Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সাহিত্য" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

বিপুল হাজং

৮ বছর আগে লিখেছেন

বৈশাখী দহন

আদিবাসী কাব্য ও কবিতা (বিরহ সংকলন)
----------------------------
বৈশাখী দহন
>>>>>>>
হঠাত ঝড়ের ক্ষিপ্রতায় 
উড়ে চলে আশ্রয়ের কুটির, দেবালয়, 
বৃক্ষ, তুলশীতলা, ঝোপঝাড়, নিস্বর্গ জীবন । 
বৈশাখী আগুনে পুড়ে গেছে স্মৃতিঘর
তকলে বন বনাশ্রয় ভূমি জন্মভূমি
বাস্তুদেবতার দীপশিখা শ্বাশ্বত মাটির গন্ধ
শিমূলের রাঙা বন বিস্তির্ণ বনাঞ্চল ।
হাল-গেরস্তি নেই, নেই হিসেবের খাতায় হালখাতা,
বন্ধ্যা সন্ধ্যায় নেই প্রহরের শীতলতা,
সারিসারি পায়ের মুদ্রায় তাল নেই
জলাশয়ে জলকন্যার জাখায়,
মনে নেই সুখ-দু:খ, হাসি-আনন্দ-বেদনা, 
বিরহ-মিলনের বারোমাসী গান ...
ক্রুদ্ধ ক্ষুব্ধ দগ্ধ স্তদ্ধ হয় উলুধ্বণী, 
মৃদঙ্গের তাল, সজল জলঝিরি !
অভিমানে নির্বাক নিয়তির জাগরণ,
সংহতি অধিকার সকলই তল্পিবাহক সংক্রান্তির ...
পরপুরুষের পরবাসী করুণার আলিঙ্গনে
পিঠা-পায়েশ মুড়ি-মুড়কি-বাতাসার সংসার 
ঝলসে গেছে তপ্তছলে ছলছল... continue reading

৩৩২

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

খোকাখুকুর হি-হুল্লোড়ে

পেয়ে মিষ্টি রোদের ফুটন
খোকাখুকুর হি-হুল্লোড়ে সরব বাড়ির উঠোন।
উঠোন জুড়ে স্বপ্নগুলো
গায়ে মেখে সোনার ধুলো
খোকাখুকুর পিছু পিছু দেয় বারেবার ছুটন
আনন্দ আর হি-হুল্লোড়ে সরব বাড়ির উঠোন।
সোনার ধুলো সোনার পাখি
চাই না তো আর পুষে রাখি
খোকাখুকুর খুশি যদি এমনি বাঁধে জুটন
কানামাছির হি-হুল্লোড়ে সরব বাড়ির উঠোন।
continue reading

৩০৮

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

পুলিশ

ওরা নরকের সন্তান
স্বাধীন স্বদেশে তাই দেখি রোজ রক্তনদীর বান।
আমাদের খেয়ে আমাদের পরে
আমাদেরি বুকে গুলি-শেল ছোড়ে
মগের মুলুকে ওরাই তো আজ মহাবীর পালোয়ান।
দোষ নেই তবু হয় অপরাধী
গুম করে ফেলে হলে প্রতিবাদী
সাজানো নাটকে ঘটে জীবনের নির্মম বলিদান।
শিশু থেকে বুড়ো কেউ নেই বাদ
নিপীড়নে ওরা বড় ওস্তাদ
হিংস্র হায়েনা সেও ভীত হয়ে পালায় মরুদ্যান।
নীতি-আইনের ধর্ষণ করে
ঘুষের টাকায় পর্বত গড়ে
প্রতিদিন ওরা ধুলোয় মেশায় শহিদের সম্মান।
ওরা নরকের সন্তান
পবিত্র এই ভূমিতে তবুও ওদেরই জয়োগান। continue reading

