Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

প্রিন্স মাহমুদ রহিম

৮ বছর আগে লিখেছেন

নির্বোধ বালিকা

নির্বোধ বালিকা- যদি ভাবো আমাকে শূন্যতা দেখাবে , তবে জেনে রাখো শূন্যতায় আমার নিত্য বসবাস। যদি ভেবে থাকো ; প্লাবন দেখাবে ,শ্রাবণ দেখাবে,দেখাবে অশ্রুর সাগর- জেনে রাখো তবে কপালের ঠিক নিচে দুইপাশে দুই চোখ নয়, ধারণ করেছি দুই অথৈ নদী, আবেগ ছুঁয়েছে যখনি,এসেছে শ্রাবণ ,প্লাবিত হয়েছে দুই কূল। ভেবে থাকো যদি, বুঝিয়ে দেবে প্রত্যাখ্যাত হবার জ্বালা,দহনে পোড়াবে আমৃত্যু, তবে জেনে রাখো, বুকের মাঝে ধারণ করেছি হৃদয়;তন্ন করে খুঁজে দেখেছি সব বিজ্ঞান, এর মতো দাহ্য দেখিনি কখনো । অতএব, যে আগুন জ্বালাবে,তার আঁচ ছুঁয়ে যাবে তোমাকেও আনবে ডেকে অগ্নিপ্রলয়! জেনে রাখো, 'যখনি আগুনে নগর পুড়েছে, বাদ যায়নি দেবালয়'।
Likes Comments
০ Share