Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Nokkhotro Banner

সাইয়িদ রফিকুল হক

৭ বছর আগে লিখেছেন

পাকিস্তানে ছিল এক জিন্না। আর এখন স্বাধীনবাংলাদেশে অসংখ্য জিন্না!

পাকিস্তানে ছিল এক জিন্না। আর এখন স্বাধীনবাংলাদেশে অসংখ্য জিন্না!
সাইয়িদ রফিকুল হক
এখন বাংলাভাষার অনেক শত্রুও লোকদেখানো ও স্বার্থসিদ্ধির-আনুষ্ঠানিক ভাষাপ্রেম দেখানোর জন্য শহীদমিনারে গিয়ে বেদীতে ফুল দেয়। তারপর ছবি তুলে কিংবা বিশাল একটা ভিডিও করে বাসায় ফিরে আসে। তারপর এগুলো দিয়ে ব্যবসা করে খায়। অনেক ভণ্ড এখন শহীদমিনারে গিয়ে ফুল দিচ্ছে। অথচ, এদের মনের মধ্যে বাংলাভাষার প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ নাই। এদের মনে যদি বাংলাভাষার প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ থাকতো—তাহলে, বাংলাভাষা কি এতোদিনেও বাংলাদেশে উপেক্ষিত থাকতো?
পাকিস্তানীজালিমগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইসংগ্রাম করে আমরা ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে সুপ্রতিষ্ঠিত করেছি। এখানে, আমরা মানে—আমাদের পূর্বপুরুষ—শহীদ রফিক, বরকত, জব্বার, সালাম শফিউর প্রমুখ। ভাষাআন্দোলনের ৬৫ বছর পার... continue reading

২৫৬

তৌফিক মাসুদ

৭ বছর আগে লিখেছেন

ভাবনার নদী

কখনো কখনো মনে হয়
কী এক অন্ধকারে ডুবে আছি আমি!
ভাবনার নদীটা বড্ড বেশী ঢেউ তোলে
ভেবে সারা হই, কীভাবে আমায় নিয়ে
অলক্ষে মহান অন্তর্যামী।
 
মনের মাঝে কেন যেন সাথী হারা ঘুঘু পাখি
কারনে অকারনে ডেকে যায়।
আমি যেন হেমন্তের ধূধূ মাঠে
শুকনো একটি ডালে দোয়েল পাখি নিরুপায়।
continue reading

২৬২

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

তুমি কি আমার বন্ধু হবে

তুমি আমার বন্ধু হয়ে 
হাত দুখানি রাখ আমার হাতে। 
তোমায় নিয়ে কাটাবো সময় 
সকাল দুপুর সারা রাতে। 
তোমার সুখের যা কিছু সব 
উজাড় করে দেব, 
তোমার যত মান অভিমান 
মাথা পেতে নেব। 
তোমার নামে গড়বো আমি 
হরেক রঙ্গিন তোরণ, 
তোমার কাছেই করবো আমি 
দাসত্ব কে বরণ। 
তুমি আমার আধার ঘরের 
সন্ধ্যা প্রদীব আলো, 
তোমায় আমি নিজের চেয়েও 
বাসি অনেক ভাল। 
তোমার জন্য ধরবো আমি 
জীবন খানি বাজি, 
সঙ্গি আমার হবে তুমি 
এই কথায় কি রাজি? continue reading

৭১৪

অদ্রি অপূর্ব

৭ বছর আগে লিখেছেন

একটা শব্দের খোঁজে

একটা শব্দের খোঁজেই কেটে যাচ্ছে দিনগুলো,
একটা শব্দের খোঁজেই যেন এ জীবনযাপন।
এতো গোলাপের লাশ, এতো ধ্বংসের শ্মশান
সব পেরিয়ে এগিয়ে চলেছি একটা শব্দের খোঁজে।
এ মন কখনো আনমনে খুঁজে যায়, কখনোবা বিষণ্ণতায়
একটা শব্দ খোঁজে তোমাকে বলবে বলে...
কখনো কখনো রক্তের উৎসব খেলে যায় বুকের উঠানে।
রক্তপাতের স্বপ্ন নিয়ে মারমুখো এক রুক্ষ যুবক
হয়ে উঠতে চায় মন, অস্ত্র তুলে নিতে হাত নিশপিশ করে।
প্রতিবাদী মন একটা বিপ্লব খোঁজে, একটা যুদ্ধ।
যুদ্ধ করে হলেও ছিনিয়ে আনবো নতুন একটা শব্দ।
ভুল স্বপ্নে বেড়ে ওঠা ভুল জীবনের কোনো শব্দ দিয়ে নয়,
ভিন্ন ভিন্ন জনের বিভিন্ন... continue reading

