Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

প্রিন্স মাহমুদ রহিম

৬ বছর আগে লিখেছেন

আমি কেউনা

ধরো-
আমি কেউনা।
আমি কেবল উন্মত্ত মরুঝড়ে অচেনা উৎস থেকে আচমকা পাওয়া পরিমাণমত অক্সিজেন।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল প্রচন্ড শীতের রাতে রহস্যাবৃত উষ্ণতা
তোমার শরীরে।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল পরীক্ষার আগের রাতে তোমার অসুস্থতার
সময়ে একটা দমকা হাওয়া।
নিমিষেই সুস্থ তুমি।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল দুঃসময়ে অজানা উৎস থেকে নির্গত এক চিলতে আলো।
তুমি মুহূর্তেই পথ খুঁজে পাও।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল তোমার তোমার ভয়ানক মাথাব্যথায়
এক কাপ চা।
ফুরফুরে তুমি অবিশ্বাস্যভাবে।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল তোমার বিষন্ন বিকেলে দখিনের দিগন্তে
হঠাৎ করে উড়ে যাওয়া একঝাঁক গাংচিল।
তুমি কেমন যেনো ভালোলাগায় শিহরিত হও।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল তোমার জ্বরের ঘোরে একটা জলপট্টি।
মোলায়েম ছোঁয়ায় তুমি একটু স্বস্তি পাও।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল একটা বিষাদের কাব্যগ্রন্থ।
তুমি দুঃখবিলাশ করে নির্ঘুম রাতে আবৃত্তি করো প্রায়ই।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল একটা নিষিদ্ধ গল্প,রাতভর পড়ে সকালে উঠে ভুলে যাও যাকে।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল তোমার একেকটা দীর্ঘশ্বাস।
একজন্মের ভুলের ইতিহাস।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল তোমার সবথেকে কষ্টের রাত।
আমি কেবল তোমার লুকানো ইতিহাস। continue reading
Likes Comments
০ Shares

প্রিন্স মাহমুদ রহিম

৭ বছর আগে লিখেছেন

চল ঘুরে আসি বাংলাদেশ

আজ থেকে নতুন একটা বই লেখা শুরু করলাম।মুল বক্তব্য টা ভ্রমন কাহিনি নিয়ে বইটিতে ভ্রমন সংক্রান্ত সকল বিষয়াবলী তুলে ধরা হবে।দোয়া করবেন সবাই। continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - শাহআজিজ

    কোন জীবন কখনো বলেছে সার্থক এই জন্ম ? বরং বলে পরজনমে দেখিয়ে দেব। দুরাশায় ভাসা পুনর্জন্ম ।

    • - আলমগীর সরকার লিটন

      জ্বি আজিজ দা

      অশেষ ধন্যবাদ

      ভাল থাকুন

প্রিন্স মাহমুদ রহিম

৮ বছর আগে লিখেছেন

শূন্যতা

শূন্যতা তোমার কোনো রঙ নেই কেন? কেন তুমি বর্ণহীন? কি বিচিত্র কি মলিনতা তোমার! কি অপরিসীম ব্যথা তোমার গায়ে, এক পৃথিবী ভার তোমার শরীরে ?? যে বহন করেছে তোমাকে সে জানে, সে পথিক জানে।   বর্ণীল হও শূন্যতা! গায়ে রঙ মাখো! লাল নীল যেকোনো, জেনে যাক দুষ্ট গ্রহ - যত দুঃখ ধারণ করেছে মানব , তার অর্ধেক জুড়ে ছিল শূন্যতা। পৃথিবী নামক গ্রহ জেনে যাক  আজ- নিঃসঙ্গ মানুষের শরীর জুড়ে  কতটা মানুষ,কতটা শূন্যতা! continue reading
Likes Comments
০ Shares

প্রিন্স মাহমুদ রহিম

৮ বছর আগে লিখেছেন

নির্বোধ বালিকা

নির্বোধ বালিকা- যদি ভাবো আমাকে শূন্যতা দেখাবে , তবে জেনে রাখো শূন্যতায় আমার নিত্য বসবাস। যদি ভেবে থাকো ; প্লাবন দেখাবে ,শ্রাবণ দেখাবে,দেখাবে অশ্রুর সাগর- জেনে রাখো তবে কপালের ঠিক নিচে দুইপাশে দুই চোখ নয়, ধারণ করেছি দুই অথৈ নদী, আবেগ ছুঁয়েছে যখনি,এসেছে শ্রাবণ ,প্লাবিত হয়েছে দুই কূল। ভেবে থাকো যদি, বুঝিয়ে দেবে প্রত্যাখ্যাত হবার জ্বালা,দহনে পোড়াবে আমৃত্যু, তবে জেনে রাখো, বুকের মাঝে ধারণ করেছি হৃদয়;তন্ন করে খুঁজে দেখেছি সব বিজ্ঞান, এর মতো দাহ্য দেখিনি কখনো । অতএব, যে আগুন জ্বালাবে,তার আঁচ ছুঁয়ে যাবে তোমাকেও আনবে ডেকে অগ্নিপ্রলয়! জেনে রাখো, 'যখনি আগুনে নগর পুড়েছে, বাদ যায়নি দেবালয়'। continue reading
Likes Comments
০ Shares

প্রিন্স মাহমুদ রহিম

৮ বছর আগে লিখেছেন

একলা চাদ

জোছনা রাতের  চাদঁটা ও বড্ড একা,  যদি তুমি জানালা  খুলে ইশারা না কর। এই ভাঙ্গা হৃদয় নিয়ে  ভুতুম পেচাও অফুরন্ত  ভালবাসায় অবিরত, সে তুমি বুঝতেও পারবেনা  যদি একটুখানি ভালবেসে  বুকে জড়িয়ে না ধর। -------অনুকাব্য-৭১ continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    প্রলয় দা

    বেশ লাগল --------------

Load more writings...