Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সাহিত্য" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

অতঃপর চাওয়া

অতঃপর চাওয়া 
চাওয়ার না কি লাগাম ধরতে হয় টেনে? 
চাওয়ার আবার লাগাম, ঘোড়ামুখো ব্যাপার 
জানি ঘোড়ার লাগাম ধরতে হয়; না হলে পোষ মানানো 
বেশ কঠিন সাধ্য বিষয়। 
চাওয়া টাও তাই বটে, 
বন্য ঘোড়ার মতো অরুদ্ধ স্বাধীনতায় ছুটে 
চাইতে পার যত খুশি! খোলা আকাশটা জুড়ে,অসীম সীমায় 
যত চাও, শঙ্খচিলের পথে উড়ে উড়ে যাও। 
লাগাম টানতে হবে কেন? 
ও কি পথ ভুলানো মরীচিকা? বালিয়াড়িতে সর্বনাশ ঘটায় 
যত্রতত্র সুপিয় জল পানে; তৃঞ্চায় মৃত্যু, টুটি চেপে ধরে 
চাওয়ার অহমিকা, না জানি কোন ইতিহাস আঁকে? 
এমনি ইতিহাস চাই না, 
মৃত্তিকা চেয়েছে, এই কার্ত্তিকে শিশিরের ছোঁয়া 
আর শিশির চাইছে, শরীরে তার গন্ধ ভাসুক সোদা মাটির 
চাইতে চাওয়ার প্রণয় মিলে স্বপ্ন বাঁচুক। 
১৪২৩/১২, কার্ত্তিক/... continue reading

২৪০

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

ক্ষুধা ভূবন ভরা

ক্ষুধা ভূবন ভরা 
ক্ষুধার জন্য যুদ্ধ না কি? 
ক্ষুধার জন্য লড়াই! ক্ষুধার জন্য কি দেশান্তরি? 
ক্ষুধার জন্য ভাসান ভেলা। 
ক্ষুধা না কি স্বপ্ন খেকো? 
প্রাণী খেকো গাছ, জানোয়ারের মতো 
ক্ষুধায় যে জীবন বাঁচে; স্বপ্ন দেখা স্বাদ যাচে। 
সেই স্বাদ যে পাথেয় পথের 
জীবন সংশয় হলে, এদিক ওদিক ছোট ছাড়া 
না না অংক কষে। 
কেউ বা ছুটছে জলে ভেসে 
কেউ বা পথে হেঁটে, কেউ বা ছুুটছে আত্মজা দলে 
স্বপ্ন আঁকড়ে বুকে, জীবন বাঁচবে বলে। 
ক্ষুধা ভূবন ভরা 
আকাল পাকাল যুদ্ধ দাঙ্গা, যেন উর্বর ভুমির জন্য 
মৃত্যু, ক্ষুধা তবুও লড়ছে দ্যাখো‌ ঐ জীবনের জন্য। 
১৪২৩/১৪, কার্তিক/হেমন্তকাল। continue reading

২২৯

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

মস্তবড়

মস্তবড় 
ভুতুর প্রশ্ন মস্তবড় 
আকাশ নীলে ভরা, 
রাতের বেলা কই পালায়? 
দিনে নীলের মেলা। 
নীলে নীলে নীলাম্বড়ি 
মেঘে সাজে ভেলা, 
কেন ঐ রং এ ছোটা? 
রংধুনু কয় মেঘে ভাসা। 
মাছগুলে সব জলের ভিতর 
সাঁতার কাটে জীবনভর, 
ঘুমের বালাই নাইতো মোটে 
রাত্রিদিন কেমনে বুঝে? 
১৪২৩/১৫,কার্তিক/ হেমন্তকাল। continue reading

২৬৯

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

মধ্য গগন পাড়ে

মধ্য গগন পাড়ে 
শঙ্খচিলের উড়াল পথ 
এখন বেশ এলোমেলো,পথে নক্ষত্র আলো 
জ্বালেনি বোধ হয়; খসে পরা পালক আর 
যত্রতত্র খুঁজে পাওয়া ভার! 
কোন পাহাড়ের খাঁজে পরে আছে হয়তো 
নিঃশব্দে নির্বাক। 
এখনও ঐ চকচকে উঠানে, 
বিন্দু বিন্দু বালুর চিমনী ছেড়ে জলছবি ভাসে 
ঝরা সজনে পাতায় মূর্তিমান ঐ তো; 
মেঘে মেঘে কবিতার অভিষার। 
যেতে যেতে থমকে যেতে হয় 
অতীত তো সোদা পিছু পিছু, 
তার ছিচকে চুরির স্বভাব; বদলায় না, 
কালের সাথে তার সখ্য ভারি! 
বিরহ, প্রেম, মনের যাতনা নাহি ভুলে। 
তাই তো, তার পাদুকা তলে 
খসে পরা শঙ্খচিলের পালক গেঁথে থাকে জনমভর 
পথের বাঁকে বাঁকে, ঐ চিহ্ন আঁকে 
দ্যাখো ঐ উড়ছে এখনও; মধ্য গগন পাড়ে। 
১৪২৩/ ১৬, কার্তিক/... continue reading

