Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মৌনতা

৮ বছর আগে লিখেছেন

মায়ার জন্য খোলা চিঠি

প্রিয় মায়া,
           জানি ভালো আছো এবং আমাকেও হয়তো খুব করে মুছে ফেলেছ জীবন থেকে। আমি তো আঁকড়েই রয়েছি সেই কবে থেকে এবং আছি আগের মতই। শুধু তোমাকে আগের থেকে একটু ভালোবেসে ফেলেছি এই যা। তুমি হয়তো জানোনা তোমায় ছাড়া আমার সব রঙিন স্বপ্ন অসমাপ্ত। তুমি আমার প্রতিটি স্বপ্নের রঙ। তবে আমি তোমায় ছাড়া কি করে সপ্নগুলোয় রঙের ছোঁয়া দেব? যদি তোমার হাতটা ছুঁয়ে দেখতে পারতাম তবে নদীর ধারে হাতটা ধরে বসে রইতাম আর লিখতাম প্রেরনার গান। তুমি জেনে হয়তো অবশ্যই হাসবে, তোমার প্রতি আমার ভালোবাসার প্রকাশে মানুষ অতিষ্ঠ। তারা ভাবে আমি প্রচণ্ড ন্যাকামি করছি। আমি তো কখনো ভাবিনি তোমাকে ভালোবাসবো এইভাবে। আচ্ছা তুমিই নিজেই বলে দাও মৌনতার রাজকুমারি, কি করে ভালবাসতে হয়? কি করে ভালোবাসলে তুমি আসবে? আমি কিচ্ছু জানিনা। আমি শুধু তোমাকে চাই। তুমি ছাড়া আমি অসমাপ্ত। আমার সমাপ্তি তোমাতে। ভালোবাসি তোমাকে............।।
বলার অনেক কিছুই বাকি রইলো। নিদ্রায় না হয় বাকিটা শুনে নিও। ভালো থেকো মায়া......।।
        ইতি
তোমার শুভাকাঙ্ক্ষী continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - প্রলয় সাহা

    ভালো লেগেছে। 

মৌনতা

৮ বছর আগে লিখেছেন

drone or UAV

ড্রোন সম্পর্কে অনেকেই জানেন। অনেকের কাছে আছেও এবং অনেকে বাংলাদেশে নিজেই বানিয়ে জমিতে চাষাবাদের কাজে ব্যবহার করা শুরু করেছেন। অতএব ড্রোন আমাদের জন্য খুব প্রয়োজনীয় একটি বস্তু হয়ে উঠতে পারে। ড্রোন কি / ? / ড্রোন পাইলটবিহীন বিমান / ছোট আকারের এই আকাশযান আকাশের অনেক উপর দিয়ে উড়ে যেতে পারে কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হয় / আফগানিস্তানের ঘাঁটি থেকে মার্কিনীরা এই বিমান আকাশে উড়িয়ে দেয় এবং তা নিয়ন্ত্রণ করতে থাকে ওই ঘাঁটিতে বসে / পাকিস্তানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে দিন বা রাতের যে কোন সময় ক্ষেপণাস্ত্র আঘাত করে ড্রোনটি পুনরায় ওই ঘাঁটিতে ফিরে যায় /  ড্রোনের ব্যবহার এবং কিনতে চাইলে এই বিশ্বস্ত সাইটে যেতে পারেন।  
http://www.onagofly.com
continue reading
Likes Comments
০ Shares

মৌনতা

৮ বছর আগে লিখেছেন

আমাদের মৌনতা

প্রতিটি রাতের মত আমি অপেক্ষা রত।
ভোর হবে আলো ফুটবে,
কুয়াশা কাটিয়ে দেখবো তোমার আগমন।
মিষ্টি হবে সেই সকাল,
হবে পাখিদের গুঞ্জন।
ভুলে যাবো পাওয়া যত বেদনা,
আমার ভালোলাগা সব তোমায় ছুঁয়ে পাবে পূর্ণতা।
তুমি কাল সকালে আসবে তো?
আমি অপেক্ষায় রইলাম।
কুয়াশা যখন মিলিয়ে যাবে,
দুজন মিলে উড়াবো ঘুড়ি গগনে।

ভালোবাসার ছোঁয়ায় কাটাকুটি খেলবো অকারনে।
খেলার ছলে হাতটা ছুঁয়ে দেবো,
খেলার ছলেই কাঁদাবো।
তুমি কাল সকালে আসবে তো?
আমি অপেক্ষায় রইলাম।
দুপুরে যখন ঘুম পাবে,
শোব তোমার বাহুডোরে।
আঙুলের আলতো ছোঁয়ায়,
ছুঁয়ে দিও আমার চুলগুলো।
তোমার বাহুডোরে শান্তির ঘুম যাবো।
তুমি কাল সকালে আসবে তো?
আমি অপেক্ষায় রইলাম।
বিকেলে আমরা সাগর পাড়ে বসবো।
সুর্যের অস্ত যেতে দেখবো।
অন্ধকারে ছুঁয়ে যাবে চারদিক।
তুমি ভয় করোনা কিছুতেই।
আমি রয়েছি ধরে দুটো রাত,
এভাবেই সপ্নের ঘোরে কাটাবো ভয়ের রাত।
জোনাকিরা আমাদের পথ দেখাবে।
ভালোবাসতে শেখাবে নতুন রুপে।
জোছনার আলোতেও,
হারাবো কোন এক অজানা দ্বীপে।
যেখানে থাকবো শুধু,
আমি তুমি আর আমাদের মৌনতা।
তুমি কাল সকালে আসবে তো?
আমি অপেক্ষায় রইলাম।

