Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সাহিত্য" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

চারু মান্নান

৮ বছর আগে লিখেছেন

এখনো তো বেশ আছি

এখনো তো বেশ আছি
এখনো তো বেঁচে আছি,
যায়নি তো গুরিয়ে ঘর বাড়ি?
হইনি তো ইউরোপের পথে নিঃস্ব সরনার্থি?
কেউ বা জলে ডুবে,
কেউ বা অনাহারি; ক্ষুধায় শীর্ণ ক্লিষ্ট
এ যে এক জীবন যুদ্ধ! যে যুদ্ধে
জীবন ক্ষয়ের ঘনঘোর
শুধু বেঁচে থাকা জন্য বাঁচা মরার লড়াই।
নিজ ভূমি হারা কত লক্ষ জন?
বাঁচলে জীবন মিরাকেল, মরলে নুন জলে গলে যায়
শূকনের শান্ত থাবায় বিভৎস চিৎকারে
শূণ্য ভিটায় ধ্বংস চিহ্ন পরে রয়
মায়ের ওম দেয়া আঁতুর ঘর!
যে ঘরে ছিল,
শুধু মায়ের হাতের ছোঁয়ায় যত্ন আত্তি।
প্রতি দিনের এমনি বিভৎস, খবর, ছবি দেখে দেখে
মানুষ তো! একটু হা পিত্তেস করে, আর একটু হলে
গড়িয়ে... continue reading

২৬৬

চারু মান্নান

৮ বছর আগে লিখেছেন

যত মিথষ্ক্রিয়া!

যত মিথষ্ক্রিয়া!
তুমিতে আমাতে
যত মিথষ্ক্রিয়া!
গুহা গাত্রে;
ছাপ আঁকা যুগ যুগ ধরে।
এ যে মায়ার সুতা,
নানা রং এ ছুটিয়া বেড়ায়
জড়িয়ে পরে অহরহ
প্রেম বিরহ গলদ ঘর্মে
নিঃশ্বাস টুটিতে চেঁপে বসে।
থেমে থেমে চৈত্রের
ছেড়া বাতাস উচাটন দ্যাখো;
ঝির ঝিরে সাঁঝে
নাটাই হাতে উড়ছে ঘুড়ি
রং ধরা সেই মায়ার সুতা।
আমাতে তোমাতে
কত বঞ্চনার স্মৃতি আঁটে
কাঙাল বড়ই বাসনার;
সাঁঝ প্রদ্বীপ জ্বলে
কবিতার ধুঁয়া উড়ে।
১৪২২/৫, চৈত্র/বসন্তকাল।
continue reading

২৭৮

কল্পদেহী সুমন

৮ বছর আগে লিখেছেন

একটা বেরসিক কবিতা চাই

একটা কবিতাই তো চেয়েছি,
একটা জীবনের জন্য ।
একটা কবিতাই তো চেয়েছি,
একটা ফুলের জন্য ।
যে কবিতায় ভালোবাসা থাকে,
যে কবিতায় মানবতা থাকে ।
থাকে বেঁচে থাকার সরস আহ্বান,
থাকে মনুষ্যত্বের নিখাদ জয়গান ।
খুবই কি কঠিন এ কবিতা পাওয়া,
খুবই কি ভুল এ কবিতা চাওয়া ?
নাকি সবটাই বেমানান চাওয়া,
বেমানান ঠেকে কবিতায় পাওয়া ।
হয়তো নেই তাতে যৌবনের কাম-বাসনা.
নেই তাতে প্রেমিকার প্রতি কামনা ।
তবুও তো ভালোবাসা আছে নিখাদ-
কাটাতে পারে যা এ সমাজের যত বিবাদ ।
ঐ ভালোবাসা নষ্ট কামনায় হয় ধূলিস্যাৎ,
যৌবনকে পুড়িয়ে করে ছাই অগ্নুৎপাত ।
... continue reading

