Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শহীদুল ইসলাম প্রামানিক

৭ বছর আগে লিখেছেন

নামের উল্টো

শহীদুল ইসলাম প্রামানিক
ধন মিয়ারা ভাত পায় না
ফকির মিয়ার দালান
সওদাগরের নাইরে টাকা
ভিক্ষু মিয়ার চালান।
কাঙাল মিয়া বাঙাল বটে
কোটি টাকার মালিক
ভুঁইয়া গোষ্ঠির নাইরে জমি
বেচে চড়ুই, শালিক।
রাজা মিয়া গাঁজা বেচে
বাদশা মিয়া মুঠে
সম্রাট হলো কুলি মুজুর
খাদ্য নাহি জুটে।
জজ মিয়ারা সন্ত্রাস করে
উকিল মিয়া চোর
ফ্যালানীরা ঘুমায় খাটে
রানীর ভাঙা দোর।
ইজ্জত আলী বেইজ্জত হয়
ভোম্বল মিয়া চতুর
আক্কেল আলীর বেক্কেল স্বভাব
লক্ষী রানী ফতুর।
ভোলা মিয়া ভুল করে না
পাগলা কানাই ভালো
কালা মিয়ার লাল চেহারা
লালটু মিয়া কালো।
বুদ্ধি মিয়া আস্ত পাগোল
ঋষি নয়রে ধ্যানী
চোট্টা মিয়া চোর নয় রে
জ্ঞান মিয়া নয় জ্ঞানী।
শোনা মিয়া কানে শোনে না
বোবায় কথা বলে
হোন্ডা মিয়া গুন্ডা নয় রে
মগার মত চলে।
নাম শুনেই সব চমকে উঠি
নামে নয়রে ধর্ম?
নামের উপর যায় না পাওয়া
ভালো-মন্দ কর্ম।
নাম পদবী যাহাই হোক না
বাস্তবে তা ভিন্ন
নামের সাথে বাস্তব খুঁজলে
পাওয়া যায় তার চিহ্ণ।
(ছবি ইন্টারনেট)
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মেঘ আবির

    emoticons

    • - এই মেঘ এই রোদ্দুর

      থ্যাংকু

    - টি.আই.সরকার (তৌহিদ)

    প্রতিযোগিতার প্রতিটা চিঠিই অসাধারণ লিখেছেন ।

    শুভকামনা ও ভালোবাসা + ভোট ।

    • - এই মেঘ এই রোদ্দুর

      অসংখ্য ধন্যবাদ ভাইয়া :)

    - এ.টি. নূর শেখ লিটা

    এটা অসাধারণের চেয়েও বেশি সুন্দর ছিল আপি emoticons দারুণ লিখেছেন... ভোট+শুভকামনা রইল অনেক emoticons

শহীদুল ইসলাম প্রামানিক

৮ বছর আগে লিখেছেন

দুধ লাল (গল্প)

শহীদুল ইসলাম প্রামানিক
এসএসসি পাশ করেই আমার বন্ধুদের সাথে গ্রাম থেকে শহরের কলেজে গিয়ে ভর্তি হয়েছি। কলেজে ভর্তি হওয়ার পর নোটিশ অনুযায়ী নির্দিষ্ট দিনে প্রথম ক্লাস করার জন্য কলেজে গিয়ে হাজির হলাম। দশটায় ক্লাস শুরু। আমার সাথের অন্যান্য বন্ধুদের সাথে আমিও শিক্ষক আসার আগেই ক্লাসে গিয়ে বেঞ্চে জায়গা দখল করে বসে আছি। আমার ডান পাশে আমার স্কুলজীবনের দুই সহপাঠী, বাম পাশে মাঝারী ধরনের চেহারের ফর্সা রঙের একজন অপরিচিত ছাত্র।
কলেজ জীবনের প্রথম ক্লাস। অতিআগ্রহ নিয়ে সবাই অপেক্ষা করছি স্যারের জন্য। কিছুক্ষণ পরেই বাংলা স্যার ছাত্র হাজিরা খাতাসহ ক্লাসে ঢুকলেন। গ্রাম্য স্কুলের স্বভাব অনুযায়ী বেশিরভাগ ছাত্রই উঠে দাঁড়ালাম। স্যার আমাদের হাত ইশারায় বসতে বললেন। সবাই স্যারের ইশারায় বসে গেলাম। স্যার তার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বললেন, আজ তোমাদের কলেজ জীবনের প্রথম ক্লাস। রোল নাম্বারের পাশাপাশি নাম ধরে ডাকব। পরবর্তী ক্লাস থেকে আর কখনও নাম ধরে রোল কল করা হবে না। তোমরা তোমাদের নামের পাশে রোল নাম্বার মনে রাখবে। বলেই রোল নাম্বারের পাশাপাশি সবার নাম ধরে ধরে রোল কল করা শুরু করলেন। প্রায় তিন শ’ ছাত্র। কলেজ জীবনের প্রথম ক্লাস হওয়ায় ক্লাসে ছাত্রের উপস্থিতি অনেক। বেঞ্চে জায়গা হচ্ছে না। পিছনে কিছু ছাত্র দাঁড়িয়ে আছে। এক শ’ সিরিয়ালের পরে আমাদের তিন বন্ধুর রোল এবং নাম কল করলে ইয়েস স্যার বলে জবাব দিয়ে বসে পড়ি। আরো কয়েক জন ছাত্রের নাম ডাকার পরে স্যার রোল নাম্বার বলার পরে ‘দুধ লাল, দুধ লাল’ বলেই থেমে গেলেন। আমি স্যারের মুখে ‘দুধ লাল’ শুনে হাসি চেপে রাখতে না পেরে হো হো করে হেসে উঠলাম। স্যার তৎক্ষনাত বলে উঠলেন, কে কে, হেসে উঠল কে?
আমি সাত আটটি বেঞ্চ পরেই বসা ছিলাম।... continue reading
Likes Comments
০ Shares

