Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সাহিত্য" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

চারু মান্নান

৮ বছর আগে লিখেছেন

বাংলা মোদের বচন! ক, খ,

বাংলা মোদের বচন! ক, খ,
বইমেলার শরীর চুঁইয়ে,
নতুন বইয়ের গন্ধ ঝরে
মায়ের ভাষার স্বপ্ন বোল, ছড়িয়ে গেল পৃথিবী জুড়ে।
নতুন বইয়ে বর্ণ ভরা,
মায়ের ভাষা রক্তে রাঙা
শহীদানের রক্তে কেনা, একুশ তাই পুঁজিত নয়কো দানে।
একুশ এল কবিতার ডানায়,
মায়ের কথা শব্দ চেনা
সেই শব্দেই কথা শেখা, স্বপ্ন বুনে এগিয়ে চলা।
১৪২২/২১,মাঘ/শীতকাল।
continue reading

২৫৭

চারু মান্নান

৮ বছর আগে লিখেছেন

বাংলা মোদের বচন! ক,

বাংলা মোদের বচন! ক,
দ্বার খুলেছে বইমেলা,
হৃদয় খোলা হাট
বচন গুলোর খেরোখাতায়,আঁকি বুকি যত শব্দ জট।
বইমেলা মাঘের শীতে,
উঞ্চ কথার ডালা
ছড়া কবিতা গল্প গানে, প্রাণের মেলায় মনটা ভরে।
গুনীজনদের পদভার,
সৃষ্টি সুখের উৎসব যেন
লাল সবুজের স্বপ্ন বোনা, হৃদয় কোনে উল্কি আঁকে।
১৪২২/২০, মাঘ/শীতকাল।
continue reading

২৭৩

শাহআজিজ

৮ বছর আগে লিখেছেন

শিরোনামহীন

 
জানো মা!
আমার বীজ প্রোথিত কালে
বাবা তোমায় যে ভালবাসার কথা
ফিসফিস করে বলেছিল
তা ছিল বাংলা !
তাইত আমি বাঙ্গালী !!
continue reading

২৮৩

কাফাশ মুনহামাননা

৮ বছর আগে লিখেছেন

আমার প্রিয় স্বদেশ

আমার প্রিয় স্বদেশ
প্রগাঢ় শুদ্ধতায় অনিঃশেষ
তাজা লাল রক্তের উপহার
অনুপম চির শান্তির আঁধার
যেখানে নানা ধর্ম-বর্ণ মিলেমিশে একাকার। 
হাজার বছরের ঐতিহ্য ঘিরে
নদী তীরে
এখানে পাল তোলা নৌকার সারি
ঢেউয়ে ঢেউয়ে দোলে যেনো যুবতী নারী
দূর থেকে ভেসে আসে ভাটিয়ালি গান
মধু সুরে
উড়ে উড়ে
ভালবাসার গভীরতা হতে
বাতাসের বয়ে চলা স্রোতে
বাণী তার চির অম্লান।
সবুজ-শ্যামলের মিলিত যৌবন
এখানে আবাদ করে রত্ন মৌবন
তেপান্তর থেকে তেপান্তর ছড়িয়ে
অনুরাগ-অনুভবের মায়া জড়িয়ে।
আমার প্রিয় স্বদেশ আমার অহঙ্কার
চির উন্নত সুবিন্যস্ত বিশ্ববিধাতার
একশো ভাগ, হ্যা একশো ভাগই ফ্রেশ
স্বর্গীয় সৌন্দর্যের এক অপূর্ব পরিবেশ। continue reading

২৮২

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

তোমার সাধনা করে যেতে চাই ভালবাসা

তোমার সাধনা করে যেতে চাই ভালবাসা
হয়তো আমার জীবনে তুমি অধরাই থেকে যাবে
তাতে কি, সব নদী মোহনার দেখা পায় কী?
আফসোস এতটুকুই
শৈশবের কৈশোরে অজান্তেই
তোমার যে অঙ্কুরোদগম ঘটেছিল হৃদয়ের
পলিজ ঊর্বর ভূমিতে
সুদীর্ঘ দেড়যুগ সুনিবিড় পরিচর্যা করেও
আমি তার পরিপূর্ণ অবয়ব দিতে ব্যর্থ
কিন্তু আমার ত্রুটি কোথায় বলতে পারো ভালবাসা?
নাকি আমি তোমার অযোগ্য বরপুত্র??
যুগ থেকে যুগান্তরের পথে
তবু আমায় আশীর্বাদ করো ভালবাসা
আমৃত্যু তোমার নিঃস্বার্থ প্রতিপালনে
শামিল হবার তরে
পারলৌকিক আনন্দ-বিজয়ের মিছিলে। continue reading

২১৬

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

জীবন সন্ধ্যাবেলা আর নয় বেশি দূর

ক্লান্ত আমি হেটে হেটে পথ
অজান্তে কত ভেঙেছি শপথ
দুঃখের গানে সুর বেঁধে বেঁধে
হয়ে গেছি চুরচুর
আমার জীবন সন্ধ্যাবেলা
আর নয় বেশি দূর।
পৃথিবীর সুখ লাগে অবসাদ
মানুষের কাছে আমি উন্মাদ
চোখের পানি শুকিয়ে কঠিন
বেদনায় মশহুর
আমার জীবন সন্ধ্যাবেলা
আর নয় বেশি দূর।
মনের আকাশে ডাকে শুধু মেঘ
স্বপ্নফোয়ারা হারিয়েছে বেগ
বিষের বাঁশরী নির্ভাবনায়
বেজে ওঠে সুমধুর
আমার জীবন সন্ধ্যাবেলা
আর নয় বেশি দূর। continue reading