৩১২

মৌনতা

৮ বছর আগে লিখেছেন

মায়ার জন্য খোলা চিঠি

প্রিয় মায়া,
           জানি ভালো আছো এবং আমাকেও হয়তো খুব করে মুছে ফেলেছ জীবন থেকে। আমি তো আঁকড়েই রয়েছি সেই কবে থেকে এবং আছি আগের মতই। শুধু তোমাকে আগের থেকে একটু ভালোবেসে ফেলেছি এই যা। তুমি হয়তো জানোনা তোমায় ছাড়া আমার সব রঙিন স্বপ্ন অসমাপ্ত। তুমি আমার প্রতিটি স্বপ্নের রঙ। তবে আমি তোমায় ছাড়া কি করে সপ্নগুলোয় রঙের ছোঁয়া দেব? যদি তোমার হাতটা ছুঁয়ে দেখতে পারতাম তবে নদীর ধারে হাতটা ধরে বসে রইতাম আর লিখতাম প্রেরনার গান। তুমি জেনে হয়তো অবশ্যই হাসবে, তোমার প্রতি আমার ভালোবাসার প্রকাশে মানুষ অতিষ্ঠ। তারা ভাবে আমি প্রচণ্ড ন্যাকামি করছি। আমি তো কখনো ভাবিনি তোমাকে ভালোবাসবো... continue reading

৪২৫

সোহেল আহমেদ পরান

৮ বছর আগে লিখেছেন

বিশ্ব কবিতা দিবস আজ (World Poetry Day Today)

আজ “বিশ্ব কবিতা দিবস”। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, “এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলোকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।”
পূর্বে অক্টোবর মাসে বিশ্ব কবিতা দিবস পালন করা হত। প্রথম দিকে কখনও কখনও ৫ অক্টোবর এই উৎসব পালিত হলেও বিংশ শতাব্দীর শেষভাগে রোমান মহাকাব্য রচয়িতা ও সম্রাট অগস্টাসের রাজকবি ভার্জিলের জন্মদিন স্মরণে ১৫ অক্টোবর এই দিবস পালনের প্রথা শুরু হয়। অনেক দেশে আজও অক্টোবর মাসের কোনো দিন... continue reading

৪৮৬

নদী

৮ বছর আগে লিখেছেন

অপেক্ষা

আজকের বিকেলটা কি অদ্ভুত সুন্দর তাই না? বৃষ্টির পরে প্রিয় আকাশটা যেন এক স্নিগ্ধ নীল সাদা চাদরে জড়িয়ে আছে। দেখ, বিকেলের আকাশটায় বেশ বৈচিত্রে সেজেছে আজ।
পশ্চিম দিগন্তে তীব্র কিরণে হেলে পরা সূর্য। সেই সঙ্গে মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়া দিয়ে চলেছে।
নীল সাদা তোমার প্রিয় না?
তোমার প্রিয় কিছু বল
তোমার ওই স্বপ্নিল চোখ, ওই মিষ্টি লাজুক হাসি। জানহ তুমি হাসলে তোমার ওই গভীর কালো দুটি চোখও হাসে, তোমার ওই আদুরের কন্ঠ, তোমার মিষ্টি দুটি ঠোটে শব্দের উঠানামা, ঘন কালো চুল, আমি কেবলই হারাই যে অরন্যে <3
ভালবাস আমায়?
ভাসি তো, বলতে পারি না যে, নিজেই... continue reading

৩২৩

নদী

৮ বছর আগে লিখেছেন

আমি আগের ঠিকানায় আছি............

আজ ১লা আষাঢ়, বর্ষার প্রথম দিন। কিন্তু আজ আমি কোথাও যাব না, মন ভাল নেই। আজ অসম্ভব ইচ্ছে করছিল অঝোর ধারায় বৃষ্টি হোক কিন্তু আমি জানি আজ বৃষ্টি হবে না, আমি যে বৃষ্টিকে অনেক অনেক ভালবাসি। আমি যা ভালবাসি, যা চাই তা কখনও হবে না, হতে নেই। বৃষ্টির কাছে আমার অসীম কৃতজ্ঞতা, কারন বৃষ্টি আমার কান্নার নোনা জল মুছে দেয়। বৃষ্টি নিয়ে আমার অনেক আদিখ্যতা আছে, বৃষ্টি হলেই আমার মন এলোমেলো হয় যায়। তুমি তো জানো অরন্য আমি বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালবাসি। আরও ভালবাসি শাড়ি পড়তে কিন্তু আজ প্রিয় রঙের নীল শাড়ি, চুড়ি, টিপে নিজেকে সাজাবো না, ঘন কালো... continue reading

