Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃ রওশানুজ্জামান কানন

৭ বছর আগে লিখেছেন

learning

learning gives creativity .Creativity leads to thinking.Thinking leads to knowledge.Kwonledge makes you great. Make yourself valuable ,otherwise you will search for other. No one can teach you ,if you are not interested to learn continue reading
Likes Comments
০ Shares

মোঃ রওশানুজ্জামান কানন

৮ বছর আগে লিখেছেন

একাত্তরের ঘোড়া

শতাব্দির   মাথা ফুঁড়ে
                              আমরা উঠে যাব একদিন
                               রক্ত মাখা এইসব  দালান ,পথ ঘাঁট ইট আর পাথর
                                রক্ত মাখা এই ইতিহাস , বই- কলম – ছাপার অক্ষর
থাকবে না –থাকবে না
              এই  যে –
                      এইসব জং ধরা জঞ্জাল  
দিক বিদিক -  দ্বিগিদিক
 ছুটে চলে-
              অফুরন্ত জোয়ারে
              একাত্তরের রক্তমাখা ঘোড়া
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - প্রলয় সাহা

    ভালো লেগেছে অনেক অজানা তথ্য জানা গেল। 

    - মাসুম বাদল

    emoticons

মোঃ রওশানুজ্জামান কানন

৮ বছর আগে লিখেছেন

রাসেলের আত্মা

 
 রাসেলের আত্মা
 
 
তিন দিন হয়ে গেল এখনও রাসেল আসে নি
তিন দিন হয়ে গেল – এখনও রাসেল আসে নি
আত্মার  রুপের বাহার আর ত্বকের গন্ধ –
                                         আঁশটে বাতাসে হামাগুড়ি দেয়
পাঁজর ভাঙ্গা হতাশা –
রাত জাগা ডাহুকের নিঃশ্বাস-                                    
 আকাশের কান্না হয়ে নামে
শীতের কুয়াশাময় সকাল
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - প্রলয় সাহা

    পাহাড়ি মাদল

    মহুয়া বনে মুরলী সুর

    ওই, ওই

    শুনতে কি পাচ্ছ?

    আমাদের ভালোবাসার-

    বৃষ্টির গান...

    দারুণ। 

    • - কাল বৈশাখী ঝড়

      ধন্যবাদ দাদা। 

মোঃ রওশানুজ্জামান কানন

৮ বছর আগে লিখেছেন

নীল ঘোমটা নীল ছবি

এখনও নীল ঘোমটা  পরে আমাদের নিপু মণী
ময়ূরের  মত সুন্দর যার চলাফেরা
মা দুর্গার মত- যার হাটার শব্দ- গন্ধ-কম্পন,
রজনিগন্ধার সুবাশ  যার নিঃশ্বাস
যে নিঃশ্বাসে বেচে থাকে বায়ুর দেবতা
হাসি যার সদ্য ফোটা  জলপদ্মের  সুমিষ্ট বিকাশ
                    এই আমাদের নিপু মণি ।।
 
এখনও নীল ঘোমটা পরে আমাদের নিপু মণি
কথা যার সূর্যের আলোর মত ঝকঝকে পরিষ্কার
বাইবেলের মত পবিত্র  যার মুখ
চোখ যার জেরুজালেমের মত তীর্থস্থান
চোখের তারা যার  জ্যোৎস্না  শীতল রাতের মত গভির -মায়াময়
হ্যাঁ , এই ......
                           এই ই আমাদের নিপু মণি
 
এখনও নীল ঘোমটা পরে আমাদের নিপু মণি
                তার আকাশে   এখন অনেক -তুফান
            শুধু মেঘ-বজ্র -অবিরত বৃষ্টি
                  কি বয়স ...... মা দুর্গার
    তার রাহুতে নিদাঘ অমাবস্যা ,আর ভাঁটা  
 
