Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সাহিত্য" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

সব মিথ্যা আধুলিতে সাজানো

সব মিথ্যা আধুলিতে সাজানো 
সব মিথ্যা আধুলিতে সাজানো 
ধুলিসম প্রদাহ; জল ছুঁয়ে মৃত্তিকা অঙ্গে মেখে 
অসভ্য ভরন অরন্যজুড়ে। 
সেই তো সত্য ছিল! 
সভ্যতার মুখোশে; বার বার হন্তরকের ভূষণে 
ধ্বংস বিদ্রুপ আঁকে কালের গায়। 
যুগে যুগে লোনা ধরা খলসে 
খসে পরে সভ্যতা; বাতাসে বিষন্নতা ভাসে 
মেঘেদের শরীরে এখন জলের খরা। 
ভালোবাসার বুনুনে এখন 
জীবনের শর্ত আঁকে; মিথ্যা বাসনার কীট কুরে কুরে খায় 
সভ্যতার বর্ণীল সাজানো বৈভব। 
১৪২৩/১৮, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল। continue reading

৩৩২

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

ছায়া সখী আমারই

ছায়া সখী আমারই 
পুরাতন সেতো ঝরা পাতা 
শীর্ণ মলিনতা; 
তারে আর কে মনে রাখে বল? 
অথচ সে যে ছিল মহীরুহ! 
বটবৃক্ষের মতো মাথার উপরে ছায়া 
সেই ছায়ায় যে কিশোর যৌবণ 
ফেলে আসা; স্মৃতি ভরা ঝোলা 
নিঃষ্ফল ভালোবাসা। 
সেই ছায়ার আদলে আমারও বাঁচি 
ঐ একই ছায়া মেলে ধরি, 
পরম্পরা প্র-পিতামহ এঁকে ছিল যে 
সেই একই ছায়ার তিলক! 
মুছে না কখনও 
শুধু শরীর ছুঁয়ে চলে আপাদমস্তক জুড়ে 
সে যে নিবিড় বন্ধন; ছায়া আব্ররু ঘিরে 
ছায়া সখী আমারই। 
১৪২৩/১৬, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল। continue reading

২৯৪

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

জোনাক পোড়া আগুন জ্বলে বুকের মধ্যখানে

জোনাক পোড়া আগুন জ্বলে বুকের মধ্যখানে 
সব কিছুতে শর্তজুড়ে 
শর্ত ভূবন জোড়া; দিন রাত্রির কাব্যকথা 
কালের গায়ে বিদ্রুপ ঝুলে। 
আজ কেন যে বইল বাতাস? 
আকাশ চেয়ে হাসে; এদিক ওদিক মেঘ ছুটে যায় 
দিগন্তে ঐ স্বপ্ন আঁকে। 
বেশ তো রং ছড়াল সাঁঝ লালিমা 
দিনের প্রত্যয় বুকে; স্বপ্নগুলে রাত ভেসে যায় 
ভালোবাসা শুদ্ধ স্নানে জোছনা হেসে উঠে। 
পাখির উড়াল পথে আকাশ নিলে 
শঙ্খচিলের পথের বাঁকে; খেই হারিয়ে একটু এঁকে বেঁকে 
জোনাক পোড়া আগুন জ্বলে বুকের মধ্যখানে। 
১৪২৩/১৫, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল। continue reading

২৭৮

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

কথা ছিল বলে

কথা ছিল বলে 
কথা ছিল বলে, 
আজ বৃষ্টি এসেছে। 
উপবাসী নদীর বুকে ছিল ক্ষত; 
ওম ছাড়া কি চলে? 
উতল মেঘের আমন্ত্রণে। 
মেঘেরদের 
আধখোলা জানলায় 
ফিরে এসেছিল সেই 
খুব চেনা মুখ; 
উঠান ভিজে থৈবচ 
কাক ভেজা দুপুর 
নন্দন মৃত্তিকা ভিজে সারা 
কুস্তরী ঘ্রাণ ভেসে আসে 
মেঘমল্লার ওপার হতে 
কৃঞ্চচুড়া টইটুম্বর জলে ভিজে 
মাকড়ষা তার ভেজা জাল বুনে। 
১৪২৩/১৪,জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল। continue reading

৩১৩

কল্পদেহী সুমন

৭ বছর আগে লিখেছেন

ইতুর বিয়ে

 
কেউ জানেনা ইমনের মনে ও শরীরের উপর দিয়ে যে কতোটাই ঝড় বয়ে যাচ্ছে। কারণ ইমনের পরিবারের কেউ তো জানেইনা ইমন, ইতু নামে কোন মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। যদি সব জানতো তাহলে হয়তো এমন অবস্থায় তাকে পড়তেও হতোনা। একটা সুষ্ঠু সমাধান নিশ্চয়ই হয়ে যেত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ইমন কিছু জানানোর সুযোগটিও পেলনা। এর আগেই তার সব আশা-আকাঙ্ক্ষা ধূলোয় মিশে গেল। কত পরিকল্পনা ছিলো তার, কত সুন্দর একটা চিন্তা-ভাবনা ছিলো তার। কিন্তু সমাজের ঐ অসঙ্গতি আজ তাদের সব পরিকল্পনা, চিন্তা-ভাবনা, স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। মানুষ কেন শান্তি বুঝেনা, কেন তারা সুন্দর কোন কিছুকে টিকিয়ে রাখতে চায়না? কেন... continue reading

