Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Nokkhotro Banner

সাইয়িদ রফিকুল হক

৭ বছর আগে লিখেছেন

বিজয়ের মাসে রাজাকার হাসে

বিজয়ের মাসে রাজাকার হাসে
সাইয়িদ রফিকুল হক
 
বিজয়দিবস বাঙালি-জাতির জীবনে সর্বশ্রেষ্ঠ ঘটনা। প্রতিবছর দিনটি ঘুরেফিরে আমাদের দুয়ারে হাজির হয়। কিন্তু এই দেশের অনেকেই এর মূল্য কত তা আজও উপলব্ধি করতে শেখেনি। একটি জাতির ইতিহাসে বিজয়দিবসের মূল্য কতখানি তা আজও এই জাতি উপলব্ধি করতে পারেনি। অথচ, অনেকেই কৌশলগতকারণে মুখে-মুখে আজকাল দেশপ্রেমের ভান করে থাকে। আর আজকাল আমাদের সমাজে অনেক চিহ্নিত-দালালগোষ্ঠীর উত্তরাধিকারীরাও দেশপ্রেমের ভান করে জাতির সর্বনাশ ঘটাতে ব্যস্ত।
 
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। এই দিন বাঙালি-জাতি সামরিকজান্তাদের শয়তানরাষ্ট্র-পাকিস্তানকে কবর দিয়ে নিজের স্বাধীনভূমিপ্রতিষ্ঠা করেছিলো। আর এজন্য গোটা জাতিকে এর মূল্য হিসাবে দিতে হয়েছে ত্রিশলক্ষ প্রাণ। পৃথিবীর ইতিহাসে... continue reading

২৬২

কামাল উদ্দিন

৭ বছর আগে লিখেছেন

পাখি দেখার এইতো সময় (টাঙ্গুয়ার হাওর)

টাঙ্গুয়ার হাওর বা টাঙ্গুয়া হাওর, বাংলাদেশের বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান, প্রথমটি সুন্দরবন।
শীত মৌসুমে পানি শুকিয়ে কমে গেলে এখানকার প্রায় ২৪টি বিলের পাড় (স্থানীয় ভাষায় কান্দা) জেগে উঠলে শুধু কান্দা'র ভিতরের অংশেই আদি বিল থাকে, আর শুকিয়ে যাওয়া অংশে স্থানীয় কৃষকেরা রবিশস্য ও বোরো ধানের আবাদ করেন। এসময় এলাকাটি গোচারণভূমি হিসেবেও ব্যবহৃত হয়। বর্ষায় থৈ থৈ পানিতে নিমগ্ন হাওরের জেগে থাকা উঁচু কান্দাগুলোতে আশ্রয় নেয় পরিযায়ী... continue reading

৩৫৬

ইফ্ফাত রুপন

৭ বছর আগে লিখেছেন

ইন্দ্রাণী

আবহা। এই আবহা। উঠছিস না কেন? দেখ কত বেলা হয়েছে। এতক্ষণ ধরে ঘুমায় কেউ?
আবহা বেশ সুন্দর একটা স্বপ্ন দেখছিল।
স্বপ্নের পরিবেশগুলো সাধারণত ধূসর বর্ণের হয়। যার নিজস্ব কোন রং থাকে না, থাকে না কোন নিজস্ব অস্তিত্বও। কিন্তু আবহার কাছে সবসময় মনে হয় শুধুমাত্র তার স্বপ্নগুলোর মাঝেই নিজস্ব একটা স্বকীয়তা রয়েছে। কারণ একমাত্র তার এই স্বপ্নগুলোর মাধ্যমেই সে মাঝে মাঝে তার অতীতের জীবনটাতে ফিরে যেতে পারে। ফিরে যেতে পারে তার সেই জগতে যেখানে শুধু সে ছিল, তার স্বপ্ন ছিল আর সেই স্বপ্নের সাথে মিশে ছিল...
আবহা। উঠ তো মা। আর কতো ঘুমাবি?
আবহা উঠে বসলো। স্বপ্নটা তার... continue reading