২৫৬

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

অনুভবে খুঁজি ফিরি মা তোমাকে

দিনের শেষে ক্লান্ত পাখির ন্যায় নীড়ে ফিরে 
অনূভবে শুধু তোমাকেই খুঁজে ফেরা। 
ক্লান্তির গভীরতা আমাকে করে তুলে গভীর অনুভূতিশীল, 
তাতে শুন্যতেই খুঁজে ফিরি তোমাকে। 
শূন্যের মাঝেই খুঁজে ফেরা তোমার আদর মাখা হাত দুখানি, 
আর কোলে মাথা রাখার পরম আবেশ। 
আমি খুঁজেফিরি তোমার ব্যস্ততা, 
একগ্লাস ঠাণ্ডা শরবত কিংবা 
হালকা কোন খাওয়ারের আয়োজনে। 
তোমাকে খুঁজে খুঁজে ক্লান্তি বেড়ে হয় বহুগুণ 
ক্লান্ত চোখে খুঁজেপাই শুধু চার দেওয়ালে ঘেরা আমার ঘর। 
যেখানে তুমি নেই , নেই কোন তোমার কোন চিহ্নও 
আছে শুধু কিছু বই আর কাপড়ের স্তূপ। 
কবে আসবে সেই শুভ দিন? 
ক্লান্ত শরীরে জমা যত ক্লান্তি দূর হবে 
তোমার ঐ মমতাময়ী মুখ দেখে “মা” । continue reading

২৩২

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

অরুন্ধতী

অরুন্ধতী
শ্যামল গাঁয়ের কালো বর্ণের একটা মেয়ে
রোদের আঁচলে জড়িয়ে থাকে সারাদিন
দু'মুঠো বেচে থাকার স্বপ্ন নিয়ে
মারবেলের মতো চোখ দুটোয় তার
স্বপ্ন দেখার কোন জড়তা নেই।
প্রতিদিন ভোরে
ঊষা দিদির আগে অরুন্ধতী
জেগে ওঠে জীবনের অবুঝ নেশায়
খালি পেটে ছুটে যায় গাঁয়ের শেষপ্রান্তে
চরের জমিগুলোতে হন্যে হয়ে খুঁজে ফিরে
তাজা তাজা শামুক আর ঝিনুক
পাশ দিয়ে বয়ে চলে ছোট খেয়া নদী
উদাসী ভাবনার অতলে হারিয়ে অরুন্ধতী
মাঝেমাঝে চেয়ে থাকে নদীর গতিপথে
তবে বেশিক্ষণ স্থায়ী হয় না সে উদাসীনতা
পচা শামুকে চোখ পরতেই নিমগ্নতা ফিরে পায় সে।
রিযিক আহরণের পর অরুন্ধতীর
সেগুলো নিয়ে ছুটতে হয় আরো
পাঁচ মাইল পথ হাট-বাজারের উদ্দেশে
বন-বাঁদাড়ের ভেতর... continue reading

২৫৪

রাজীব নূর খান

৭ বছর আগে লিখেছেন

তোমরা যারা লেখক হতে চাও

এযুগের প্রধান সমস্যাই হলো- কেউ ভালো মানূষ হতে চায় না।
আমি কারো মুখে আজ পর্যন্ত শুনিনি- কেউ বলেছে- 'আমি ভালো মানূষ হতে চাই।' সবাই বলে, আমি ডাক্তার হবো, আমি লেখক হবো, আমি একজন ভালো ফোটোগ্রাফার হবো, আমি হেন হবো, আমি তেন হবো। এখন কথা হলো- তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও বা লেখক হও- কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি একজন ভালো মানূষ না হও- তাহলে তো ভাই সমস্যা। তোমার ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই। তুমি একজন মুদি দোকানদার হও- কিন্তু একজন ভালো মানূষ হও। সহজ সরল সত্য কথা হলো- আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা একজন লেখকের চেয়ে একজন ভালো... continue reading

৩০৩

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

শুধু তার জন্যেই বাঁচতে ইচ্ছে করে

শুধু তার জন্যেই বাঁচতে ইচ্ছে করে
হাজার বছর ধরে অকাতরে
তার দুটি হাত মুঠোয় ভরে
পৃথিবীর কোন এক নির্জন চত্বরে।
শুধু তার জন্যেই বাঁচতে ইচ্ছে করে
উদাসী কাঁশবনের আড়ালে থেকে
তার শর্মিলি চোখে চোখ রেখে
জড়িয়ে অন্তহীন ভালবাসার ডোরে।
শুধু তার জন্যেই বাঁচতে ইচ্ছে করে
শীষ ডাকা বাতাসের গুনগুন সুরে
অভিশপ্ত বাস্তবতা আগুনে ছুড়ে
তার হাসি মুখ এঁকে হৃদয়ের ঘরে। continue reading