৫২৩

চারু মান্নান

৮ বছর আগে লিখেছেন

প্রেম সঞ্চারিনী

প্রেম সঞ্চারিনী
বসন্ত মানে দক্ষিনা হাওয়ার পরশ
বসন্ত মানে দূর্বাঘাসে ঝরে পরা পলাশ
বসন্ত মানে কালো কোকিলের ডাক
বসন্ত মানে মেঠো পথের ধার ঘিঁসে আগাছার ঝাড়
বসন্ত মানে বাঁশঝাড়ে সাদা বকের দোল
বসন্ত মানে মৃত্তিকা দেহে বীজের নতুন ভ্রুণ
বসন্ত মানে কবিতার ফুল ঝুড়ি।
শূণ্য হাতে, বসন্ত যাপন
যে হাতে ষ্পর্শ ছিল প্রেম আড়ম্বর সুখ ছোঁয়া
সেতায় কেবল বিরহ অনাহারি কাঙাল; প্রেম বিনে বৈদেহিক জীবন
নক্ষত্র বিনা আঁধার আকাশ।
স্বপ্ন বুনে জোনাক আলো,
যত সামান্য স্বপ্ন যাপন কাল
প্রেম মর্ম বাসনা বিনে উৎসর্গ প্রত্যয়
যদি স্বপ্ন ফিরে! বসন্ত এসেছে দ্বারে
কি করে মুছিবে তারে!
সে যে কামিনী কামে ধন্য; প্রেম সঞ্চারিনী
১৪২২/১৮,... continue reading

২৪৫

চারু মান্নান

৮ বছর আগে লিখেছেন

বসন্ত বেলা

বসন্ত বেলা
বাতাস ছোঁয়ায় গুলিয়ে যায়,
এ কি উত্তরের বায়ু না কি দক্ষিণা বায়ু?
ফাল্গুন বলেই এলোমেলো দক্ষিণ হাওয়া।
বেশ উদাসিন, ধুলার আস্তরে ঢাকা বনে,
গাছের সবুজ পাতা;
আমের মকুল এমনি আস্তরে বেশ বাসনা ছড়ায়
গাছ তলে ঝরে পরে আমের মকুলের গুড়ি গুড়ি
মৌ মাছিদের বেশ গুঞ্জন, ভ্রমরা গুলোও গান ধরে
পাকপাখালি বেশ উত্তেজিত, বসন্ত বেলা
পলাশ দলে পাখিদের ঠোঁটের হুটোপুটি মধুর নেশায়।
এমনি নেশা ধরা বায়ু পরশে,
স্মৃতির জানালায় পঞ্চমির চাঁদ দেয় উঁকি, দুরবদ্ধ কবিতার শরীরে
কালের বরফ জমে ছিল, ফাগুনের উঞ্চ ছোঁয়ায় গলছে চুঁইয়ে চুঁইয়ে
এ কি যন্ত্রণা? ফাগুনের যৌবন বিলাসে
এখনো উড়ে নীল আকাশে পথ ভোলা ঐ শঙ্খচিল।
১৪২২/০৬,... continue reading

২৮১

চারু মান্নান

৮ বছর আগে লিখেছেন

বসন্ত ভালোবাসা

বসন্ত ভালোবাসা
খসে পরা জীবে গজে উঠে ছিল
দুটি সবুজ কুঁড়ি সমেত বৃক্ষ
শিশির অনেক দিন তার গা ধুয়ে ছিল,
মাথা তুলে রৌদ্র তাকালে
চক মকিয়ে সবুজ হাস্যজ্জ্বল যৌবন বনের
আবেশ গলে পরে যেন।
পাতা ঝরা দিন শেষ
সাঁঝ লালিমায় একটু হালকা হলুদভা,
নাঙা গাছগুলোর নবিন পাতার সাজ
ঝরা পলাশ পাঁপড়িতে মেঠপথ রাঙা।
পাতা কুড়ানী
আজ কুড়ায়, আধেক মোরা পাতা
খুঁজে ফিরে, কোকিলের ডাক মুখে প্রতিধ্বনি বার বার
সুরে সুরে তার সুরে ডাকে; কুহু! কুহু! কুহু!
এমনি ক্ষ্যাপা ক্ষণে
চন্দ্রমুল্লিকা, গোলাপ, গুঞ্জন না না রঙের ফুলে
যেন ক্লান্তি দ্বেষ জড়তা সব মুছে গেছে
সব কলঙ্ক পৃথিবী হতে; এ যে প্রকৃতির!
বসন্ত সাজ বার বার... continue reading

২৭৫