Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

টি.আই.সরকার (তৌহিদ)

৮ বছর আগে লিখেছেন

লিপ ইয়ার (শিশুতোষ ছড়া)

চারটি বছর পরে আসে

বছর যে একবার,

এক দিনে সে বছর বেশি

নামটা ‘লিপ ইয়ার’ !

বাংলাতে ডাক ‘অধিবর্ষ’ !

ইংরেজি সাল ধরে-

দিন সমন্বয় ফাগুন কিংবা

ফেব্রুয়ারির ঘরে !

চার দিয়ে যা বিভাজ্য সাল

সবই লিপ ইয়ার,

দু’এক জায়গায় ব্যতিক্রমও

আছে কিন্তু তার !

দুইটি শূন্য থাকে যদি

কোন সালের পরে,

লিপ ইয়ারের হিসেব হবে

প্রথম দুইটি ধরে !

চার দিয়ে তা বিভাজ্যতেই

হবে লিপ ইয়ার !

নয়তো সেটা লিপ ইয়ারে-

মিলবে না যে আর !

Likes Comments
০ Share