Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অদ্রি অপূর্ব

৭ বছর আগে লিখেছেন

ইচ্ছেঘুড়ির শব্দজট

বন্দী রাতে একলা স্মৃতি দেয়াল জুড়ে করছে ভীড়,
অষ্টপ্রহর দৃষ্টি কাড়ে ফেলে আসা নষ্টনীড়।
একলা বাতাস, একলা সময় যাচ্ছে ছুঁয়ে শূন্য হাত -
একলা আমার নির্বাসনে ভুল সময়ের বৃষ্টিপাত।
ভুল বাগানে ভুল স্লোগানে করছি চলে তোমার খোঁজ,
ভুল জীবনের মধ্যরাতে স্বপ্নাহত হচ্ছি রোজ।
আহত ভোর, আহত মোর ইচ্ছেঘুড়ির শব্দজট -
আহত নদীর ঘোর জোয়ার ভাসায় দূর খেয়ালী তট।
খেয়ালি শোক, খেয়ালী চোখ অবাক হয়ে জ্বলছে খুব-
খেয়ালী মন মগ্ন হয়ে কায়া ভেঙ্গে দিচ্ছে ডুব।
ভাঙ্গছে কথা, ভাঙ্গছে ব্যথা, তীব্র বিষে হচ্ছি নীল -
ভাঙ্গছে আকাশ, দৃষ্টিসীমায় উড়ছে পুড়ে একলা চিল।
পুড়ছে সাগর, পুড়ছে হৃদয়, মৃত ঘড়ি দিচ্ছে ডাক -
পুড়ছে সকল অবহেলা, একটা জীবন ব্যর্থ থাক।
কষ্ট আঁকে নষ্ট জীবন, তুমুল আঘাত হানছে বাজ -
যাবজ্জীবন ভালো থাকার দন্ড দিলাম তোমায় আজ। continue reading
Likes Comments
০ Shares

অদ্রি অপূর্ব

৭ বছর আগে লিখেছেন

এই মুহূর্তে

দিগভ্রান্ত পথিকের মতো এই মুহূর্তে
আমার এলোমেলো ভাবনাগুলো
এদিকে ওদিকে ছুটে চলছে উদ্দেশ্যহীন।
একান্তে বুকের গভীরে সমস্ত সুখ-দুঃখ,
কান্না-হাসি আর তোমার প্রতিচ্ছবি
জ্বলছে আর নিভছে জোনাকিদের মতো।
এ জীবনে সব পেয়েছি আমি, সব।
তবু একটা দীর্ঘশ্বাসই সব পাওয়া
মিথ্যে করে দেয় মুহূর্তেই;
আগলে রাখতে পারিনি তোমাকে।
আমার দেহের প্রতিটি শিরায় শিরায়,
প্রতিটি কোষে, সমস্ত অনুভূতিতে
মিশে থাকা তোমাকে হারিয়ে ফেলেছি।
এদিক থেকে বলা যায়, আমি সবই হারিয়েছি।
কিন্তু পাওয়া না পাওয়ার হিসাব নিকাষ
তুচ্ছ লাগছে এখন, এই মুহূর্তে।
মুহুর্মুহু উত্তেজনার স্রোত সব হারিয়ে
যাচ্ছে কোথায় যেন নিমিষেই।
খুবই হালকা লাগছে নিজেকে,
তুচ্ছ লাগছে জীবন, তুচ্ছ লাগছে সব।
মৃত্যুর আগ মুহূর্তে মানুষ যেমন আভাস পায়
আমিও তেমন আভাস পাচ্ছি কিসের!
আভাস পাচ্ছি তোমার, আভাস পাচ্ছি প্রেমের,
আভাস পাচ্ছি ভালো লাগা দীর্ঘশ্বাসের। continue reading
Likes Comments
০ Shares

অদ্রি অপূর্ব

৭ বছর আগে লিখেছেন

একটা শব্দের খোঁজে

একটা শব্দের খোঁজেই কেটে যাচ্ছে দিনগুলো,
একটা শব্দের খোঁজেই যেন এ জীবনযাপন।
এতো গোলাপের লাশ, এতো ধ্বংসের শ্মশান
সব পেরিয়ে এগিয়ে চলেছি একটা শব্দের খোঁজে।
এ মন কখনো আনমনে খুঁজে যায়, কখনোবা বিষণ্ণতায়
একটা শব্দ খোঁজে তোমাকে বলবে বলে...
কখনো কখনো রক্তের উৎসব খেলে যায় বুকের উঠানে।
রক্তপাতের স্বপ্ন নিয়ে মারমুখো এক রুক্ষ যুবক
হয়ে উঠতে চায় মন, অস্ত্র তুলে নিতে হাত নিশপিশ করে।
প্রতিবাদী মন একটা বিপ্লব খোঁজে, একটা যুদ্ধ।
যুদ্ধ করে হলেও ছিনিয়ে আনবো নতুন একটা শব্দ।
ভুল স্বপ্নে বেড়ে ওঠা ভুল জীবনের কোনো শব্দ দিয়ে নয়,
ভিন্ন ভিন্ন জনের বিভিন্ন রকম ব্যবহারে বিকৃত কোনো শব্দ দিয়ে নয়,
নতুন একটা শব্দ দিয়ে তোমাকে বলবো বলে...
কেউ তো জানলো না কি ভীষণ ব্যথার বালুচর জেগে আছে
বুকের পাঁজর ঘেঁষে, অনুতপ্ত অন্ধকারের পাশে।
বেদনার ঘ্রাণ নিয়ে ব্যর্থতার আগুন হাতড়ে খুঁজেছি,
নিসর্গ অভিধান হাতে নিয়ে কতো রাত্রি খুঁজে বেড়িয়েছি,
খুঁজে বেরিয়েছি বিমূর্ত সব স্বপ্নের প্রতিটি ভাঁজে ভাঁজে।
ব্যার্থ বাসনার গান, গ্লানির পৃথিবী ঠেলে এগিয়ে চলেছি খোঁজে।
রোদে পোড়া জ্যোৎস্নায় ভিজে ভিজে কেটে গেলো একটা জীবন
শুধুমাত্র একটা শব্দের খোঁজে, নতজানু হয়ে তোমাকে বলবো বলে...
একটা শব্দের খোঁজেই কেটে গেলো একটা জীবন।
জীবন গিয়েছে জেনে কাটাতে গিয়ে এ জীবন তুমিহীন –
ভালোবাসা মিলনে মলিন হয়, বিচ্ছেদে অমলিন। continue reading
Likes Comments
০ Shares