৪০৮

লুৎফুর রহমান পাশা

৭ বছর আগে লিখেছেন

বই আলোচনাঃ আবু ওসমানের নিজস্ব ভুল – লেখক পলাশ মাহবুব

ওসমান সাহেব ভুল করে ফেলেছেন। একজন অযোগ্য ছাত্রকে প্রশ্নপত্র সরবরাহ করে ডাক্তার হওয়া সুযোগ করে দিয়েছেন। যখন ভুল ভেঙ্গেছে ততদিনে অনেক দেরী হয়ে গেছে। তিনি এখন সেই ডাক্তারের ছুরির নিচে অপারেশনের টেবিলে কাতরাচ্ছেন। ভাবছেন ভুল ডাক্তারের কাটাকুটির চাইতে মরে যাওয়া ভাল। ভুলটা উনার একান্তই নিজের। এর সাক্ষীও একমাত্র তিনি নিজেই। সেই সুত্রে এটাকে আবু ওসমানের নিজস্ব ভুলই বলা যায়। বয়ানটা বেশ শক্তিশালী।
এভাবেই সমকালীন বিষয়, সমকালীন অংসঙ্গতি নিয়ে চারিপাশে চেনা মানুষের গল্প রম্য আর তীর্যক ভাবে তুলে এনেছেন সময়ের আলোচিত কথাসাহিত্যিক পলাশ মাহবুব। ২০১৬ সালের বইমেলায় প্রকাশিত বইয়ের নাম আবু ওসমানের নিজস্ব ভুল। অন্য প্রকাশ থেকে প্রকাশিত রম্য গল্পের... continue reading

৪৩৭

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

সেই তো ফিরলে

সেই তো ফিরলে
সেই তো ফিরলে,
মধ্যদুপুরে! শরীর যখন 
তারই ছায়া জড়িয়ে;
আবরু ঢাকার প্রত্যয়ে দিক বিদিক ছুটছে।
যখন সাঁঝ গড়িয়ে,
মধ্যরাত! পূর্ণিমা স্নানে
আবেশ ভরা নিদ্রায় জোছনা বিবর
আলস্য ভরা চোখদুটো কসলাতে আড়মোরা ভাঙ্গে।
মেঘেদের ভোজবাজি,
বুকভরা জল! বৃস্টি তার
নির্ঝর গীত গায়;
আমলকি বনে বিদ্রুপ নেশার অম্ল ঘ্রাণ।
বেশ তো ছিল সব,
একটুখানি ঝড়! আচানক তান্ডব
নিমেষই সব তছনছ করে দিল তবুও
ফলদি জমিনে জলভরা মেঘেদের ভাসান স্বপ্নভেলা।
১৪২৩/১২, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।
continue reading

৩০৬

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

নতুন ঠিকানার হাতছানি

বাতাসঝড়ের কবলে পড়ে উথালপাথাল হৃদয়
বালুকণা হয়ে উড়ে উড়ে ঠিকানাহীন শহরে
নতুন কোন কিশোরীবালার সন্ধান চায়
অযাচিত প্রলয়তাণ্ডবের মহাধ্বস এড়াতে।
সেতারার সুদূরবাহী নীলচে আলো ছুঁয়ে
অলিগলির মোড়ে মোড়ে জমে আছে স্বপ্ন অঢেল
টপটপ করে বেয়ে পড়ে ঘামের করতোয়া বুকে
সেই স্বপ্নগুলি চুরি করবার আনাড়ি নেশায়
নতুন ঠিকানার হাতছানি দুচোখের দুয়োরে। continue reading

৩১৪

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

শিশিরের জল

শীতে কাবু সারা দেশ
হিমহিম পরিবেশ
চারদিকে ছেয়ে থাকে
কুয়াশার দল
ঘাস থেকে ঝরে পড়ে
শিশিরের জল। continue reading

২৮৩

কল্পদেহী সুমন

৭ বছর আগে লিখেছেন

পাণ্ডুলিপি আহ্বান


এখন পর্যন্ত বাংলার কবিতা প্রকাশন-Banglar Kobita Prokashon থেকে প্রকাশিত বইগুলোর মাঝে একটি বইও যিনি দেখেছেন তিনি জানেন মানের বিষয়ে ছাড় দিতে বাংলার কবিতা প্রকাশন খুব বেশিই কৃপণ!
আর সেরা কাজ মানেই তো বাংলার কবিতা! সারাবছর বই করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। যোগাযোগ করতে পারেন যেকোনো সময়। এছাড়া আগামী একুশে বইমেলায় যারা একক কিংবা যৌথ বই করার কথা ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন এখনই। কারণ ভালো কাজ করতে হলে কিছুটা সময় বেশি লাগবেই।
দেশের সেরা কাগজে, ঝকঝকে ছাপায়, উন্নতমানের বাঁধাইয়ে, নির্ভুল সম্পাদনায় সার্বিকভাবে দেশসেরা মানের একটি বই যারা করতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করুন
মুঠোফোনঃ ০১৯৭৭... continue reading

৩৭৯