Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তারা গুনি আকাশে আকাশে

বন্ধুরা! কেমন আছিস সবাই?
এখনো কি ক্ষ্যাপা চত্বরে আড্ডা দিস
শহীদুলের চা'র দোকানে
নেড়ে শফিক কি সেই আগের মতই উচ্ছল-
ছল ছল নদীর মত এখনো কি বয়ে চলে সে
হৃদয় থেকে হৃদয়ে..সারাটাক্ষণ?

আকাশের বিদেশ যাবার কি হলো
জানাস তো
পপির সাথে ওর কি এখনো যুদ্ধ চলে
সম্পর্কটা কি টিকে আছে  ওদের?

বাতেন স্যার এখন কেমন আছেন রে
আগের মতন এখনো কি কবিতা লেখেন?
একটা বই বের করতে চেয়েছিলেন..

আচ্ছা বলতো, আমরা এতগুলি ছাত্র থাকতে
স্যারের এই ইচ্ছেটা পূর্ণ হল না কেন?
তোরা না জানালে ও
খবর রেখেছিলাম আমি.. একজন ফোনে জানিয়েছিল আমায়
সেই রাতে স্যারের মৃত্যু সংবাদ পেয়ে অনেক কেঁদেছিলাম!

আমাদের মত এমন কুলাংগার ছাত্র স্যার রেখে গেলেন কেন বলতে পারিস?

সেই হোটেল আল সালাদিয়া'র কথা মনে পড়ে
গলার কাছে কিছু একটা আটকে আসে আমার
ওটার ভেংগে পড়ার আর কত দেরী জানাস তো।
অনেক স্মৃতি আছে আমাদের ওটাকে ঘিরে
ওর ভগ্নপ্রায় প্রতিটি ইটের বুকে জমে থাকা
আমাদের বেকার জীবনের কষ্টকর মুহুর্তগুলিকে
ছুঁয়ে আসতে ইচ্ছে করে এখনো!
আমাদের কষ্টগুলি মুখ থুবরে পড়ত ওর বুকে
আমাদের আশ্রয় দিয়েছিল ভবনটি পরম মমতায়।
তোরা কি কখনও কখনও যাস ওখানে
আড্ডা জমাস এখনো!
এখনও কি সেই আগের মত.. সব চলে?

আমাদের ইরফান গার্মেন্টস মালিক হয়েছে শুনেছিস বোধহয়
একবার বিপদে পড়ে গিয়েছিলাম চাকরি চাইতে
আমাকে সমাদর করেছিল বেশ
লাল চা খাইয়ে অনেক কথা বার্তা ও বলেছিল।
ওদের পিওন ছেলেটা অসাধারণ চা বানায়!

চাকরিটা হয় নাই আমার
সিভিটা হয়ত পড়েছিল ওর ওয়েস্টবিনের তলায় অবহেলায়..
কণার সাথে সম্পর্কটা ও তাই পোক্ত হলনা আর।

খালেককে শেষবার দেখেছিলাম বাজারের ফুটপাথে
ওর সব্জির  দোকানে সে বসে আছে
দাড়ি রেখেছে তাই প্রথমটায় চিনতে পারিনি আমি-
শেষে যখন হাসল
চিনলাম আমি তাকে
ঐ হাসি কি ভুলা যায়?

এই, তোরা কি এখনও প্রাণ খুলে হাসিস!
আমি পারি না..
আমার আকাশ জুড়ে এখন বেদনার নীল
তীব্র ইলেক্ট্রিক ব্লু আমার চারপাশে..

কাছের মানুষেরা সবাই চাদা তুলে এই দূর পরবাসে পাঠিয়েছে আমায়
শেষ সময়ে আমাকে বাঁচিয়ে রাখতে কত মরীয়া তারা এখন!
অথচ সবাই মিলে সম্পর্কের সূচনাতে যদি একটু আধটু করত..

আচ্ছা বলতে পারিস
সম্পর্কগুলি কেন এভাবে দু:স্বপ্ন মাঝে বিলীন হয়ে আবারো কাছে আসতে চায়?

আমার বেড জুড়ে নি:সীম নি:সংগতায় ছুঁয়ে থাকি আমি একা
ভুল বললাম, একা নই-
আমি আর আমার দেহে বাসা বানানো সেই ব্যাধি একসাথে পাশাপাশি
শেষ কথা বলে দিয়েছেন বিশেষজ্ঞরা..

জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমার পরিচিত আকাশ দেখতে পাই না
এখানে মানুষগুলি ও বড্ড অপরিচিত
কিছু-ই বুঝে আসে না আমার
আমি আমার দেশের একচিলতে আকাশ দেখতে চাই
মার্কেটের ছাদের আড্ডার ঘনিষ্ট মুহুর্তগুলি উপভোগ করতে চাই!

স্কুল মাঠে পড়ন্ত বিকেলে শওকত ভাইয়ের সাথে
এক ইটে ফুটবল খেলতে চাই
কলোনীর পানির ট্যাংকের নিচে বসে থাকা
কিংবা শ্মশান ঘাটে মধ্যরাতে গোল হয়ে বসে থাকার মুহুর্তগুলি এখনো ডাকে আমায়!

আমি আসতে চাই
ফিরতে গিয়েও পদে পদে বাধা পাই
সময়ের বড্ড অভাব এখন
তাই চাইলে ও ফিরতে পারিনা আমি

আমার সময় কম
তাই আসতে পারলাম না আমি
একসাথে থাকিস সবাই
বন্ধুরা.. ভাল থাকিস
মনে রাখিস!!


০ Likes ০ Comments ০ Share ৩১৩ Views

Comments (0)

  • - মেঘ আবির

    emoticonsপুরোপুরি বোধগম্য এবং মাধুর্যমন্ডিত নয় ৷ আশাকরি পরেরটা ভালো হবে

    - টি.আই.সরকার (তৌহিদ)

    ভবিষ্যতে সংশোধনের মাধ্যমে আরো ভালো কিছু লিখার চেষ্টা থাকবে । অকপটে মতামত প্রকাশের জন্য ধন্যবাদ । ভবিষ্যতেও এমন গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছি ।

    - এই মেঘ এই রোদ্দুর

    ভোটাইলাম

    • - টি.আই.সরকার (তৌহিদ)

      অনেক ধন্যবাদ আপু । সাথে শুভকামনা ও ভালবাসা ।

    Load more comments...