Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চারু মান্নান

৮ বছর আগে

এখনো তো বেশ আছি

এখনো তো বেশ আছি

এখনো তো বেঁচে আছি,
যায়নি তো গুরিয়ে ঘর বাড়ি?
হইনি তো ইউরোপের পথে নিঃস্ব সরনার্থি?

কেউ বা জলে ডুবে,
কেউ বা অনাহারি; ক্ষুধায় শীর্ণ ক্লিষ্ট
এ যে এক জীবন যুদ্ধ! যে যুদ্ধে
জীবন ক্ষয়ের ঘনঘোর
শুধু বেঁচে থাকা জন্য বাঁচা মরার লড়াই।

নিজ ভূমি হারা কত লক্ষ জন?
বাঁচলে জীবন মিরাকেল, মরলে নুন জলে গলে যায়
শূকনের শান্ত থাবায় বিভৎস চিৎকারে
শূণ্য ভিটায় ধ্বংস চিহ্ন পরে রয়
মায়ের ওম দেয়া আঁতুর ঘর!
যে ঘরে ছিল,
শুধু মায়ের হাতের ছোঁয়ায় যত্ন আত্তি।

প্রতি দিনের এমনি বিভৎস, খবর, ছবি দেখে দেখে
মানুষ তো! একটু হা পিত্তেস করে, আর একটু হলে
গড়িয়ে চোখের জল, ফেলে! এখনো তো বেশ আছি।

১৪২২/০৬, চৈত্র/বসন্ত কাল।

০ Likes ২ Comments ০ Share ২৬৬ Views

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    অসাধারণ লাগল কবিতা