Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Nokkhotro Banner

রাজীব নূর খান

৭ বছর আগে লিখেছেন

ধাবমান কালো চোখে আলো নাচে ( ধারাবাহিক উপন্যাস, পর্ব- দুই )

১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ । ভারতীয় উপমহাদেশ ১৯৪৭ ও ১৯৪৮ সালে ব্রিটেনের শাসন থেকে স্বাধীনতা লাভ করে এবং ভারত,বার্মা (বর্তমান মায়ানমার) সিলন (বর্তমান শ্রীলংকা) এবং পাকিস্তান (তদানীন্তন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ) এই চারটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৪৭ সনে অর্থাৎ দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান পৃথক হওয়ার সময়ে কলকাতায় ভয়ানক হিন্দু-মুসলিম দাঙ্গা হয়। এসময় মুজিব মুসলিমদের রক্ষা এবং দাঙ্গা নিয়ন্ত্রণে আনার জন্য সোহরাওয়ার্দীর সাথে বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় শরিক হন। পাকিস্তান-ভারত পৃথক হয়ে যাওয়ার পর শেখ মুজিব পূর্ব পাকিস্তানে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন... continue reading

১৯৯

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

ফুল রানী

ফুলের মাঝে বসে আছে দেখ 
ফুল বাগানের রানী, 
ফুলের চেয়েও রূপবতী সে 
সেই কথাটিও মানি। 
ফুল গুলো সব রঙিন হলো 
রানীর রুপের রঙে, 
রুপের আলো উঠছে ফুটে 
রানীর সারা অঙ্গে। 
রানীর রুপেই রঙিন যে ফুল 
রানীর ঘ্রাণেই স্নিগ্ধ, 
রানীর টানেই আসছে ভ্রমর 
হচ্ছে পুড়ে দগ্ধ । continue reading

২৫৪

অদ্রি অপূর্ব

৭ বছর আগে লিখেছেন

ইচ্ছেঘুড়ির শব্দজট

বন্দী রাতে একলা স্মৃতি দেয়াল জুড়ে করছে ভীড়,
অষ্টপ্রহর দৃষ্টি কাড়ে ফেলে আসা নষ্টনীড়।
একলা বাতাস, একলা সময় যাচ্ছে ছুঁয়ে শূন্য হাত -
একলা আমার নির্বাসনে ভুল সময়ের বৃষ্টিপাত।
ভুল বাগানে ভুল স্লোগানে করছি চলে তোমার খোঁজ,
ভুল জীবনের মধ্যরাতে স্বপ্নাহত হচ্ছি রোজ।
আহত ভোর, আহত মোর ইচ্ছেঘুড়ির শব্দজট -
আহত নদীর ঘোর জোয়ার ভাসায় দূর খেয়ালী তট।
খেয়ালি শোক, খেয়ালী চোখ অবাক হয়ে জ্বলছে খুব-
খেয়ালী মন মগ্ন হয়ে কায়া ভেঙ্গে দিচ্ছে ডুব।
ভাঙ্গছে কথা, ভাঙ্গছে ব্যথা, তীব্র বিষে হচ্ছি নীল -
ভাঙ্গছে আকাশ, দৃষ্টিসীমায় উড়ছে পুড়ে একলা চিল।
পুড়ছে সাগর, পুড়ছে হৃদয়, মৃত ঘড়ি দিচ্ছে ডাক -
পুড়ছে সকল অবহেলা, একটা জীবন ব্যর্থ... continue reading

২৫৪

শাহআজিজ

৭ বছর আগে লিখেছেন

ঠগী: উপমহাদেশের এক ভয়ঙ্কর খুনী সম্প্রদায়

ঠগীরা ছিল ভারতবর্ষের এক নিষ্ঠুর খুনী সম্প্রদায়
ঠগ একটি সংস্কৃত শব্দ যা থেকে ঠগী শব্দটি উদ্ভূত। শাব্দিকভাবে এর অর্থ ধোঁকাবাজ, প্রতারক। বাংলা অভিধানে ঠগী বলতে বিশেষ শ্রেণীর এক দস্যু দলকে বোঝায় যারা পথিকের গলায় রুমাল বা কাপড় জড়িয়ে হত্যা করে। ঠগীরা ছিল ভারতবর্ষের একটি বিশেষ শ্রেণীর খুনী সম্প্রদায়। এদের মতন নিষ্ঠুর আর নিপুণ খুনীর দল পৃথিবীতে শুধু নয়, ইতিহাসেই বিরল।
ঠগীরা ১৩ থেকে ১৯ শতকে বাংলাসহ উত্তর ভারতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা যত মানুষ হত্যা করেছে, পৃথিবীর ইতিহাসে তা নজিরবিহীন। কেবল ১৮৩০ সালেই ঠগীরা প্রায় ৩০,০০০ মানুষ হত্যা করেছে।
১৩৫৬ সালে ঐতিহাসিক জিয়াউদ্দীন বারানি লিখিত ‘ফিরোজ শাহর ইতিহাস’ গ্রন্থে... continue reading