৪২৭

ফাইছুল আলম নাছিম

৭ বছর আগে লিখেছেন

লেবাস

আমি তোমাদের মাঝে বস বাসকারী ভদ্রতম এক চরিত্র। 
আমার দ্বারাই হচ্ছে ক্ষতি তোমার,তোমাদের 
যা তোমাদের কল্পনাতীত,ভাবান্তরেও আসেনি। 
হয়তো আমার দ্বারায় অপদস্থ হচ্ছে, 
তোমাদেরই বৃদ্ধ মা-বাবা। 
হয়তো আমার কামোনার দৃষ্টিতে ধর্ষিত হচ্ছে, 
তোমাদেরই বউ বোন। 
হয়তো আমার লালসার বলী 
তোমাদেরই কোন না বালেগ সন্তান। 
হয়তো আমার দ্বারায় নিগৃহীত হচ্ছে 
তোমাদেরই ভাই কিংবা কোন আত্মীয়। 
হয়তো আমার দ্বারায় সংঘটিত হচ্ছে 
এমন কোন অসামাজিক কার্যকলাপ। 
যা তোমার ও তোমাদের অনাগত ভবিষ্যৎ এর জন্য 
অসামাজিক পথভ্রষ্ট হতে সহায়ক। 
কিন্তু আমার প্রতি তোমাদের বিন্দু মাত্র অবিশ্বাস নেই, 
নেই কোন সন্দেহ। 
আমার তো তোমাদেরই মাঝে বসবাস, 
কিন্তু আমার মুখের উপর লেপ্টে আছে ভদ্রতার লেবাস। 
আর চিনবেই বা কি করে বলো? continue reading

২৩৯

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

আন্ধার

আন্ধার 
আন্ধারে খেই হারিয়ে, নিরবে, নিঃশব্দে, নৈবদ্যের রেখা টেনে 
কত যে রাত্রি ফুরায়? 
আন্ধারে ছায়া তারে বিদ্রুপ করে না, মুখোশের আঁড়ালে, মানুষ 
কত যে ছায়াবাজি ধান্ধায় মাতে? 
পথে আন্ধার পথ চেনা দায়, ঢেড় আন্দাজ, তবুও প্রলাপ ছোটে 
কত নিঃশ্বাসে প্রাণ বাঁচে? 
যাপিত কাল সে তো মাঝ রাতে, কালো আন্ধার, কৃঞ্চ কালো 
আর কত কাল পরে আঁধার ঘুচবে? 
ক্ষুধার শরীরে, আন্ধার নামে, নেতিয়ে পরে, নিঃসার ক্ষয়িঞ্চুকাল 
কত শত নিঃসার হলে আন্ধার মুছবে? 
আন্ধার পালকে, অবক্ষয়ের ঝালর, ডুবছে আঁধারে, নৈতিকতা 
বিচূর্ণ আন্ধার ফুড়ে কবে জ্বলবে মশাল? 
১৪২৩/১০ কান্তিক/হেমন্তকাল। continue reading

২৮৩

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

শতাব্দী পুরোনো দুশমন

নিঃশব্দ আমার চিরসঙ্গী
আমার কৈশোর থেকে বেছে নিয়েছি তাকে
সামাজিকতা আমার জন্যে মহা অভিশাপ।
রাতের আঁধারে অভিমানী পাতারা নিভৃতে খসে পরে
সমুদ্রের ঊর্মিমালা একের পর এক বিশাল ফণা ধরে
নিজের ভেতর জমে থাকা প্রলয়ঙ্করী আর্তনাদে
মাঝেমাঝে বৃষ্টিরা কাঁদে
কিন্তু সূর্যের আলো সবকিছুতে বাঁধ সাধে
দিবসজননী আর হেসো না
আমি তোমার শৃঙ্খল ভাঙবোই
তুমি যে আমার শতাব্দী পুরোনো দুশমন। continue reading