৩২৫

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

শালুক ভোরের বাতাসে

দিলরুবার দুঠোঁটে আঁকতে গিয়ে প্রেমের নদী
শালুক ভোরের বাতাসে চুমু খাই স্বেচ্ছায়
লজ্জায় চোখ মুদে আসে অনুভবের ছোঁয়ায়
বেচে থাকার স্বাদ জাগে আরো হাজার বছর।
অন্তরের উষ্ণতা কোমল হয়ে ঝরে পড়ে
বিতৃষ্ণার সুউচ্চ পাহাড় বেখেয়ালে ডিঙিয়ে
অকৃপণ সুখ ডানা মেলে বিশাল পরিসরে
নিশ্চুপ চাওয়া-পাওয়ার ব-দ্বীপের আঙিনায়।
নরম মাটির ঘাস খুঁজে বেড়াই নাক শুকে শুকে
ফুলের বোটার কাকতালীয় রস ভেজায় শাখা
উপত্যকায় লাঙল কষে একতোলা সিঁদুর পরাই
দিলরুবার জমানো কঠিন বিশ্বাসের বদৌলতে। continue reading

৩৩৯

সোহেল আহমেদ পরান

৮ বছর আগে লিখেছেন

সাম্প্রতিক ছড়াঃ একগুচ্ছ পান্তা ইলিশ

(১) লিমেরিকঃ ইলিশ
-----------------------
ইলিশ নাকি খেতেই হবে এবার পয়লা বৈশাখে!
সে যে আমার নাগালে নাই ক্যামনে বুঝাই সই তাকে?
রূপার ইলিশ সোনার মূল্যে
গোটা কয়েক মেলে কুল্লে
তা নয় আমার !! যদি পেতাম কাঁঠাল গাছের ওই শাখে!
- (২) অণু অনুভবঃ পান্তা-বিলাস
-----------------------------
বোশেখ ভোরে পান্তা বিলাস
রাত-আসরে রঙিন গিলাস
তোমার কৃষ্টি বুঝা দায়!
জুটে না যার নিত্য আহার
দিনযাপনে বাঁধার পাহাড়
বাঁচার স্বপ্নে ঝুঝা দায়।
(৩) অণু অনুভবঃ নুন পান্তা
-------------------------
পান্তা ইলিশ
যখন গিলিস
আমার কথা মনে পড়ে?
আমি তো হায়
নুন পান্তাই চাই
রোজ সকালে জীবন... continue reading

৪৩৮

টি.আই.সরকার (তৌহিদ)

৮ বছর আগে লিখেছেন

তুই নেই, তবু আছিস !

আজকে তুই নেই গো পাশে
তবু যেন আছিস,
তোর মায়ারই সেই আঁচলে
কল্প ভালোবাসিস !
দূর আকাশের তারা হয়ে
আমায় যেন দেখিস,
তোর দোয়ায় ঐ বিধির হাতে
ভাগ্য আমার লিখিস !
প্রভাতে কেউ ঘুমের ঘোরে
থাকলে বিছানাতে...
তার মা যখন শাসন ভরে
ডাকে সেই প্রভাতে-
তখন মাগো তোর সে শাসন
বড্ড মনে পড়ে !
যেন তুই আজ করতে শাসন
আবার এলি ফিরে !
খুব যতনে আপন মনে
বিদ্যালয়ে দিতে,
মা যখনই চুমু আঁকে
ছেলের কপোলেতে-
 মনে পড়ে তোর আঁকা মা
সেই যে চুমুখানি !
যে চুমুতে সুখের ছোঁয়ায়
মুছতো... continue reading

