Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অচেনা আমি



কিছু একটা লিখতে যেয়েও পারিনি,
কিছু একটা বলতে যেয়েও পারিনি ।
বারবার থমকে দাঁড়িয়েছি,
বারবার নিজেকে শুধরে নিয়েছি ।

পিছুহঁটে যাচ্ছি ক্রমাগত নিজের থেকে,
অজানা কোন পথের বাঁকে ।
যেখানে নিজের বলে কিছু থাকেনা,
যেখানে নিজেকে নিজেই চিনিনা ।

গুটিয়ে গেছি নিজের মাঝে,
নিজের অজানার হিয়ার মাঝে ।
ফিরে আসার পথটুকু বন্ধ করে,
হারিয়ে গেছি কোন অচীন পাথারে ।

আমি এই অচেনা রূপেই ভালো,
তোমরা না হয় কেউ আমায় চেন ।
অচেনা রূপেই আমায় দেখ,
নতুন আমির স্বাদটুকু নিও যেন ।

আমার স্মৃতিভ্রম হয়নি,
আমার জ্বর-ব্যধিও হয়নি ।
মানসিক দিক দিয়েও ভালো আছি,
সত্যি অনেক ভালো আছি আমি ।

তোমাদের বিশ্বাসে আমার কিচ্ছুটি হবেনা,
তোমাদের অবিশ্বাসে আমি হতবাকও হবোনা ।
শুধু মর্মাহত হবো এই কারণে-
অচীন রূপে আমার এই নব বরণে ।।

০ Likes ০ Comments ০ Share ৪১০ Views