১৮৫

সাইয়িদ রফিকুল হক

৭ বছর আগে লিখেছেন

আজকে খুশির ঈদ


আজকে খুশির ঈদ
সাইয়িদ রফিকুল হক
সারা জাহান আজকে দেখি 
হাসছে খুশির জোশে,
নুরের নবী ধরাধামে
এলেন যে এই দিবসে।
ফুলে-ফুলে উড়ছে ভ্রমর
গাইছে মধুর গান,
আজকে যেন খুশির ঈদ
দেখছে সারা জাহান।
সবার মনে খুশির জোয়ার
আজকে নবীর জন্মদিন,
মুমীন হলে তোমার মুখটি 
হয় না যেন মলিন।
নবীজীর এই মিলাদ দেখে
হয় না যারা খুশি,
এই দুনিয়ায় পশু তারা
খাবে লোকের ঘুষি।
বিশ্বজুড়ে খুশির জোয়ার
হাসছে মুমীন-দল,
এমন দিনে নবীপ্রেমে
পাবে বিরাট ফল।
আয়রে সবাই আজকে করি
মনের সুখে ঈদ,
নবীর প্রেমে পাগল হয়ে 
ভাঙ্গরে সবার নিদ।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২ই রবিউল আউয়াল, ১৪৩৮ হিজরী।
১৩/১২/২০১৬
continue reading

২১৬

শাহআজিজ

৭ বছর আগে লিখেছেন

ঘন্টা এবং মিনিট কেন ষাট ভাগে বিভক্ত?

আজকের পৃথিবীতে বহুল ব্যবহৃত সংখ্যাগত পদ্ধতিটি হচ্ছে দশমিক (ভিত্তি ১০ এ)। মানুষের হাতের দশটি আঙ্গুল ব্যবহার করে গণনা করা যায় বলেই বোধহয় এই দশভিত্তিক পদ্ধতি চালু হয়েছে। তবে মানব সভ্যতাগুলো বিভিন্ন ধরনের সংখ্যাগত পদ্ধতি যেমন, দ্বাদশমিক (ভিত্তি ১২ তে) এবং ষষ্ঠিক (৬০ এর ভিত্তিতে) ব্যবহার করে প্রথমে দিনকে ক্ষুদ্রতম অংশে বিভক্ত করতে শুরু করে।
সূর্যঘড়ি ব্যবহারের মিশরীয় দলিল খুঁজে পাওয়ার কারণে অধিকাংশ ঐতিহাসিকগণ প্রথম সভ্যতা হিসেবে দিনকে বিভিন্ন ক্ষুদ্রতম অংশে বিভক্ত করার কৃতিত্ব তাঁদের দিয়ে থাকেন। প্রথম সূর্যঘড়িটি ছিল শুধুমাত্র একটি খুঁটি, যা মাটিতে পোতা থাকতো এবং সূর্য থেকে আগত আলো খুঁটিতে আপতিত হয়ে যে ছায়ার সৃষ্টি করতো সেটাই... continue reading

২৩৭

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

সময়ের দাবি

সময়ের দাবি 
সময়ের দাবি, কি করে মিঠবে? 
এ যে হাতছাড়া, দিগন্ত খোলা, তেপান্তরের মাঠ 
উম্মক্ত রাত্রি দিন; যার যা যেমন, 
তারই কাছে সর্ম্পিত। 
তবু তার দাবি, কি ন্যায় সঙ্গত? 
না চাইতে যা পাওয়া যায়, তার মূল্য কে বা যাচে? 
কি মানদন্ডে? সে চাইছে তার পাওনা 
তার যে আঁজলা ভরা জল ফুরায় না। 
মেঘ বৃষ্টি ঝরে নিঃস্ব হয়, 
হাওয়া তার পথে, উজান ভাটিতে থেমে যায় 
ফের চলে নতুন দিশায়; কখনও উত্তাল 
কখনও মিহি দানা ময়, প্রশান্তির প্রণয় বয়। 
কিন্ত ও যে, উচ্ছন্নে উচ্ছ্বল বর্ণা? 
প্রাণীকূলে নিঃস্বার প্রণদায়ী, বিলিয়ে 
মিলিয়ে দেয় কালে কালে; ও তো থেমে যায় না কখনও 
ও তার মতো নিরবে কালক্রমে সদাতৎপর। 
১৪২৩/১১, কার্তিক/... continue reading