শহীদুল ইসলাম প্রামানিক

৮ বছর আগে লিখেছেন

ভূতের মাসী

শহীদুল ইসলাম প্রামানিক
ভূতের মাসী সর্বনাশী
শ্মশান ঘাটে থাকে
রাত্রীকালে মানুষ পেলে
গুন-গুনিয়ে ডাকে।
একলা কারেও পেলে পরে
মটকিয়ে দেয় ঘাড়
রক্ত-মাংস সব খেয়ে নেয়
ফেলে রাখে হাড়।
অমাবশ্যার রাত হলে যে
নাচানাচি করে
নাচতে নাচতে কখনওবা
যায় মানুষের ঘরে।
আঁতুর ঘরের গন্ধ পেলে
বড়ই খুশি হয়
ঘরের ভিতর ঢুকলে পরে
শিশুরা পায় ভয়।
তাইনা দেখে কচি বাচ্চা
কান্না করে জোরে
মায়ের বুকে কষ্ট লাগে
বৈদ্য ডাকে ভোরে।
বৈদ্য মশাই ধুপের ধুয়ায়
আসর বসায় যেই
গন্ধ পেয়েই ভূতের মাসী
ঐ এলাকায় নেই। continue reading
Likes Comments
০ Shares

শহীদুল ইসলাম প্রামানিক

৮ বছর আগে লিখেছেন

কাশী এখন ফাঁসি

শহীদুল ইসলাম প্রামানিক
গণক ঠাকুর বসে আছেন
বটের গাছের তলায়
মাথার পরে বিশাল টিকি
তুলসি মালা গলায়।
শ্যামা চরণ হাত দিয়ে কয়,
“আমার হাতের রেখা
ভাল-মন্দ জীবন-মরণ
কোথায় আছে লেখা”?
গণক ঠাকুর হাতটা দেখে
বলল মুচকি হেসে
“তোমার মরণ কাশীর পরে
স্বর্গবাসীর বেশে”।
কাশীর মরণ শোনার পরেই
উল্লাসে যায় ফেটে
“মরলে কাশী স্বর্গে যাব
নরক যাবে কেটে”।
“হাতের রেখায় স্বর্গবাসী”
এইটা শোনার পর
পাপের কাজে মাতাল হলো
থাকলো না আর ডর।
হরেক রকম পাপের কার্য্য
করল অনেক দেশে
খুন, ধর্ষণের অভিযোগটা
উঠল অবশেষে।
প্রজারা সব রাজার কাছে
দিল বিচার ভার
সবার কথা শোনার পরে
করল বিচার তার।
রাজা মশাই বিচার করে
দিলেন তারে ফাঁসি
মুহুর্তেতে মিলিয়ে গেল
শ্যামা চরণের হাসি।
ফাঁসির আগে শ্যামা চরণ
রাজার কাছে বলে,
“গণক ঠাকুরের দর্শন চাই,
আছে বটের তলে”।
বটের তলে গিয়ে শ্যামা
বলছে কেঁদে, “ঠাকুর,
স্বর্গ এখন নরক হলো
কেমনে করব দূর”?
“ভাগ্য দেখে বলে ছিলেন
মরণ হবে কাশী
এখন দেখি ঝুলছে গলায়
রাজার দেয়া ফাঁসি”।
“কেমন তরো ভাগ্য গণেন
উল্টে যায় তার ফল
স্বর্গ এখন নরক হওয়ায়
দেহে পাইনা বল”।
এসব শুনে গণক ঠাকুর
বলল মুচকি হেসে,
“কোন কারণে মৃত্যু দন্ডে
গেলেন আপনি ফেঁসে”?
এই না বলে, হাত দেখে কয়
মুখটি করে কালো,
“নিজের দোষেই ভাগ্য নষ্ট--
ছিল অনেক ভালো”।
“গয়া-কাশীতে মরণ ছিল
ছিল স্বর্গবাস
এখন দেখি সেই রেখাটায়
লেখা সর্বনাশ”।
“অকাম-কুকাম করার ফলে
পাপ যে রাশি রাশি
পাপের চোটে ‘ক’ ফেটে ‘ফ’
তাই তো এখন ফাঁসি”। continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - এই মেঘ এই রোদ্দুর

    ধন্যবাদ আপনাকে সুন্দর শেয়ারের জন্য

শহীদুল ইসলাম প্রামানিক

৯ বছর আগে লিখেছেন

ভারত হারলেই সেমি ফাইনাল

শহীদুল ইসলাম প্রামানিক
ভাল খেলেও হেরে গেল
মোদের বাংলাদেশ
তারপরেতেও মনের মাঝে
থাকলো খেলার রেশ।
হারার পরেও খুশি সবাই
অনেক খেলছে ভালো
অন্য দিনের মত মোরা
মুখ করি নাই কালো।
সমান সমান খেলা দেখে
মনে জাগল আশা
দলের প্রতি রইল আমার
অনেক ভালবাসা।
সামনের দিনে ভালো খেলবে
এই কামনায় রইলাম
ভারত হারলেই সেমি ফাইনাল
অনেক জোরে কইলাম। continue reading
Likes Comments
০ Shares
Load more writings...