Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চারু মান্নান

৭ বছর আগে

কথা ছিল বলে

কথা ছিল বলে 

কথা ছিল বলে, 
আজ বৃষ্টি এসেছে। 

উপবাসী নদীর বুকে ছিল ক্ষত; 
ওম ছাড়া কি চলে? 
উতল মেঘের আমন্ত্রণে। 

মেঘেরদের 
আধখোলা জানলায় 
ফিরে এসেছিল সেই 
খুব চেনা মুখ; 

উঠান ভিজে থৈবচ 
কাক ভেজা দুপুর 
নন্দন মৃত্তিকা ভিজে সারা 
কুস্তরী ঘ্রাণ ভেসে আসে 
মেঘমল্লার ওপার হতে 
কৃঞ্চচুড়া টইটুম্বর জলে ভিজে 
মাকড়ষা তার ভেজা জাল বুনে। 

১৪২৩/১৪,জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।
০ Likes ০ Comments ০ Share ৩১৩ Views