Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

টি.আই.সরকার (তৌহিদ)

৭ বছর আগে লিখেছেন

তুই নেই, তবু আছিস !

আজকে তুই নেই গো পাশে

তবু যেন আছিস,

তোর মায়ারই সেই আঁচলে

কল্প ভালোবাসিস !

দূর আকাশের তারা হয়ে

আমায় যেন দেখিস,

তোর দোয়ায় ঐ বিধির হাতে

ভাগ্য আমার লিখিস !

প্রভাতে কেউ ঘুমের ঘোরে

থাকলে বিছানাতে...

তার মা যখন শাসন ভরে

ডাকে সেই প্রভাতে-

তখন মাগো তোর সে শাসন

বড্ড মনে পড়ে !

যেন তুই আজ করতে শাসন

আবার এলি ফিরে !

খুব যতনে আপন মনে

বিদ্যালয়ে দিতে,

মা যখনই চুমু আঁকে

ছেলের কপোলেতে-

 মনে পড়ে তোর আঁকা মা

সেই যে চুমুখানি !

যে চুমুতে সুখের ছোঁয়ায়

মুছতো কষ্ট-গ্লানি !

দুপুর বেলার ভরা রোদেও

খেলে যখন শিশু,

ডাকে যখন ভাত খেয়ে যা

আয়রে বাবা মিশু-

মনে হয় মা ডাকছিস তুই

যেন আমায় এসে,

খাইয়ে দিতে ভাত দু’খানা

মায়ার সে আবেশে !

দেখি যখন বিকেল বেলা

খেলাধুলোর শেষে,

মা ছেলেকে হাত-পা ধুয়ে

পড়াতে যায় বসে !

মনে হয় মা তুইও আমায়

বলছিস এসে ডেকে,

আয়রে খোকা পড়তে এখন

সবকিছুকে রেখে !

 

রাতের বেলা একা কারো

ঘুম না এলে চোখে !

মা যখনই ঘুম দিয়ে যায়

মাথায় হাতটি রেখে,

আমি তখন ভাবতে থাকি

তুই যে মাথার পাশে,

আদর করে দিচ্ছিস আমায়

ঘুমপাড়ানির দেশে !

এমন করে দিন কি রাতে

অনুভবেই থাকিস,

কে বলে মা আমাকে তুই

দূরে দূরেই রাখিস !

এমনি করে আর ক’টা দিন

কল্পে থাকিস পাশে,

তার পরে মা তুই আর আমি

থাকবো ভীষণ কাছে !

Likes Comments
০ Share