Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চারু মান্নান

৮ বছর আগে

জল সভা

জল সভা

হাওয়া বদলে,
বুঝে গেল দক্ষিণা হাওয়ায় বসন্ত ফিরেছে
অথচ পথিক তার পথ চলছেই
পথের বাঁকেও টের পায়নি; পথ যে ফুড়াল, মোঙ্গলা আলো পথদিশারী
ক্ষয়ীঞ্চু কালে পথিক শুধু যাতনা বুঝে
মেঘ পালিয়ে যখন দিগন্তে ঐ জল সভা
সাঁঝলোহমায় পথিক মুখ, সাঁঝ জৌলুস এ কেঁপে উঠে, আঁধার ঘনালে
হারিয়ে যায় দিগন্তের ঐ জল সভা; কাব্য হারা বেদনা সব উচ্ছ্বন্নে যায়
তারাদের বিলাপ ছড়ানো আর্শিতে জিয়ন কাঠি ছোঁয়ে যায়
পথিক তার পথেই জল সভার কর্ণধার বুনে যায়।

১৪২২/১৩, চৈত্র/বসন্তকাল।

১ Likes ০ Comments ০ Share ২৬১ Views