Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শহীদুল ইসলাম প্রামানিক

৭ বছর আগে লিখেছেন

নামের উল্টো

শহীদুল ইসলাম প্রামানিক

ধন মিয়ারা ভাত পায় না
ফকির মিয়ার দালান
সওদাগরের নাইরে টাকা
ভিক্ষু মিয়ার চালান।

কাঙাল মিয়া বাঙাল বটে
কোটি টাকার মালিক
ভুঁইয়া গোষ্ঠির নাইরে জমি
বেচে চড়ুই, শালিক।

রাজা মিয়া গাঁজা বেচে
বাদশা মিয়া মুঠে
সম্রাট হলো কুলি মুজুর
খাদ্য নাহি জুটে।

জজ মিয়ারা সন্ত্রাস করে
উকিল মিয়া চোর
ফ্যালানীরা ঘুমায় খাটে
রানীর ভাঙা দোর।

ইজ্জত আলী বেইজ্জত হয়
ভোম্বল মিয়া চতুর
আক্কেল আলীর বেক্কেল স্বভাব
লক্ষী রানী ফতুর।

ভোলা মিয়া ভুল করে না
পাগলা কানাই ভালো
কালা মিয়ার লাল চেহারা
লালটু মিয়া কালো।

বুদ্ধি মিয়া আস্ত পাগোল
ঋষি নয়রে ধ্যানী
চোট্টা মিয়া চোর নয় রে
জ্ঞান মিয়া নয় জ্ঞানী।

শোনা মিয়া কানে শোনে না
বোবায় কথা বলে
হোন্ডা মিয়া গুন্ডা নয় রে
মগার মত চলে।

নাম শুনেই সব চমকে উঠি
নামে নয়রে ধর্ম?
নামের উপর যায় না পাওয়া
ভালো-মন্দ কর্ম।

নাম পদবী যাহাই হোক না
বাস্তবে তা ভিন্ন
নামের সাথে বাস্তব খুঁজলে
পাওয়া যায় তার চিহ্ণ।

(ছবি ইন্টারনেট)

Likes Comments
০ Share

Comments (0)

  • - মেঘ আবির

    emoticons

    • - এই মেঘ এই রোদ্দুর

      থ্যাংকু

    - টি.আই.সরকার (তৌহিদ)

    প্রতিযোগিতার প্রতিটা চিঠিই অসাধারণ লিখেছেন ।

    শুভকামনা ও ভালোবাসা + ভোট ।

    • - এই মেঘ এই রোদ্দুর

      অসংখ্য ধন্যবাদ ভাইয়া :)

    - এ.টি. নূর শেখ লিটা

    এটা অসাধারণের চেয়েও বেশি সুন্দর ছিল আপি emoticons দারুণ লিখেছেন... ভোট+শুভকামনা রইল অনেক emoticons