২৬৭

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

মিথ্যের প্রলেপে ভালবাসা গড়তে যেও না

মিথ্যের প্রলেপে আর যাই করো
ভালবাসা গড়তে যেও না বন্ধুু
মিথ্যের জৌলুস যতই সুকৌশলী
আর চমকপ্রদ হোক না কেন
নিজ থেকেই একদিন উন্মোচিত হবে
মরীচিকারর মায়া কখনো চিরস্থায়ী হয় না
সত্যের মাঝে হয়তো মন ভোলানো রস নেই
নেই কোন চোখ ধাঁধানো আড়ম্বরতা
কিন্তু সত্যের সরলতার মাঝে আছে
অসাধারণ এক অলৌকিক মহাশক্তি
যার জন্যে পৃথিবী আজো
মহিমান্বিত শত সহস্র বছর ধরে সত্যব্রত সাধনায়
মিথ্যের কারুকাজ যতই সুনিপুণ হোক
দিনশেষে সত্যের জয় সুনিশ্চিত এবং অবশ্যম্ভাবী।
ক্ষণিকের মায়াজালে জড়িয়ে
নিজের অস্তিত্বকে অস্বীকার করো না
আমিত্বকে বিসর্জন দাও, অস্তিত্বকে নয়
যে নিজকে ভুলে যায়
সে আর যাই হোক সঠিক হতে পারে না
বাস্তবতা বড়ই বিধুর, মেনে নেয়া কঠিনও বটে
চড়াই-উৎরাই... continue reading

২১২

মামুন

৭ বছর আগে লিখেছেন

তারা গুনি আকাশে আকাশে

বন্ধুরা! কেমন আছিস সবাই?
এখনো কি ক্ষ্যাপা চত্বরে আড্ডা দিস
শহীদুলের চা'র দোকানে
নেড়ে শফিক কি সেই আগের মতই উচ্ছল-
ছল ছল নদীর মত এখনো কি বয়ে চলে সে
হৃদয় থেকে হৃদয়ে..সারাটাক্ষণ?
আকাশের বিদেশ যাবার কি হলো
জানাস তো
পপির সাথে ওর কি এখনো যুদ্ধ চলে
সম্পর্কটা কি টিকে আছে  ওদের?
বাতেন স্যার এখন কেমন আছেন রে
আগের মতন এখনো কি কবিতা লেখেন?
একটা বই বের করতে চেয়েছিলেন..
আচ্ছা বলতো, আমরা এতগুলি ছাত্র থাকতে
স্যারের এই ইচ্ছেটা পূর্ণ হল না কেন?
তোরা না জানালে ও
খবর রেখেছিলাম আমি.. একজন ফোনে জানিয়েছিল আমায়
সেই রাতে স্যারের মৃত্যু সংবাদ পেয়ে অনেক কেঁদেছিলাম!
আমাদের মত এমন কুলাংগার ছাত্র স্যার রেখে... continue reading

৩১৩

লিপু রহমান

৭ বছর আগে লিখেছেন

বিজয় দিবস

বিজয় দিবস। নয় মাসের যুদ্ধ শেষে  স্বাধীন বাংলাদেশের আকাশে বিজয়ের রঙ ছড়িয়ে পড়ে। বাঙালির হাজার বছরের গ্লানি মোচনের দিন এই ১৬ই ডিসেম্বর | জাতির মুক্তির দিন। এই দিনে বাঙালি জাতি পায় লাল-সবুজের পতাকা,জাতীয় সংগীত ও মানচিত্র। এই দিনে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় 'স্বাধীন বাংলাদেশ’ নামে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ১৯৭১ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আহবানে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের বিজয়। তাই তো দিনটি জাতির কাছে অবারিত রঙিন আকাশ ছোঁয়ার দিন।
   
কোন গোষ্ঠি পরাধীন থাকলে সে গোষ্ঠি মরিয়া হয়ে ওঠে স্বাধীনতার জন্য। কোন গোষ্ঠি বেঁচে থাকার মৌলিক শর্তই হলো স্বাধীনতা| আর... continue reading