২৪৫

শাহআজিজ

৭ বছর আগে লিখেছেন

শিরোনামহীন

জানো মা!
আমার বীজ প্রোথিত কালে
বাবা তোমায় যে ভালবাসার কথা
ফিসফিস করে বলেছিল
তা ছিল বাংলা !
তাইত আমি বাঙ্গালী !!
continue reading

২২১

রাজীব নূর খান

৭ বছর আগে লিখেছেন

ধাবমান কালো চোখে আলো নাচে-৫ (ধারাবাহিক উপন্যাস)

'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর, ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর । তোমরা আমায় চিনোনি ... '
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার বিনিময়ে কোন অর্থ নিবেন না। সব কথা রাখা যায় না, একসময় টাকার অভাবে কবিতা দিয়েই জীবন নির্বাহ করতে হলো তাকে। কবিতার জন্য পেয়েছিলেন বৃটিশ সরকারের দেয়া নাইট উপাধি। বৃটিশদের নাইট উপাধি রবীন্দ্রনাথ ঠাকুরও পেয়েছিলেন, যদিও পরে প্রতিবাদ জানাতে গিয়ে এই নাইট উপাধি ত্যাগ করেন। তবে এই দুজনের মিলও আছে। মিলটা কবিতা দিয়ে রাষ্ট্রে প্রভাব ফেলায়। ইকবালের লেখার দ্বারা খুব প্রভাবিত আরও দুজন মানুষ ছিলেন। একজন পাকিস্তানের কায়েদ-ই-আজম মুহাম্মদ... continue reading

৩১০

শফিক সোহাগ

৭ বছর আগে লিখেছেন

রাঙ্গুনিয়া ভ্রমণে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম

থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের নতুন নাটক “ইজ্জত” মঞ্চে আনতে দীর্ঘ দিন সময় লেগে গেলো । দীর্ঘদিন টানা কাজ করে সবাই অনেকটা ক্লান্ত । তাই একটু সতেজতার জন্য দলীয় সভাপতি তাপস দাদাকে অনেক দিন ধরেই আমি বলে আসছিলাম একটি ভ্রমণ আয়োজন করার কথা ।দাদা রাজি হলেন । অতঃপর ভ্রমণ আয়োজনের দায়িত্বভার আমার কাঁধেই চড়ালেন । আমাকে আহ্বায়ক করে ভ্রমণ পরিচালনা কমিটি ২০১৭ গঠন করা হল । কমিটির অন্যান্য সদস্যরা হলেন আশরাফুল, উদয়ন ও কামরুল । ভ্রমণের তারিখ নির্ধারণ করা হল ১৭ ফেব্রুয়ারি ২০১৭। ,শুরু হয়ে গেলো ভ্রমণ পরিচালনা কমিটির কর্ম তৎপরতা ।ভ্রমণের শুভেচ্ছা ফি সংগ্রহ, বাজেট তৈরি, আনুষঙ্গিক আয়োজন এবং সবাইকে বিন্দু... continue reading

৩৭৫

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

যদি বৃক্ষ হয়ে জন্মলাভ হতো

যদি বৃক্ষ হয়ে জন্মলাভ হতো ধরাপৃষ্ঠে
যান্ত্রিক হবার ঝামেলা পোহাতে হতো না
থাকতো না কোন ধর্মের বাঁধন
দুঃখ-কষ্টের অনিয়ন্ত্রিত সাতকাহন
মাথা উচু করে দাড়িয়ে থাকতাম চিরদিন
বাজিয়ে মহানুভবতার সোপান-বীণ।
পথিকের ক্লান্তি নিবারণ করে
সুখ কুড়োতাম দুহাত ভরে অকাতরে
ডালে বসে পাখিরা করতো লুকোচুরি
তারপর জমিয়ে তুলতো গানের আসর
আষাঢ়ের রিমঝিম ফোটা ফোটা পরশে
পরমানন্দে শিহরিত হয়ে
দুলে উঠতাম ক্ষণে ক্ষণে বাতাসের সুরে
থাকতো না কোন না পাওয়ার ব্যথা
লেখতে হতো না কোন ছলনার কাহিনী
দেখতে হতো না আর জাতপাতের ফারাক
শুধু ভালবাসার সান্নিধ্যে হতো আমার বসবাস
বছরের ছয়ঋতু বারোমাস। continue reading