৪৯৪

চারু মান্নান

৮ বছর আগে লিখেছেন

খোলা হাওয়া

খোলা হাওয়া
মুক্ত মন
খোলা হাওয়া
নীল আকাশ এ মুখ তুলে,
চিৎকার করে; মনের দৈনতা প্রকাশ্য
মুক্ত অঙ্গে; বিদ্রোহ আস্ফলণ!
মুক্ত মাঠ
কবিতার নির্ঝর গীত
এই তো সাম্য সমীরণ,
বহমান ধীর লয়ে উচ্চারিত হয়, শ্রুতি মধুর মেঘ মল্লার গান
সবুজ ঘাসের গালিচা তেপান্তরের মাঠ জুড়ে।
আঁধার ঘর, খিরকির গ্রীল গুলে হাওয়া তার নির্ঝর বাতি জ্বালে
নিভু নিভু করে রাত পোহাল, পথে শ্রান্ত চন্দ্রাবতীর ভাসান প্রেম
ভেসে যায় মেঘ মল্লার বেসে, দেশ হতে দেশান্তরে।
১৪২২/১৭, চৈত্র/বসন্তকাল।
continue reading

২৮১

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

রাতঘোর বিড়ম্বনা

রাতঘোর বিড়ম্বনা
রাত কেটে গেল,
ভয়াল একদুঃসস্বপ্নে !
এখনও বিস্ময় লাগছে,
কেন এমন স্বপ্ন?
বার বার মনে করেও, মনে করতে পারছি না
এ যে বিষম বিস্ময়; ভাবতেই গায়ে কাঁটা দেয়
লোম গুলো দ্যাখো কেমন খাড়া হয়ে গেছে!
এ কেমন অবচেতন মনের প্রদাহ?
রাতঘোর বিড়ম্বনা;
যেন অমাবশ্যার আঁধারে চাঁদের দাহ
অথচ দ্যাখো দিবালোকে,
কত কত বিভৎস বিকালঙ্গের যাতনা?
সয়ে যায় মন;
কতটুকুন ভাবনায় আঁচর কাটে?
১৪২২/১৬, চৈত্র/বসন্তকাল।
continue reading

২৮৬

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

কালের পাতায় ইতিহাস ঝুলে রয়

কালের পাতায় ইতিহাস ঝুলে রয়
পৃথিবীতে,
ইতিহাসের সত্য মিথ্যা
কার দায়?
ঘটনা ঘটে;
অতীত তা, নির্দিধায় বুকে ভরে রাখে।
বহমান অতীত কালের স্বাক্ষী, কত কত স্বাক্ষী? কালের পাতায়
তার কি হিসাব রচে? সদা, চেনা অতীত চলে যায়;
আহল্লাদি অতীত, যাতনা ভরা নির্মম অতীত
বহমান স্রোতের মতো
নিত্য প্রবাহিত।
কঞ্জু লীলা তাও,
ইতিহাসের পাতায়; রোমাঞ্চাকর! যুদ্ধ বিগ্রহ,
প্রেম কাহিনী, ধ্বংসলীলা ক্ষুধা,অনাহারী যন্ত্রণা তাও
কালের পাতায় ইতিহাস ঝুলে রয়।
১৪২২/১৫,চৈত্র/বসন্তকাল।
continue reading

২৬৯

চারু মান্নান

৮ বছর আগে লিখেছেন

জল সভা

জল সভা
হাওয়া বদলে,
বুঝে গেল দক্ষিণা হাওয়ায় বসন্ত ফিরেছে
অথচ পথিক তার পথ চলছেই
পথের বাঁকেও টের পায়নি; পথ যে ফুড়াল, মোঙ্গলা আলো পথদিশারী
ক্ষয়ীঞ্চু কালে পথিক শুধু যাতনা বুঝে
মেঘ পালিয়ে যখন দিগন্তে ঐ জল সভা
সাঁঝলোহমায় পথিক মুখ, সাঁঝ জৌলুস এ কেঁপে উঠে, আঁধার ঘনালে
হারিয়ে যায় দিগন্তের ঐ জল সভা; কাব্য হারা বেদনা সব উচ্ছ্বন্নে যায়
তারাদের বিলাপ ছড়ানো আর্শিতে জিয়ন কাঠি ছোঁয়ে যায়
পথিক তার পথেই জল সভার কর্ণধার বুনে যায়।
১৪২২/১৩, চৈত্র/বসন্তকাল।
continue reading

২৬১