Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সাহিত্য" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

কল্পদেহী সুমন

৮ বছর আগে লিখেছেন

অচেনা আমি

কিছু একটা লিখতে যেয়েও পারিনি,
কিছু একটা বলতে যেয়েও পারিনি ।
বারবার থমকে দাঁড়িয়েছি,
বারবার নিজেকে শুধরে নিয়েছি ।
পিছুহঁটে যাচ্ছি ক্রমাগত নিজের থেকে,
অজানা কোন পথের বাঁকে ।
যেখানে নিজের বলে কিছু থাকেনা,
যেখানে নিজেকে নিজেই চিনিনা ।
গুটিয়ে গেছি নিজের মাঝে,
নিজের অজানার হিয়ার মাঝে ।
ফিরে আসার পথটুকু বন্ধ করে,
হারিয়ে গেছি কোন অচীন পাথারে ।
আমি এই অচেনা রূপেই ভালো,
তোমরা না হয় কেউ আমায় চেন ।
অচেনা রূপেই আমায় দেখ,
নতুন আমির স্বাদটুকু নিও যেন ।
আমার স্মৃতিভ্রম হয়নি,
আমার জ্বর-ব্যধিও হয়নি ।
মানসিক দিক দিয়েও ভালো আছি,
সত্যি... continue reading

৪১০

শাহআজিজ

৮ বছর আগে লিখেছেন

নারী

অথর্ব আধুনিক নারী তুমি
মাত্র একটি দিবস লয়ে করো টানাটানি
জননী মোদের উদয়াস্ত শ্রমে
নিশি করে পার অক্লান্ত
দেখে সূর্যোদয় বাসি মুখে
কেউতো আসেনি নিতে ছিনিয়ে
একটি দিবস আর রাত্রি
অধঃপতনে ছুতো খোজো হেথায় হোথায়
শ্রমবিহীন জীবন আয়েশে কাটাও
বানিয়ে একটি দিবস দিলে লজ্জা জননীরে
তার গেরস্থালী কঠোর শ্রমরে
বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চল পতাকা লয়ে ।
সন্তান পিঠে লয়ে কাটিছে বৃক্ষ
চাষবাসে ব্যাস্ত আদিবাসী রমণী
নিকানো উঠোনে ঢেঁকিতে দাপাদাপি
হাত ফসকানো শিং মাছেরে মারে আছড়ে
ছাই মাখা হাতে সেথায় নেইকো ক্লান্তি
দিয়ে জন্ম আমায় দুগ্ধদানে
তিনি লভেছিলেন পৃথিবীর সর্বোচ্চ অধিকারী
প্রতিটি শ্রমজীবী জননীর জীবন ঘড়ি
একেকটি দিবস স্বাধীন আমরন
নেইকো... continue reading

২৭২

টি.আই.সরকার (তৌহিদ)

৮ বছর আগে লিখেছেন

নিত্য বাসি ভালো

নিত্য সেথায় যাওয়া-আসা
নিত্য ভালবাসা,
নিত্য সেথায় করে যে বাস
আমার শত আশা !
নিত্য আমার মনটা ছোটে
সেথায় সুখের খোঁজে,
নিত্য আমার মন যে তারেই
আপন করে বোঝে !
নিত্য তারে ছাড়া জীবন
ভীষণ শূন্য লাগে,
নিত্য তারেই বাসি ভালো
রাগে-অনুরাগে !
নিত্য সেথায় ভালবাসায়
শুদ্ধতা যে থাকে,
নিত্য সে শুদ্ধতার টানই
আমায় কাছে ডাকে !
নিত্য ভালবাসায় জড়ায়
সে যে প্রিয় গ্রাম,
নিত্য মনে প্রেম যে জাগে
শুনলে তারই নাম !
নিত্য সে যে আমার চোখে
ছড়ায় সবুজ আলো,
নিত্য জীবন চায় অনুক্ষণ
বাসি তারেই... continue reading

৩৮৫

প্রিন্স মাহমুদ রহিম

৮ বছর আগে লিখেছেন

সেই মুহূর্ত

আজ তোমার হাতে হাত রেখে ৪৫মিনিট ৪৭ সেকেন্ড গল্প করতে চেয়ে ছিলাম। সাহসীকতা আমার প্রবল ইচ্ছাকে গ্রাস করেছে। তোমার ভ্রমর কালো চুল গুলো কিন্তু থেমে থাকেনি, প্রত্যাশিত বাতাসে উড়ে এসে আমাকে সুগন্ধি প্রদান করছে। "পাশে থাকো বা না থাকো জানি, চলছে বসন্ত। পাশে পাবো আশা করি ঠিক সেদিন ও বসন্তই থাকবে" continue reading