৩১৮

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

অতঃপর চাওয়া

অতঃপর চাওয়া 
চাওয়ার না কি লাগাম ধরতে হয় টেনে? 
চাওয়ার আবার লাগাম, ঘোড়ামুখো ব্যাপার 
জানি ঘোড়ার লাগাম ধরতে হয়; না হলে পোষ মানানো 
বেশ কঠিন সাধ্য বিষয়। 
চাওয়া টাও তাই বটে, 
বন্য ঘোড়ার মতো অরুদ্ধ স্বাধীনতায় ছুটে 
চাইতে পার যত খুশি! খোলা আকাশটা জুড়ে,অসীম সীমায় 
যত চাও, শঙ্খচিলের পথে উড়ে উড়ে যাও। 
লাগাম টানতে হবে কেন? 
ও কি পথ ভুলানো মরীচিকা? বালিয়াড়িতে সর্বনাশ ঘটায় 
যত্রতত্র সুপিয় জল পানে; তৃঞ্চায় মৃত্যু, টুটি চেপে ধরে 
চাওয়ার অহমিকা, না জানি কোন ইতিহাস আঁকে? 
এমনি ইতিহাস চাই না, 
মৃত্তিকা চেয়েছে, এই কার্ত্তিকে শিশিরের ছোঁয়া 
আর শিশির চাইছে, শরীরে তার গন্ধ ভাসুক সোদা মাটির 
চাইতে চাওয়ার প্রণয় মিলে স্বপ্ন বাঁচুক। 
১৪২৩/১২, কার্ত্তিক/... continue reading

২৪০

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

যন্ত্রণার গোলাপ

তার ছবি আর মনে ভাসে না
মেঘ হয়ে উড়ে গেছে কোন অচেনা শহরে
ফাগুনের মৌনতায় লুকিয়ে
বসন্তের আগমনে প্রাপ্তি আমার
একরাশ নিঃশব্দ যন্ত্রণার গোলাপ
অভিশপ্ত হলুদে ছেয়ে আছে দুচোখের পরিসীমা ।
সে বেশ সুখেই আছে
প্রজাপতির স্বপ্নে বিভোর হয়ে
উদ্যানে উদ্যানে রচনা করে নিমগ্ন উল্লাস
দাঁড়কাকের সখ্যভাব তার ভালো লাগে প্রচন্ড
আমি তো কোকিলশাবক
অবরুদ্ধতার নষ্টামি বরদাশত্ হয় না আমার
বিচ্ছেদের কাতারে তাই নাম লেখাই স্বেচ্ছায়।
উড়োচিঠি বলে যায় সাঁঝের বাসরে,
অবিরাম খুশির জোয়ারে
নতুন বসন্তের উদয়লগ্নে তার জীবনপ্রভাত
আমিও তাকে বাসন্তী দেবো দুহাতের হলুদে
নিষ্পাপ ভালবাসাকে গলা টিপে হত্যা করে। continue reading

২০৫

শহীদুল ইসলাম প্রামানিক

৭ বছর আগে লিখেছেন

নামের উল্টো

শহীদুল ইসলাম প্রামানিক
ধন মিয়ারা ভাত পায় না
ফকির মিয়ার দালান
সওদাগরের নাইরে টাকা
ভিক্ষু মিয়ার চালান।
কাঙাল মিয়া বাঙাল বটে
কোটি টাকার মালিক
ভুঁইয়া গোষ্ঠির নাইরে জমি
বেচে চড়ুই, শালিক।
রাজা মিয়া গাঁজা বেচে
বাদশা মিয়া মুঠে
সম্রাট হলো কুলি মুজুর
খাদ্য নাহি জুটে।
জজ মিয়ারা সন্ত্রাস করে
উকিল মিয়া চোর
ফ্যালানীরা ঘুমায় খাটে
রানীর ভাঙা দোর।
ইজ্জত আলী বেইজ্জত হয়
ভোম্বল মিয়া চতুর
আক্কেল আলীর বেক্কেল স্বভাব
লক্ষী রানী ফতুর।
ভোলা মিয়া ভুল করে না
পাগলা কানাই ভালো
কালা মিয়ার লাল চেহারা
লালটু মিয়া... continue reading

৩৩৬
ব্লগের গতিশীল/ট্রেন্ডিং বিভাগসমূহ