Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

টি.আই.সরকার (তৌহিদ)

৮ বছর আগে লিখেছেন

তুই নেই, তবু আছিস !

আজকে তুই নেই গো পাশে
তবু যেন আছিস,
তোর মায়ারই সেই আঁচলে
কল্প ভালোবাসিস !
দূর আকাশের তারা হয়ে
আমায় যেন দেখিস,
তোর দোয়ায় ঐ বিধির হাতে
ভাগ্য আমার লিখিস !
প্রভাতে কেউ ঘুমের ঘোরে
থাকলে বিছানাতে...
তার মা যখন শাসন ভরে
ডাকে সেই প্রভাতে-
তখন মাগো তোর সে শাসন
বড্ড মনে পড়ে !
যেন তুই আজ করতে শাসন
আবার এলি ফিরে !
খুব যতনে আপন মনে
বিদ্যালয়ে দিতে,
মা যখনই চুমু আঁকে
ছেলের কপোলেতে-
 মনে পড়ে তোর আঁকা মা
সেই যে চুমুখানি !
যে চুমুতে সুখের ছোঁয়ায়
মুছতো কষ্ট-গ্লানি !
দুপুর বেলার ভরা রোদেও
খেলে যখন শিশু,
ডাকে যখন ভাত খেয়ে যা
আয়রে বাবা মিশু-
মনে হয় মা ডাকছিস তুই
যেন আমায় এসে,
খাইয়ে দিতে ভাত দু’খানা
মায়ার সে আবেশে !
দেখি যখন বিকেল বেলা
খেলাধুলোর শেষে,
মা ছেলেকে হাত-পা ধুয়ে
পড়াতে যায় বসে !
মনে হয় মা তুইও আমায়
বলছিস এসে ডেকে,
আয়রে খোকা পড়তে এখন
সবকিছুকে রেখে !
 
রাতের বেলা একা কারো
ঘুম না এলে চোখে !
মা যখনই ঘুম দিয়ে যায়
মাথায় হাতটি রেখে,
আমি তখন ভাবতে থাকি
তুই যে মাথার পাশে,
আদর করে দিচ্ছিস আমায়
ঘুমপাড়ানির দেশে !
এমন করে দিন কি রাতে
অনুভবেই থাকিস,
কে বলে মা আমাকে তুই
দূরে দূরেই রাখিস !
এমনি করে আর ক’টা দিন
কল্পে থাকিস পাশে,
তার পরে মা তুই আর আমি
থাকবো ভীষণ কাছে !
continue reading
Likes Comments
০ Shares

টি.আই.সরকার (তৌহিদ)

৮ বছর আগে লিখেছেন

নিত্য বাসি ভালো

নিত্য সেথায় যাওয়া-আসা
নিত্য ভালবাসা,
নিত্য সেথায় করে যে বাস
আমার শত আশা !
নিত্য আমার মনটা ছোটে
সেথায় সুখের খোঁজে,
নিত্য আমার মন যে তারেই
আপন করে বোঝে !
নিত্য তারে ছাড়া জীবন
ভীষণ শূন্য লাগে,
নিত্য তারেই বাসি ভালো
রাগে-অনুরাগে !
নিত্য সেথায় ভালবাসায়
শুদ্ধতা যে থাকে,
নিত্য সে শুদ্ধতার টানই
আমায় কাছে ডাকে !
নিত্য ভালবাসায় জড়ায়
সে যে প্রিয় গ্রাম,
নিত্য মনে প্রেম যে জাগে
শুনলে তারই নাম !
নিত্য সে যে আমার চোখে
ছড়ায় সবুজ আলো,
নিত্য জীবন চায় অনুক্ষণ
বাসি তারেই ভালো ! continue reading
Likes Comments
০ Shares

টি.আই.সরকার (তৌহিদ)

৮ বছর আগে লিখেছেন

লিপ ইয়ার (শিশুতোষ ছড়া)

চারটি বছর পরে আসে
বছর যে একবার,
এক দিনে সে বছর বেশি
নামটা ‘লিপ ইয়ার’ !
বাংলাতে ডাক ‘অধিবর্ষ’ !
ইংরেজি সাল ধরে-
দিন সমন্বয় ফাগুন কিংবা
ফেব্রুয়ারির ঘরে !
চার দিয়ে যা বিভাজ্য সাল
সবই লিপ ইয়ার,
দু’এক জায়গায় ব্যতিক্রমও
আছে কিন্তু তার !
দুইটি শূন্য থাকে যদি
কোন সালের পরে,
লিপ ইয়ারের হিসেব হবে
প্রথম দুইটি ধরে !
চার দিয়ে তা বিভাজ্যতেই
হবে লিপ ইয়ার !
নয়তো সেটা লিপ ইয়ারে-
মিলবে না যে আর !
continue reading
Likes Comments
০ Shares

