Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চারু মান্নান

৮ বছর আগে

যত মিথষ্ক্রিয়া!

যত মিথষ্ক্রিয়া!

তুমিতে আমাতে
যত মিথষ্ক্রিয়া!
গুহা গাত্রে;
ছাপ আঁকা যুগ যুগ ধরে।

এ যে মায়ার সুতা,
নানা রং এ ছুটিয়া বেড়ায়
জড়িয়ে পরে অহরহ
প্রেম বিরহ গলদ ঘর্মে
নিঃশ্বাস টুটিতে চেঁপে বসে।

থেমে থেমে চৈত্রের
ছেড়া বাতাস উচাটন দ্যাখো;
ঝির ঝিরে সাঁঝে
নাটাই হাতে উড়ছে ঘুড়ি
রং ধরা সেই মায়ার সুতা।

আমাতে তোমাতে
কত বঞ্চনার স্মৃতি আঁটে
কাঙাল বড়ই বাসনার;
সাঁঝ প্রদ্বীপ জ্বলে
কবিতার ধুঁয়া উড়ে।

১৪২২/৫, চৈত্র/বসন্তকাল।

১ Likes ০ Comments ০ Share ২৭৮ Views

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    বেশ নতুনত্ব লাগল দাদা

    শুভেচ্ছা জানাই------------