৪৫০

রাজীব নূর খান

৭ বছর আগে লিখেছেন

ধাবমান কালো চোখে আলো নাচে ( ধারাবাহিক উপন্যাস, পর্ব- এক )

শশীভূষন প্রতিদিন রাতে ঘুমোবার আগে এক ঘন্টা নিয়ম করে ডায়েরী লিখেন। তিনি ডায়েরীতে প্রতিদিনকার ঘটনা লিখেন না। নিজের মতন করে লিখেন, অতীত দিনের দুঃখ-কষ্ট এবং আনন্দের কথা। শশীভূষনের একমাত্র মেয়ে অলকা স্কলারশীপ পেয়ে মাইক্রোবায়োলজি পড়তে আমেরিকা গিয়েছে। অলকা নিয়মিত তার বাবার খোঁজ খবর রাখছে। শশীভূষন মনে করেন তার স্ত্রী অপলা বেঁচে থাকলে অলকার মতন এত নজদারী করতো না। মাঝে মাঝে তার খুব রাগ হয়। অলকা বলে দিয়েছে, শশীভুষন যেন রাত এগারো টার মধ্যে ঘুমিয়ে পড়েন। ঘুম না এলেও যেন চোখ বন্ধ করে ভেড়া গুনেন। শশীভূষন ভেড়া না গুনে এলোমেলো কথা ডায়েরীতে লিখেন। একটানা লিখতে পারেন না চোখের সমস্যার কারনে।... continue reading

২২৯

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

আমি কাঁদবো না

আমি কাঁদবো না প্রিয়া
কাঁদলে তো ভালবাসার অপমান হবে
তুমি যখন নিজ ইচ্ছায় রাজি হয়েছো
ভাগ্যকেও দোষারোপ করবো না
পাওয়া না পাওয়ায় কি এসে যায়!
বুকের অনুরণনে তোমার স্পন্দন
আগলে রেখে যাবো আমরণ যতনে
বাঁচার উপলক্ষ্য দিয়েছো, তাতেই সন্তুষ্ট আমি।
তুমি ভেবো না কিছু
তোমার বিয়ের দাওয়াতনামা
আমি নিজে গিয়ে বিলি করে আসবো
প্রতিবেশী হওয়ার সুবাদে
আমারও তো একটা দায়িত্ব আছে
গায়ে হলুদে সশরীরে হাজির থেকে
হলুদ লাগাবো তোমার রূপশ্রী গালে
তুমি শুধু আমার চোখে চেয়ো না
শুভ লগ্ন মাতোয়ারা হবে শুধু আমার
বাজানো শানাইয়ের সুমধুর সুরে
খুশির... continue reading

২১৭

আলমগীর সরকার লিটন

৭ বছর আগে লিখেছেন

এমনটি হয়

রিমঝিম সেই বৃষ্টির শব্দে ভিজাই
সেই না দুপুর -সেই না বিকেল
হৃদয় দ্বারে ছুঁয়ে ছুঁয়ে যায় !
কথায় তোরা আয় ছুটে আয়;
নেমেছে এই বৃষ্টি ! মাঠভিটাই-
ফুটবল খেলতে যাবি আয় -আয়।

এখনো রূপালী বৃষ্টির মাঝে
সোনালী স্বপ্নের প্রজাপতি সাজে-
যায় ছুটে যায় -ঐ মাঠে ঐ ঘাটে
বল না -তোদের কি এমনটি হয় ?
জলকাদা মাখামাখির কি যে গন্ধ
তোদের হয়েছে শুধু স্বার্থের চন্দ্র !

কখনো বনঘুঘু ধানসালিক বেসে উড়ে যায়
রূপালীচোখের পাতায় সব দেখতে পাই
আর এক একটা স্মৃতির ক্ষণগুলো
নোনা জলে বুক ভেসে যায়-
বল না -তোদের কি... continue reading