৩৩৬

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

শুধু তার জন্যেই বাঁচতে ইচ্ছে করে

শুধু তার জন্যেই বাঁচতে ইচ্ছে করে
হাজার বছর ধরে অকাতরে
তার দুটি হাত মুঠোয় ভরে
পৃথিবীর কোন এক নির্জন চত্বরে।
শুধু তার জন্যেই বাঁচতে ইচ্ছে করে
উদাসী কাঁশবনের আড়ালে থেকে
তার শর্মিলি চোখে চোখ রেখে
জড়িয়ে অন্তহীন ভালবাসার ডোরে।
শুধু তার জন্যেই বাঁচতে ইচ্ছে করে
শীষ ডাকা বাতাসের গুনগুন সুরে
অভিশপ্ত বাস্তবতা আগুনে ছুড়ে
তার হাসি মুখ এঁকে হৃদয়ের ঘরে। continue reading

২৪৫

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

যদি বৃক্ষ হয়ে জন্মলাভ হতো

যদি বৃক্ষ হয়ে জন্মলাভ হতো ধরাপৃষ্ঠে
যান্ত্রিক হবার ঝামেলা পোহাতে হতো না
থাকতো না কোন ধর্মের বাঁধন
দুঃখ-কষ্টের অনিয়ন্ত্রিত সাতকাহন
মাথা উচু করে দাড়িয়ে থাকতাম চিরদিন
বাজিয়ে মহানুভবতার সোপান-বীণ।
পথিকের ক্লান্তি নিবারণ করে
সুখ কুড়োতাম দুহাত ভরে অকাতরে
ডালে বসে পাখিরা করতো লুকোচুরি
তারপর জমিয়ে তুলতো গানের আসর
আষাঢ়ের রিমঝিম ফোটা ফোটা পরশে
পরমানন্দে শিহরিত হয়ে
দুলে উঠতাম ক্ষণে ক্ষণে বাতাসের সুরে
থাকতো না কোন না পাওয়ার ব্যথা
লেখতে হতো না কোন ছলনার কাহিনী
দেখতে হতো না আর জাতপাতের ফারাক
শুধু ভালবাসার সান্নিধ্যে হতো আমার বসবাস
বছরের ছয়ঋতু বারোমাস। continue reading

২৬১

কাফাশ মুনহামাননা

৬ বছর আগে লিখেছেন

বেয়াড়াদের প্রেম পেতে নেই

বেয়াড়াদের জীবনে প্রেম পেতে নেই
কারণ তারা নারীর মন বোঝে না
অযথা সন্দেহের জাল বুনে হৃদয়ে
ছাড় দেওয়ার মানসিকতা
তাদের কাছে ভিন গ্রহের বিরল কোন বস্তু
রসিকতার ছলে কঠিন কিছুর আভাস প্রদান
তাদের সাত জনমের মজ্জাগত বৈশিষ্ট্য
পদে পদে ধূম্রজাল সৃষ্টি করা
তাদের জন্যে মহা সুখের উপলক্ষ্য বটে।
বেয়াড়ারা কথা বলে আগপিছ না ভেবেই
প্রিয় মানুষটির সবচেয়ে প্রিয় মুহুর্তটি
শ্মশানের আগুনে ভস্মীভূত করতে
বিন্দুমাত্র বাঁধে না তাদের পাষাণ হৃদয়ে
ছোটখাটো ব্যাপারকে তালগাছ বানানো
তাদের একমাত্র সৃজনশীল শিল্পকর্ম।
স্রষ্টা নারীকে সৃষ্টির মাধ্যমে
সাধন করেছেন ভালবাসা শব্দের পরিপূর্ণতা
পৃথিবীকে করেছেন প্রেমময়
কিন্তু এই কথার মর্মার্থ
নালায়েক বেয়াড়াগুলো বুঝবে না কোনদিন।
ভালবাসা তুমি আমার মতো
বেয়াড়াদের... continue reading

১৬২

কাফাশ মুনহামাননা

৮ বছর আগে লিখেছেন

এখনো রাগ করে আছো মা

এখনো রাগ করে আছো মা
সেই মধ্যদুপুরে ঘর থেকে বের হবার জন্যে?
জানো মা
সেদিন আমি যেতে চাই নি
পল্টু আমাকে জোর করে নিয়ে গেছিলো
ডাংগুলি খেলার কথা বলে
তুমি তো জানতে মা
ডাংগুলি আমার খুব প্রিয় খেলা
তাই তোমাকে না বলেই চলে গেছিলাম।
বিশ্বাস করো মা
সেদিনের পর থেকে আর ঘরের বার হই নি
একদিনের জন্যও ইশকুল ফাঁকি দেই নি
বিল্লুর সাথে এখন আর আমি ঝগড়া করি না
শুধু পথ চেয়ে থাকি
তোমার আসার অপেক্ষায়।
বাবা বলে
তুমি ওই আকাশে
তারা হয়ে আছো চাঁদমামার দেশে
মিটিমিটি করে জ্বলো রাতের বেলা
আর দিনের বেলা ঘুমিয়ে থাকো
বড্ড ঘুমোলে মেয়ে হয়েছো তুমি!
জ্বালাতন করি বলে দূরে চলে গেছো continue reading

২৯২