Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

টি.আই.সরকার (তৌহিদ)

৯ বছর আগে লিখেছেন

"ফাগুনের কষ্ট" (নক্ষত্র ব্লগে প্রথম লিখা)

এলো বুঝি এলো ফিরে সেই দিনগুলি,

এলো বুঝি নব রূপে নিয়ে রঙ তুলি !

ফাগুনের রঙে রাঙা আজি চারপাশে,

কষ্ট রঙ উড়ে সাথে আকাশে-বাতাসে !

রঙে রঙে ভরে গেছে গাছপালা–বন,

চারপাশে তবু আজ কিসের ক্রন্দন ?

রঙের মেলায় গেয়ে বিরহের গান,

প্রকৃতির রঙকে যে- করে দিল ম্লান !

 

ভাষার তরে ফাগুনে নিজ প্রাণ দিয়ে,

বাংলাকে ভাষা করে এলো যারা নিয়ে-

তাদের তরেই আজ কাঁদে যে প্রকৃতি,

ভাষা নিয়ে গেয়ে চলে বিরহের গীতি !

সেই ভাষা দিয়ে আজ লিখি যে কবিতা,

বারে বারে ভাসে তাই বায়ান্ন ছবিটা !

Likes Comments
০ Share

Comments (4)

  • - লিপু রহমান

    মেঘের মাথায় গুঁজে দিবো
    সাদা গোলাপ ফুল,
    তোমাকে কি দেব বলো গন্ধ উপহার?
    কোন খানে ছড়াবে তার বাহার-

                    রোমান্টিক কবিতা বরাবরই পড়তে ভালো লাগে । আপনার কবিতায় উপমার ব্যবহার ভালো লেগেছে ।