২৬০

তাহমিদুর রহমান

৭ বছর আগে লিখেছেন

যে বইগুলো পড়ে চেঞ্জ করতে পারেন নিজের জীবন

মানব জীবনে বই অনেক মূল্যবান সম্পদ। এর গুরুত্ব উপেক্ষা করতে পারবে না কেউই। এই বই আমাদের হাসায়, এই বই আমাদের কাঁদায় আবার এই বই আমাদের নতুন করে বহুকিছুই ভাবতে শিখায়। এই বই পারে আমাদের জীবনের অনেক হতাশাকে দূর করতে, আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে, আমাদের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করতে।
০০। দ্য পাওযার অব ইউর সাবকনশাস মাইন্ড - জোসেফ মারফি
০১। দ্য পাওয়ার অব্‌ পজিটিভ থিংকিং- নরম্যান ভিনসেন্ট পিল
০২। দ্য স্যাভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল- স্টিফেন আর. কোভি
০৩। দ্য এলকেমিষ্ট- পাওলো কোৱেলহো
০৪। তুমিও জিতবে - শিব খেরা
০৫। লা-তাহযানঃ হতাশ হবেন না- ড. আইদ আল কারণী
০৬।... continue reading

১৭৭৩

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

বাংলাদেশ মানে একটি জাতি

বাংলাদেশ মানে শুধু একটি দেশ নয়, 
বাংলাদেশ মানে সাড়ে সাত কোটি মানুষের স্বপ্নের বাস্তব রূপ। 
যে দেশের প্রতিটি ধূলিকণা ত্রিশলক্ষ শহীদের রক্তের বন্ধনে আবদ্ধ। 
যে দেশের বাতাশে উরে বেড়ায় মমতাময়ী মায়ের মমতার স্পর্শ 
যে দেশের ভার বহন করে বঙ্গ জননীর প্রতিটি সন্তান তার ভাইয়ের কাধে কাঁধ রেখে। 
বাংলাদেশ মানে শুধু একটি দেশ নয়, 
বাংলাদেশ মানে পুরো একটি জাতি, বাঙালী। continue reading

১৯১

রাজীব নূর খান

৭ বছর আগে লিখেছেন

খুন

ফ্রিজ খুলে দেখি আমার স্ত্রী'র গলা কাটা মাথাটা কে যেন সাজিয়ে রেখেছে।
বড় একটা তরমুজ দুই ভাগ করে কেটে ঠন্ডা করার জন্য আমি যেভাবে ফ্রিজে রাখি ঠিক সেইভাবে আমার স্ত্রী'র কাটা মাথাটা সেভাবে সাজিয়ে রাখা। কি সুন্দর শান্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে। হাসিমুখ। ঠোটের কোনায় যেন একটুকরো হাসি লেগে আছে। আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি ভুল দেখছি? হেলুসিনেশন হচ্ছে আমার! আমি মদ্যপান করি সপ্তাহে একদিন শুক্রবার। আজ তো রবিবার। স্ত্রী'র গলা কাটা মাথা কোলে নিয়ে আমার কি এখন কান্না কাটি করা উচিত। নাকি আত্মীয় স্বজন সবাইকে খবর দিব। অথবা কাটা মাথাটা নিয়ে হাসপাতালে গিয়ে ডাক্তারকে বলব- আমার... continue reading

২৪০

সাইয়িদ রফিকুল হক

৭ বছর আগে লিখেছেন

ছাব্বিশে মার্চ

ছাব্বিশে মার্চ
সাইয়িদ রফিকুল হক
 
ছাব্বিশে মার্চ বীর-বাঙালির উত্থান,
মানুষখেকো পাকিস্তানের চিরপ্রস্থান।
এই দিনটাতে জ্বলে ওঠে বীর-বাঙালি,
গর্জে ওঠে: শয়তান-সঙ্গে নাই মিতালি।
বারুদসম চেতনার রঙ হয়ে ওঠে উজ্জ্বল,
বীর-বাঙালি স্বাধীনতা রাখবেই রাখবে সমুজ্জ্বল।
বিশ্বের বুকে আছে যত বীর-বাঙালির সন্তান,
এসো সবাই মিলেমিশে ধ্বংস করি পাকিস্তান।
জঙ্গিবাদের শিকড় কেটে এসো ফলাই সোনা,
এই দেশটাতে জঙ্গি আছে হাতেগোনা!
ভয় কী তাই? এসো বন্ধু দলে-দলে,
জঙ্গি রুখবো একাত্তরের বীর-চেতনায় বাহুবলে।
বাংলার মাটি চিনে নিবে রাজাকারি জঙ্গি-শয়তান,
একাত্তরের বীর-চেতনায় সব হবে রে গোরস্থান।
ছাব্বিশে মার্চ ফিরে এলো বীর-চেতনায় সাহসে,
এসো বন্ধু যুদ্ধ করি—কাজ নাই আর আপসে।
 