টি.আই.সরকার (তৌহিদ)

৮ বছর আগে লিখেছেন

হারানো প্রেম

নিত্য তোর এ হাতটা ধরে
পথ চলেছি কত !
ভেবেছিলাম এই পথে পথ
চলবো অবিরত !
হঠাৎ কি এক ঝড়ের টানে
হাতটা দিলি ছেড়ে !
সেই থেকে যে ঘুরছি আজো
বিষণ্ণ প্রেম ফেরে !
আর কি কভু ধরবি এ হাত
বাসবি কিরে ভালো ?
জ্বালবি কি আর আঁধার মনে
তোর প্রেমেরই আলো ?
সেই আশাতে আজো আমি
গুনছি চলে দিন-
আসিস কভু সময় পেলে
শোধ দিতে প্রেম ঋণ !
continue reading
Likes Comments
০ Shares

টি.আই.সরকার (তৌহিদ)

৮ বছর আগে লিখেছেন

এক টুকরো ভুলের শেষে ! (পর্ব-৪, ক্যাটাগরি-২)

মৌমিতা, কয়েক মাস আগে ইন্টারমিডিয়েট পাশ করে অনার্সে ভর্তি হয়েছে ঢাকার এক কলেজে । কলেজের হোস্টেলে থেকেই পড়ালেখা করে সে । পড়ালেখার সূত্র ধরেই এক বান্ধবীর বড় ভাই সাইফের সাথে পরিচয় । বেশ কিছুদিন ধরে সাইফের সাথে তার বন্ধুত্বের রসায়নটাও বেশ চলছে । একজন আরেকজনকে বেশ ভালো বুঝে । একই ডিপার্টমেন্টের শেষ বর্ষের পরীক্ষার্থী সাইফ । আর তাই পড়ালেখায়ও সাইফের কাছ থেকে বেশ সহায়তা পায় মৌমিতা ।আর এভাবেই তাদের দু’জনার দুই পথে হাঁটার রাস্তাটা দিনে দিনে ক্রমশঃ যেন একই পথে এসে ঠেকেছে ।
 
মৌমিতার ভাবনায় সাইফ বেশ ভালো ছেলে । মনটাও বেশ পরিষ্কার । এমন একটা ছেলেকেই যেন মৌমিতা তার জীবনের জন্য চেয়েছিল । কিন্তু... ? এ যে হবার নয় ! কি করে সাইফের কাছে সত্য লুকাবে সে । সাইফের ভাবনায় ঠোঁটের কোণে জমে থাকা আলতো হাসিমাখা মুখটা হঠাৎই যেন ফ্যাকাসে হয়ে যায় মৌমিতার । ঐ মুহূর্তে একা রুমে নিজকে যেন বড্ড বেশি একা মনে হয় মৌমিতার ।
 
ওদিকে সাইফের ভাবনা জুড়েও মৌমিতা । ‘সামনেই ভ্যালেন্টাইন ডে । এ সুযোগে যে করেই হোক মৌমিতাকে মনের কথাটা বলতেই হবে।’ -মনে মনে ভাবতে থাকে সাইফ । ভাবতে ভাবতেই মোবাইল হাতে নিয়ে মৌমিতার নাম্বারে রিং দেয় সে । অপর প্রান্তে মৌমিতা...
-হ্যালো সাইফ !
-হুম..কেমন আছো মৌ ?
-এইতো... ভাল । তুমি কেমন আছো ?
-এই...তো আছি.. । তারপর পরশু ভ্যালেন্টাইন ডে-তে কোথায় যাচ্ছ ?
-ভ্যালেন্টাইন ডে শুনে কেমন যেন চুপ (অন্যমনস্ক) হয়ে যায় মৌমিতা ।
-হ্যালো !
-(নীরবতা ভেঙ্গে মৌমিতা) না, কোথাও যাচ্ছি না !
-তুমি যাচ্ছ !
-কোথায় ?
-আমি যেখানে নিয়ে যাব !
-না, সাইফ... continue reading
Likes Comments
০ Shares
Load more writings...