২৩৭

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

জীবন বোধের ডুব সাঁতার

জীবন বোধের ডুব সাঁতার 
মাপযোকের মাত্রা ধারায় 
আছে কত মানদন্ড? জীবন কালের সেই তো মাপন 
স্বাক্ষী দেনায় মুখোপেক্ষী। 
শুদ্ধ অশুদ্ধ আরও কত কি? 
পাপপূণ্যের জটিল ধাঁধা! পথিক চলার ক্ষতিয়ান কই? 
সেথাও বুঝি দেনায় আটক বৃত্তায়নে। 
ভেদ বিচারে, আরও মানদন্ড কত? 
গজ মিটারের রসি ধরে; সারে তিন হাতের 
ঐ মাটির হিসেব! রাখতে গেল সারা জীবন। 
সেই সেই চিহ্ন, কোথায় রইবে পরে? 
স্বপ্ন কখন গেছে টুটে? দেখভালের আর কেই নেই যে সাথে 
ভেদ বিচারে পথিক ভাবে; সঙ্কটকালে পথ খুঁজে নে। 
মাপযোকের মাত্রা কত? জীবন বোধের ডুব সাঁতার 
শুধু ক্ষুধার তরে রইল পরে। 
১৪২৩/১৭, কার্তিক/ হেমন্তকাল। continue reading

২৩০

দীপঙ্কর বেরা

৭ বছর আগে লিখেছেন

নদী নির্জন

 
কষ্টের তুল্য নদীর তীরে দাঁড়িয়েছিল
বাঁধ বেঁধে সুখের চাঁদ
ডুব সাঁতারে ভাসিয়ে দিয়েছি,
 মায়ের শাড়ি শীত শীত আঁচল ছিল
সুবাসের পূর্বায়ন দিক বদলে
দূর পাহারায় সংসার আঁকত।
এসব এখন আর পাহাড় শোনে না
হেমন্তের পূর্ণিমাতে তার ঘরেও বৃষ্টির ছোঁয়া লাগত
প্রতি রাতে উদাস দুপুরের নির্জন গল্প চলত।
বড় হওয়া পারাপার
 নদী বরাবর বয়ে যেতে চায়।
continue reading

২৯১

সুমন সাহা

৭ বছর আগে লিখেছেন

চিরকুটের শব্দ

সেই একইভাবে ফিরে যাওয়া
   একই পথ ধরে ফিরে যাওয়া
চোখে মুখে ভিক্ষুকের মত দুঃখ
     পথে পড়ে আছে মিহিন কাঁচের মত জ্যোৎস্না
বুকের বামপাশে ছেঁড়া পকেট, হলুদ খাম
ভেতরেই চিরকুটখানা...
        ছিঁড়তে গিয়ে খসখস খসখস শব্দ
   ভেতরে শোনা যায় গাঢ় অভিমান-কান্না
যেন পৃথিবীময় অজস্র চিরকুট ছেঁড়া চলছে
        ছেড়া পাতার শব্দ এমন নিঃসঙ্গ
সেইসব চিরকুট ছড়ানো পথ ভেঙ্গে
      ভেঙ্গে ভেঙ্গে ভেঙ্গে ভেঙ্গে চলে যেতে
              যেতে যেতে যেতে যেতে
উত্তুরে হাওয়াতে অমন স্পর্শ যেন কার যেন কার যেন কার যেন কার?
মনেও পড়ে না ঠিক যেন কার কোমল আঙ্গুল
এই কপালে, মন্দ কপালে, আমার চোখে, এই অসুন্দর চোখে
ওষ্ঠে, ওষ্ঠের উপরে এবং ওষ্ঠের নিচে
বুকের উপরে যেখানে ঘন লোম সেখানেও
যেন কার, যেন কার কোমল আঙ্গুল?
কপালে... continue reading

৩৫০

কল্যাণ চন্দ্র রায়

৭ বছর আগে লিখেছেন

প্রিয় সাথী

প্রিয় সাথী
.
-কল্যাণ চন্দ্র রায়
.
ভালোবেসে কাছে এসে
তোমায় ছেয়েছি
জীবন সাথী করে আমি;
তোমায় পেয়েছি।।
.
তুমি আছো তুমি রবে
আমার হৃদয় জুরে
ভালোবেসে যাবো আমি
প্রিয় সাথী তোমারে।।
.
সুখে দুখে চিরোদিন
তবো পাশে থাকবো.....
প্রেমের বাঁধনে বেঁধে তোমারে 
বুকে ধরে রাখবো।।
.
continue reading

৩৩২

মোঃ রওশানুজ্জামান কানন

৭ বছর আগে লিখেছেন

learning

learning gives creativity .Creativity leads to thinking.Thinking leads to knowledge.Kwonledge makes you great. Make yourself valuable ,otherwise you will search for other. No one can teach you ,if you are not interested to learn continue reading

৩৩৪

ইফ্ফাত রুপন

৭ বছর আগে লিখেছেন

ঘোর

ভাই একটা গল্প শুনবেন?
আমি ঘাড় ঘুরিয়ে আমার পাশে তাকালাম। বেশ কাঠখোট্টা চেহারার একজন মানুষ আমার পাশে বসে রীতিমত দাঁত বের করে হাসছে। ব্যাপারটা দেখে মনে হচ্ছে ভদ্রলোক আমাকে এভাবে হঠাৎ করে চমকে দিতে পেরে বেশ মজা পাচ্ছেন। আমিও যে এক আধটু অবাক হই নি তা নয়। রাত তিনটার দিকে আমার পাশের সিটে বসা যাত্রী ভদ্রলোক যদি এভাবে হুট করে বলে বসে যে ভাই গল্প শুনবেন তাহলে একটু অবাক হবারই কথা। তবে অবাক হবার থেকে আমি যেই জিনিসটা বেশি এই মুহূর্তে হচ্ছি সেটা হচ্ছে বিরক্ত।
কি ভাই খুব বিরক্ত হচ্ছেন তাই না।
আমি একটু অবাক হলাম এবার। এই... continue reading

৪৬৩