পৃথিবীর সব কোলাহল জাগিয়ে দিও কাল আমায়।
ভালোবাসার আবেশে,
কাল হয়তো সে আসবে,
রাজকন্যার বেশে।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - প্রলয় সাহা

    হাসি নয়, আনন্দ নয়।
    চাই অনল
    অনন্ত বিরহের অনল!
    অভিনীত প্রেমের বিপরীতে চাই
    অশ্রুসিক্ত নয়ন!

    বাহ্‌ emoticons

    • - এ.টি. নূর শেখ লিটা

      Thanks emoticons

    • Load more relies...
    - টোকাই

    হাসি নয়, আনন্দ নয়।
    চাই অনল
    অনন্ত বিরহের অনল!

মৌনতা

৮ বছর আগে লিখেছেন

বাংলা ডিকশনারি ঘাঁটাঘাঁটি করে কঠিন শব্দের মিশ্রণ কতটা শ্রেয়?

চলিত ভাষা কথ্য ভাষার জন্য উত্তম বিধায় সাধু ভাষা সেই কবে বিলীন হয়েছে।পাঠ্য বইয়ের পাতাতেও বিচরণ নেই সাধু ভাষার। তবু অনেকের লেখায়  কঠিন শব্দেরব্যবহার বিধায়  সাধারণের বোধগম্যের বাইরে চলে যায় লেখাগুলো অথবা পূর্ণস্বাদ প্রাপ্তি হয়না।  অনেকের কঠিন শব্দের ব্যবহার দেখে তো মাঝে মাঝে অবাকহই। এই ধরনের লেখাগুলো দেখলে প্রমথ চৌধুরীর "বই পড়া" প্রবন্ধটির কথা মনেপড়ে যায়। যদি কেউ না বুঝে লেখার মাহাত্য তবে কেন এই কঠিন শব্দের ব্যবহার? নাকি কঠিন শব্দের মিশ্রণ ছাড়া মানুষ কাউকে ভালো লেখক বলবেনা?  আমি অবশ্যকঠিন শব্দের ব্যবহারে সৃষ্ট লেখা পড়িনা। কারন আধুনিক যুগে সাধু ভাষারপ্রচলন নেই বিধায় আমি এই লেখা পড়ার আযোগ্য। তবে অনেক পাঠক তাদের লেখার অর্থ না বুঝেওবাহবা দেয়। জুটে অনেক পদক। আসলে এই ব্যাপারে আমার একটা প্রশ্ন হচ্ছে, আদৌতাদের লেখা বর্তমান যুগের মানুষের কাছে কি সত্যি গ্রহণযোগ্য? আমরা কি সত্যিএই কঠিন শব্দের সঠিক অর্থের সাথে পরিচিত?  যদি নাই পরিচিত হলাম তবে তাদেরলেখাগুলো আমদের সম্মুখে তুলে ধরে সেগুলোর সত্যিকারের স্বাদ আমাদেরপ্রদানের প্রচেষ্টায় সত্যি কি তারা সফল হচ্ছে? আদৌ সার্থক তাঁদেরলেখাগুলো?  বাংলা ডিকশনারি ঘেঁটে ঘেঁটে কঠিন শব্দের ভান্ডার হয়তো রপ্ত করেছেন কিন্তু লেখার সার্থকতা নিরবে হারিয়ে চলেছেন অচিরেই। এই ধরনের লেখকের লেখার থেকে সহজ ভাষায় সহজ শব্দের ভুল বানানের লেখা আমার কাছে অধিক গ্রহণযোগ্য।
continue reading
Likes Comments
০ Shares

মৌনতা

৮ বছর আগে লিখেছেন

মৌনতার চাদর

রাজকন্যা শুনছো?
কত রাত নিদ্রাহীনতায়,
চোখ জুড়ে যখন তুমি
ঘুম কোথায় যেন পালায়।
কেঁদেছি কত রাতের শেষ প্রহর অবদি।
শুকিয়েছে চোখ আবার ভিজবে বলে!
তুমি কি সেগুলো দেখতে পাও?
তুমি একবার পিছু ফিরে চাও।
কুয়াশার আড়ালে চাঁদ যেমন লুকিয়ে,
তুমি তেমনি আড়ালে মৌনতার চাদরে।
নিঃস্ব আমি শুধু মরুভূমি!
এই দেহে নেই প্রান,
আছো শুধু তুমি তুমি আর তুমি।
হয়ে সেই নীল আকাশ,
মনের সব অভিমান ভুলে,
এসো হাত বাড়িয়ে দাও।
তুমি একবার পিছু ফিরে চাও।
ভালোবাসায় আর একা নও!
দেখতে তুমি পাবে আমায়!
আমরা কেউ কম নই,
আমাদের ভালোবাসায়............।। continue reading
Likes Comments
০ Shares
Load more writings...