Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃ রওশানুজ্জামান কানন

৯ বছর আগে লিখেছেন

সময়ভুমি

                                           

                                   সময় ভূমি  

                         - মোঃ রওশানুজ্জামান কানন  

 

: অর্পণা দি,

  ও অর্পণা দি ,

  আমাকে পতাকা কিনে দিবে.........পতাকা.........

  লাল সবুজের পতাকা

  এই ।। এত্ত এত্ত পতাকা

  ত্রিশ লক্ষ তাজা প্রাণের পতাকা

  এক সাগর রক্তের বিনিময়ের পতাকা

  সহস্র স্নেহ-প্রেম-মায়া

                    সম্ভ্রম আর আত্মহুতির পতাকা

 

: অর্পণা দি

  ও অর্পণা দি ,

  তুমি প্রেম বোঝ............ বোঝ  তো

  হৃদয় আছে তোমার  ??

 

: অর্পণা দি,

  ও অর্পণা দি ,

তুমি কি দেখ !! 

হৃদয় দিয়ে দেখ তো ! 

দেখ তো দিদি .........দেখ !

                          রোনাজারি,আগুন,বে-ওয়ারিশ লাশ,কথিত বন্দুক-যুদ্ধ ,

                          গুম , অবৈধ আগুন , মিছিলে অবাধ গুলি,

............................মুখে কুলুপ মিডিয়ার -

                          পুরে মরে নিষ্পাপ শিশু-নারি-পিতা-যুবক

                           অবুঝ শিশু শব্দকোষ খোঁজে

-     কি আজব অর্থ –পেট্রলবোমার

আবার এক যুদ্ধ ......।।আর্তনাদ ।।  অধম জাতিসত্তায় ।।

 

: অর্পণা দি,

  ও অর্পণা দি ,

তোমার চোখ নেই , তুমি কি অন্ধ !!!

তুমি দেখ না-

           সময়ভুমিতে আজও নেকড়ের ধূর্ত নিশান

           হৈ .........হৈ ...............। রৈ ............রৈ

          অসংখ্য চাটুকার

          বেশ্যার দালাল ,

          অর্থ, ধর্ম ,পরিবার তন্ত্র

          নির্লজ্জ জলছাপ এঁকে দেয় ..................

                               ওরা কারা এই স্বাধীন স্বতন্ত্র  বাঙলার পতাকায় ।।

 

তারিখ : 27-02-14

প্রকাশ : 01-03-15, নক্ষত্র ব্লগ 

Likes Comments
০ Share