 
               কি বয়স্ ...... মা মেরির
নিদ্রাহীনতায় বলিরেখা বলি দেয় -  কাজল আকিয়ে  দু’  চোখ
                      কি ভুল ......... মাফাতেমার
 
শুনেছি  পাড়ার বখাটের মুঠোফোনে আর ইন্টারনেটে  মা আমার                                দেবি  –আর অসুরের দেহ সঙ্গম –আর সহাসির শিতল আওয়াজ
স্বতঃস্ফূর্ত বেকসুর ভুল
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - প্রলয় সাহা

    হাতে হাত রেখে সংগোপনে
    জোছনা ধরবো ছুঁয়ে ছেনে লুকিয়ে
    এসো তবে
    ভয় নেই , ভয় নেই...
    জোছনায় ঢেকে দেবো তোমার আঁধার অতঃপর ।
    ভয় নেই ; নেই ভয় !
    তবে এসো 
    গান ধরি চিরায়ত সুরে 
    নির্ভয়ে আদি ভালোবাসার ।

    অনবদ্য চয়নগুলো দাদা। emoticons

    • - টোকাই

      অসংখ্য ধন্যবাদ আপনাকে । আপনার কবিতাও খুব ভালো লাগে । শুভেচ্ছা জানবেন ।

    - মাসুম বাদল

    শুভকামনা রইলো...emoticonsemoticonsemoticons

    • - টোকাই

      ধন্যবাদ মাসুম ভাই । আপনার জন্যও শুভকামনা ।

    - আলমগীর সরকার লিটন

    বেশ ভাল লাগল কবিতা

     

    • - টোকাই

      ধন্যবাদ রইলো

    Load more comments...

মোঃ রওশানুজ্জামান কানন

৮ বছর আগে লিখেছেন

নীল ঘোমটা নীল ছবি

এখনও নীল ঘোমটা  পরে আমাদের নিপু মণী
ময়ূরের  মত সুন্দর যার চলাফেরা
মা দুর্গার মত- যার হাটার শব্দ- গন্ধ-কম্পন,
রজনিগন্ধার সুবাস  যার নিঃশ্বাস
যে নিঃশ্বাসে বেচে থাকে বায়ুর দেবতা
হাসি যার সদ্য ফোটা  জলপদ্মের  সুমিষ্ট বিকাশ
                    এই আমাদের নিপু মণি ।।
 
এখনও নীল ঘোমটা পরে আমাদের নিপু মণি
কথা যার সূর্যের আলোর মত ঝকঝকে পরিষ্কার
বাইবেলের মত পবিত্র  যার মুখ
চোখ যার জেরুজালেমের মত তীর্থস্থান
চোখের তারা যার  জ্যোৎস্না  শীতল রাতের মত গভির -মায়াময়
হ্যাঁ , এই ......
                           এই ই আমাদের নিপু মণি
 
এখনও নীল ঘোমটা পরে আমাদের নিপু মণি
                তার আকাশে   এখন অনেক -তুফান
            শুধু মেঘ-বজ্র -অবিরত বৃষ্টি
                  কি বয়স ...... মা দুর্গার
    তার রাহুতে নিদাঘ অমাবস্যা ,আর ভাঁটা  
 
 
               কি বয়স্ ...... মা মেরির
নিদ্রাহীনতায় বলিরেখা বলি দেয় -  কাজল আকিয়ে  দু’  চোখ
                      কি ভুল ......... মা  ফাতেমার
  
শুনেছি  পাড়ার বখাটের মুঠোফোনে আর ইন্টারনেটে  মা আমার                                দেবি  –আর অসুরের দেহ সঙ্গম –আর স্বেচ্ছা হাসির শীতল আওয়াজ
স্বতঃস্ফূর্ত বেকসুর ভুল
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - প্রলয় সাহা

    নূর দা আপনার প্রত্যেকটা পোষ্ট আমার ভালো লাগে। বইগুলো নিজ সংগ্রহে রাকার চেষ্টা করছি। ভালো থাকবেন দাদাভাই। 

Load more writings...