৩০৬

টি.আই.সরকার (তৌহিদ)

৮ বছর আগে লিখেছেন

লিপ ইয়ার (শিশুতোষ ছড়া)

চারটি বছর পরে আসে
বছর যে একবার,
এক দিনে সে বছর বেশি
নামটা ‘লিপ ইয়ার’ !
বাংলাতে ডাক ‘অধিবর্ষ’ !
ইংরেজি সাল ধরে-
দিন সমন্বয় ফাগুন কিংবা
ফেব্রুয়ারির ঘরে !
চার দিয়ে যা বিভাজ্য সাল
সবই লিপ ইয়ার,
দু’এক জায়গায় ব্যতিক্রমও
আছে কিন্তু তার !
দুইটি শূন্য থাকে যদি
কোন সালের পরে,
লিপ ইয়ারের হিসেব হবে
প্রথম দুইটি ধরে !
চার দিয়ে তা বিভাজ্যতেই
হবে লিপ ইয়ার !
নয়তো সেটা লিপ ইয়ারে-
মিলবে না যে আর !
continue reading

৩৭৮

লুৎফুর রহমান পাশা

৮ বছর আগে লিখেছেন

এক লাইনের কাব্য

দানবের সামনে আয়না মেলে ধরো, যেন স্বরুপ দেখা যায়। continue reading

৫৭১

কাফাশ মুনহামাননা

৮ বছর আগে লিখেছেন

বর্ষা এলেই

বর্ষা এলেই তোমার কথা মনে পড়ে
আর হৃদয়ের অভ্যন্তরে
মরমর করে বেজে ওঠে সকরুণ সুর
জানি তুমি চলে গেছো প্রিয়া বহুদূর।
তোমার সাথে কাটানো বর্ষাস্নাত বেলা
হয়তো আর আসবে না ফিরে
তবু বর্ষার স্নিগ্ধতা পেলে
মন জেগে ওঠে তোমাকেই ঘিরে। continue reading

২৮৫

টি.আই.সরকার (তৌহিদ)

৮ বছর আগে লিখেছেন

হারানো প্রেম

নিত্য তোর এ হাতটা ধরে
পথ চলেছি কত !
ভেবেছিলাম এই পথে পথ
চলবো অবিরত !
হঠাৎ কি এক ঝড়ের টানে
হাতটা দিলি ছেড়ে !
সেই থেকে যে ঘুরছি আজো
বিষণ্ণ প্রেম ফেরে !
আর কি কভু ধরবি এ হাত
বাসবি কিরে ভালো ?
জ্বালবি কি আর আঁধার মনে
তোর প্রেমেরই আলো ?
সেই আশাতে আজো আমি
গুনছি চলে দিন-
আসিস কভু সময় পেলে
শোধ দিতে প্রেম ঋণ !
continue reading

৩৯৮

চারু মান্নান

৮ বছর আগে লিখেছেন

বাংলা মোদের বচন! ক,খ,গ,ঘ

বাংলা মোদের বচন! ক,খ,গ,ঘ
বাংলা মায়ের বাংলা বচন,
হাজার বছরের কথন
তাই তো মোরা রক্ত ঢেলে, একুশ চেতনায় মহিয়ান।
ডালিম তলায় শোকের বচন,
কাজলা দিদির বিরহ
জোনাক জ্বলা আঁধার রাতে, স্বপ্নের উঁকি সিঁথান জুড়ে।
চেতনার ঐ মশাল জ্বেলে,
দামাল ছেলেরা উঠল জেগে
মুক্তির বীজে নিশানা উড়ে, মায়ের কোলে সেই একুশে।
১৪২২/২৭,মাঘ/শীতকাল।
continue reading

২৬১

চারু মান্নান

৮ বছর আগে লিখেছেন

বাংলা মোদের বচন! ক, খ,গ

বাংলা মোদের বচন! ক, খ,গ
বইমেলায় বইয়ের দোকান,
নতুন কাগজের গন্ধ
নানা রঙে রাঙা মোড়ক, শিল্পীর আঁকা প্রচ্ছদ।
মিছিলে বজ্রমুষ্টির স্লোগান,
আঁধার রাতে চাঁদের উঁকি
বানর ঝুলে গাছের ডালে, আলাদিন জাদুর চেরাগ হাতে।
আরও কত বই যে মেলায়?
আঁকি বুকির নানা ধরন
কচি কাঁচা সবাই মিলে, বই গুলো সব দেখছে ঘেটে।
১৪২২/২৫, মাঘ/শীতকাল।
continue reading

২৬৭