Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Alamgir Sarker Liton

১০ বছর আগে

দুল দেওয়া দূর্বাঘাস (২য় ০৭)

কার মনে কিসের রঙ্গীন ভবন

কে চায় রে কেমন দূর্বাঘাসের ধরন

আহা কি নিদারুণ নতুন ভুবন;

চাইস কি রে বল-চাইস কি রে বল

চাওয়ার আগে গড়তে হবে

পূণ্য শক্তি বল-পূণ্য শক্তি বল।।

 

স্বাদের জন্মীলে মরতে হইবেরে

চিরসত্য কি দারুন বিধানরে-

পুষ্পহিত আলোকিত ব্যক্তিবর্গ গণ

একে একে হইয়াছে পরলোকগমন

রইয়াছে রে ভালমন্দের স্মৃতিচারণ

পড়ি ইতিহাস ঝর ঝরাইয়া পরে জল।।

 

কেউ বলেগেছে মানবতাই বিশ্বধর্ম

ব্যস্তবতায় দেখি মিল নাই কাজকর্ম

ভয়ঙ্কর নিলজ্জা দেহ কম্পন ভাবে নিমরণ

তবুও হবে নিথর নিকুঞ্জ নতুন ভুবন

এরি মাঝে কি করে চায়বে বল

দুল খাওয়ানো দূর্বা ঘাসের ছল।।

 

 

বাউল গান করা যাবে ২য় প্রতিযোগিতার জন্য

লেখারতারিখঃ ০১/০২/১৪

=====+++++===========

০ Likes ১৪ Comments ০ Share ৪০৫ Views

Comments (14)

  • - আলমগীর সরকার লিটন

    জি দাদা

    সময়টিভির টকশো দেখেছি ভাল লেগেছিল বটে

    আপনিসেই মামুন ভাই ওরে আল্লাহ

    অনেক অনেক অভিনন্দন ভাই ভাল থাকুন--

    • - মামুন ম. আজিজ

      সেই মামন ভাই মানে বুঝলাম না?

    • Load more relies...
    - কে এম রাকিব

    অনুষ্ঠানটি সম্পর্কে বেশ ভাল মুল্যায়ন করেছেন।

    এটা ঠিক যে, যে বিপল পরিমান বই বের হয় বইমেলায় তার বেশির ভাগই মানে ভাল নয়, তেমনি কিছু কিছু উদীয়মান লেখকেরো বই দেখা যায় বইমেলাতেই। তাদেরকে তুলে আনার দায়িত্ব প্রকাশকদের।

    মিলন স্যার শেষে একটি খুব ভালো কথা বলেলেন। বললেন নতুন লেখকদের অধিকাংশেরই পড়াশুনা খুবই কম।
    ভালো বই লিখেতে হলে আসলে প্রচুর পড়াশনা দরকার , ইমদাদুল হক মিলনের এই সুন্দর কথাটি আসলেই কিন্তু লেখক হবার জন্য  বিকল্পহীন একটি কথা।   সহমত শতভাগ।

    ধন্যবাদ মামুন ম. আজীজ।

    - ঘাস ফুল

    অনুষ্ঠানটির মূল্যায়ন পড়ে মনে হল নতুন কোন লেখক সহজে উঠে আসতে পারবে না। কারণ যারা নতুনদের লেখার মূল্যায়ন করবেন, তারা নতুন লেখকদের বই না পড়েই নেতিবাচক মন্তব্য করে বসে আছেন। কিন্তু ভুলে বসে আছেন যে, এক সময় তারা নিজেরাও নতুন ছিলেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নতুনদের বই বেশী বেশী পড়ুন এবং মূল্যায়ন করুন। তাতে করে নতুনরা তাদের ভুলত্রুটিগুলো সহজেই ধরে শুধরে নিতে পারবে। তাদের বই না পড়ে গদবাধা কথা বলে দিলে তো হবে না।  

    অনুষ্ঠানটি বেশ খুঁটিয়ে খুঁটিয়ে যে দেখেছেন বুঝা গেলো। বেশ গুছিয়ে পুরো অনুষ্ঠানই যেন আমাদের সামনে তুলে ধরেছেন। 

    মিলন স্যার শেষে একটি খুব ভালো কথা বলেলেন। বললেন নতুন লেখকদের অধিকাংশেরই পড়াশুনা খুবই কম। 
    ভালো বই লিখেতে হলে আসলে প্রচুর পড়াশনা দরকার , ইমদাদুল হক মিলনের এই সুন্দর কথাটি আসলেই কিন্তু লেখক হবার জন্য  বিকল্পহীন একটি কথা। 

    ধন্যবাদ মামুন ভাই। 

    Load more comments...