 
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৬/০৩/২০১৭ continue reading

২৩৭

লিপু রহমান

৭ বছর আগে লিখেছেন

মুক্তিযুদ্ধের চেতনা

মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা কম বেশি জানলেও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে খুব একটা জানি না। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে- এমন কথা আমরা প্রায়ই শুনি। কেউ কেউ বুঝি কিন্তুই বেশির ভাগই বুঝি না। বুঝলেও বলতে পারি না কিংবা অন্যকে বোঝাতে পারি না। কথায় আছে সহজ বিষয়কে যায় না সহজে বোঝা। তাহলে প্রশ্ন এসে যায়- যা সহজে বোঝা যায় না তা সহজ হয় কিভাবে?তা হলো শুনতে শুনতে সহজ,কিন্তু তার অর্থ জানার চেষ্টা করা হয়নি। অনেকটা আজান শোনার মতো। প্রতিদিন শুনতে শুনতে তা সহজ মনে হয় কিন্তু তার অর্থ জানার জন্য কেউ চেষ্টা করেছে বলে মনে হয় না। মুক্তিযুদ্ধের চেতনা বিষয়টিও তেমনি সহজ... continue reading

২৮৩

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

ঘুম

ঘুম গুলো মোর হারিয়ে গেছে
মরছি তাকে খুঁজে।
চুপটি করে আছি শুয়ে
চোখ দুটিকে বুজে।
ঘুম গুলো সব আসবে ফিরে
এই বাসনা আছে,
ঘুম গুলো মোর হারিয়ে গেছে
ঘুম পরীদের কাছে।
ঘুম পরী কি আসবে ফিরে
চোখের পাতার নীড়ে?
আমার সকল স্বপ্নই এখন
ঘুম পরীকে জুড়ে।
ঘুম পরীর ঐ ডানায় চড়ে
দেখবো সকল রঙ
ঘুম হারিয়ে হটাৎ কখন
সাজবো হয়তো সঙ।
ঘুম গুলোকে হাতড়ে ফিরি
রাতের আঁধার ছাড়িয়ে,
আঁধার আবার আসবে ফিরে
দিনের আলো মাড়িয়ে। 
আমি নয়তো ঘুম কাতুরে
চেয়ে আছি তবুও ঘুমের পথে দাঁড়িয়ে।
continue reading

২৫৭

অদ্রি অপূর্ব

৭ বছর আগে লিখেছেন

এই মুহূর্তে

দিগভ্রান্ত পথিকের মতো এই মুহূর্তে
আমার এলোমেলো ভাবনাগুলো
এদিকে ওদিকে ছুটে চলছে উদ্দেশ্যহীন।
একান্তে বুকের গভীরে সমস্ত সুখ-দুঃখ,
কান্না-হাসি আর তোমার প্রতিচ্ছবি
জ্বলছে আর নিভছে জোনাকিদের মতো।
এ জীবনে সব পেয়েছি আমি, সব।
তবু একটা দীর্ঘশ্বাসই সব পাওয়া
মিথ্যে করে দেয় মুহূর্তেই;
আগলে রাখতে পারিনি তোমাকে।
আমার দেহের প্রতিটি শিরায় শিরায়,
প্রতিটি কোষে, সমস্ত অনুভূতিতে
মিশে থাকা তোমাকে হারিয়ে ফেলেছি।
এদিক থেকে বলা যায়, আমি সবই হারিয়েছি।
কিন্তু পাওয়া না পাওয়ার হিসাব নিকাষ
তুচ্ছ লাগছে এখন, এই মুহূর্তে।
মুহুর্মুহু উত্তেজনার স্রোত সব হারিয়ে
যাচ্ছে কোথায় যেন নিমিষেই।
খুবই হালকা লাগছে নিজেকে,
তুচ্ছ লাগছে জীবন, তুচ্ছ লাগছে সব।
মৃত্যুর আগ মুহূর্তে মানুষ যেমন আভাস পায়
আমিও তেমন আভাস পাচ্ছি... continue reading

২২২

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

আমাদের গাঁয়ে আছে

আমাদের গাঁয়ে আছে শাপলার বিল
যেখানে সকাল ভোরে
পাখিদের গান ধরে
সূর্যের আলোকণা করে ঝিলমিল
দূর থেকে চেয়ে হাসে আকাশের নীল।
আমাদের গাঁয়ে আছে সবুজের বান
যেখানে শ্যামল ছায়া
বিছিয়ে আদর মায়া
পথিকের ক্লান্তি করে অবসান
রাখালের বাঁশি সুরে জুড়ায় পরান।
আমাদের গাঁয়ে আছে জোছনার রাত
যেখানে জোনাক পাখি
দীপ জ্বেলে থাকি থাকি
লুকোচুরি খেলে খেলে আনে সুপ্রভাত
আমাদের গ্রাম যেনো রূপ-পারিজাত। continue reading

১৮৯
ব্লগের গতিশীল/ট্রেন্ডিং বিভাগসমূহ