২৬১

সাইয়িদ রফিকুল হক

৭ বছর আগে লিখেছেন

আবার এলো বসন্ত


আবার এলো বসন্ত
সাইয়িদ রফিকুল হক
চারিদিকে জাগরণের মন্ত্র,
আবার এলো বসন্ত!
ফুল ফুটেছে গাছে-গাছে,
পাখিরা সব গাইছে গান তাই
মাতাল হাওয়ায় কাছে-কাছে।
পলাশরাঙা ভোরে দেখি
কী-যে সুন্দর ভালোবাসার গান,
সতেজ হাওয়ায় জুড়িয়ে যায়
ক্লান্তিভরা দেহ-মন-প্রাণ।
আয় কে দেখবি
শিমুলবনে লেগেছে যে আগুন,
ভালোবাসার এই বসন্তে
আবার এলো ফাগুন।
রক্তঝরা ফাগুন-মাসে
বর্ণমালা নিয়ে এলো
আমাদের ভাই রফিক-জব্বার,
ওরে আয়রে তোরা সবাই
গান গাইবো আজ শুধু বাংলার।
ভাষার মাসে চাই নাকো তাই
দেখতে কারও আর বজ্জাতি,
ফেব্রুআরি বলে দিছে সেই যে কবে
বাংলাভাষা আমাদেরই চিরসাথী।
বনে-বনে দেখছি শুধু
শতরঙের-জাগরণের খেলা,
ওরে তোরা আয়রে সবাই
দেখে যা না ফাগুনের মেলা।
ফুলে-ফুলে চারিদিকে
শোভা দেখি অনন্ত,
ঘরে-বাইরে জাগলো মানব continue reading

২৬৭

আলমগীর সরকার লিটন

৭ বছর আগে লিখেছেন

অভয় জঙ্গল

নিঝুমদ্বীপের চারপাশটা জঙ্গলের অভয় আঁজলা
নিত্যই প্রহর সাপ বেজি করে খেলা –
কি সুখের গেঁথে রাখিস হুড়মুড়ে সোনায় মালা !
নদী ভাসাও সমুদ্র মিশাও ভিড়াও না ভেলা-
নিঝুমদ্বীপে জাগাও দুঃখ খেয়ার চর
খরখরা বালির রোদ্রজ্বালা ঘর চরের উপর
শূন্য দ্বীপ করেছে এক নিঝুম বর-
ঘুপের গগণে মেঘবৃষ্টির হয়েছে শ্রাবণী সর।
১১/০২/১৭
------------
 শুধু নেই

সবকিছুই আগের মতোই আছে
সেই হাল সেই পাল-শুধু আামি নেই সেই খানে-
এখনো শনি- মঙ্গল বারে হাট বসে;
যমুনার পানি ফোলে উঠে-ধু ধু চর জাগে-
সারিবাঁধা বাঁধের ধূলিমাখা পূর্বাকাশে উড়ে;
শুধু... continue reading

২৩৩

বাসুদেব খাস্তগীর

৭ বছর আগে লিখেছেন

আঁকি

 
 আঁকি কতো ফুল পাখি নদী নীড় বন
রাখালিয়া বাঁশি আর আলোকিত ক্ষণ।
আকাশের নীলরং পাখিদের বাসা
ফসলের ক্ষেত আঁকি ঘামে ভেজা চাষা।
বাঁশঝাড় মেঠো পথ কৃষকের হাসি
কিশোরের চোখে দেখা সুখ অবিনাশী।
আদরের খোকা আঁকি জননীর মুখ
সাধারণ মানুষের অবারিত সুখ।
মাঝিদের ভাটিয়ালী পাল তোলা নাও
ফুলে ফলে ভরপুর স্মৃতিময় গাঁও।
দোল দোল দোলনার শৈশব স্মৃতি
সাম্যের জয়গান  আঁকি সম্প্রীতি।
বাবা আঁকি ভালোবেসে নিয়ে রং তুলি
ইতিহাস,স্বাধীনতা সেই দিনগুলি।
খেলাধুলা পাঠশালা চাঁদ তারা রাত
উল্লাসে মেতে ওঠা কোটি কোটি হাত।
রূপ দেখে  মন হয়  সুখে আনমনা
ইচ্ছেতো আঁকি দেশ, প্রতি ধূলিকণা। continue reading

২৫৩
ব্লগের গতিশীল/ট্রেন্ডিং বিভাগসমূহ