ Views

Comments (4)

  • - ঘাস ফুল

    গিন্নী ছাড়া গেলে ভাইরে

    লাগবে কী যে ভালো

    শালী তখন ঘুরবে সাথে

    সব কিছুতেই আলো। 

     

    শালী কী ভাই সাথে ছিল

    জানার ইচ্ছা খুব

    শালী ছাড়া পিকনিকে

    যায় কোন বেকুব? 

     

    • - শহীদুল ইসলাম প্রামানিক

      এমন কথা বললেন ভাইরে
      ছোট্ট হলো মন
      আমার গিন্নির বোন নাই তো
      সাত ভাইয়ের এক বোন।

      তাই তো আমার দুঃখ অনেক
      নাই কোন শালী
      সেই জন্য তো শালী কথাটা
      আমার কাছে গালি।

    • Load more relies...
    - আলভী

    বন ভোজনে গেছেন বলে

    ব্লগটি ছিল ফাঁকা,

    মনের সুখে করলাম ব্লগিং

    আমি ছিলাম একা।

     

     

    • - শহীদুল ইসলাম প্রামানিক

      আপনি যখন একা ছিলেন
      আমরা ছিলাম বনে
      আপনার দুঃখ দেখার পরে
      কষ্ট পেলাম মনে।

    - কামাল উদ্দিন

    • - শহীদুল ইসলাম প্রামানিক

      কামাল মিয়ার ঘোড়া
      চলছে ছুটে কদম জোড়া জোড়া।

    Load more comments...