Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সাহিত্য" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

সাইয়িদ রফিকুল হক

৭ বছর আগে লিখেছেন

আবার এলো বসন্ত


আবার এলো বসন্ত
সাইয়িদ রফিকুল হক
চারিদিকে জাগরণের মন্ত্র,
আবার এলো বসন্ত!
ফুল ফুটেছে গাছে-গাছে,
পাখিরা সব গাইছে গান তাই
মাতাল হাওয়ায় কাছে-কাছে।
পলাশরাঙা ভোরে দেখি
কী-যে সুন্দর ভালোবাসার গান,
সতেজ হাওয়ায় জুড়িয়ে যায়
ক্লান্তিভরা দেহ-মন-প্রাণ।
আয় কে দেখবি
শিমুলবনে লেগেছে যে আগুন,
ভালোবাসার এই বসন্তে
আবার এলো ফাগুন।
রক্তঝরা ফাগুন-মাসে
বর্ণমালা নিয়ে এলো
আমাদের ভাই রফিক-জব্বার,
ওরে আয়রে তোরা সবাই
গান গাইবো আজ শুধু বাংলার।
ভাষার মাসে চাই নাকো তাই
দেখতে কারও আর বজ্জাতি,
ফেব্রুআরি বলে দিছে সেই যে কবে
বাংলাভাষা আমাদেরই চিরসাথী।
বনে-বনে দেখছি শুধু
শতরঙের-জাগরণের খেলা,
ওরে তোরা আয়রে সবাই
দেখে যা না ফাগুনের মেলা।
ফুলে-ফুলে চারিদিকে
শোভা দেখি অনন্ত,
ঘরে-বাইরে জাগলো মানব continue reading

২৬৭

জাবেদ ভুঁইয়া

৭ বছর আগে লিখেছেন

বইমেলায় "বিভাজন"

এবারের অমর একুশে গ্রন্থমেলায় আসছে আমার প্রথম গল্পগ্রন্থ "বিভাজন"। মোট দশটা গল্প নিয়ে এই বই। প্রকাশিত হচ্ছে দাঁড়িকমা প্রকাশনি থেকে।
বই মেলায় ৩৮৮, ৩৮৯ স্টলে পাবেন বইটি।
ব্লগারদের স্টলে আসার জন্য বিনীত অনুরোধ রইল 
আমার এই একক সংকলনটি কিছু কথাঃ
গল্প সংকলন অনেক রকমের হয়। সংকলিত গল্পগুলোর প্রকারের উপর গল্প সংকলনের প্রকার পরিবর্তন হয়। এই গল্প সংকলনটারও হয়তো একটা প্রকার আছে। কিন্তু সেই প্রকার হিসেবে ঠিক কি বলব সেটা নিয়ে কিছুটা দোটানার মধ্যে আছি। কারণ এই বইয়ের এক একটা গল্প একেক রকমের। কোনটা গা ছমছমে কোন ভূতের গল্প আবার কোনটা প্রেমের। কোনটাতে হয়তো খুকুর সাথে আপনি চলে... continue reading

৩০১

কল্পদেহী সুমন

৭ বছর আগে লিখেছেন

ভাগ্যের ডায়েরি

রুহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ এর একজন ছাত্রী। রূপে-গুনে একদম মানানসই একটা মেয়ে। তার চোখগুলোতে একটা অদ্ভুত মায়া আছে, যেই মায়ায় শত শত যুবক প্রেমে গড়াগড়ি খায়। এ পর্যন্ত অসংখ্য ছেলে তাকে প্রেম প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। কেউ কেউ গোপণে জানতে পারছিলো রুহি দুই বছরের সিনিয়র একজনের সাথে গত এক বছর ধরেই প্রেমের সম্পর্কে জড়িয়ে আছে। তার নাম সাদ আন্দালিব। সে বিবিএ, এমবিএ করে ইতিমধ্যে ভালো একটা বিজনেস ফার্ম খুলেছেন। মোটামুটি বেশ ভালোই উপার্জন হতে তা থেকে। সাদ আন্দালিবও ছিলেন এমনই একজন যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য মেয়ের দেওয়ানা হয়ে যেত। কিন্তু তার এক কথা নিজের পছন্দ ছাড়া আর কারও... continue reading

৪৪৬

ইফ্ফাত রুপন

৭ বছর আগে লিখেছেন

ইন্দ্রাণী

আবহা। এই আবহা। উঠছিস না কেন? দেখ কত বেলা হয়েছে। এতক্ষণ ধরে ঘুমায় কেউ?
আবহা বেশ সুন্দর একটা স্বপ্ন দেখছিল।
স্বপ্নের পরিবেশগুলো সাধারণত ধূসর বর্ণের হয়। যার নিজস্ব কোন রং থাকে না, থাকে না কোন নিজস্ব অস্তিত্বও। কিন্তু আবহার কাছে সবসময় মনে হয় শুধুমাত্র তার স্বপ্নগুলোর মাঝেই নিজস্ব একটা স্বকীয়তা রয়েছে। কারণ একমাত্র তার এই স্বপ্নগুলোর মাধ্যমেই সে মাঝে মাঝে তার অতীতের জীবনটাতে ফিরে যেতে পারে। ফিরে যেতে পারে তার সেই জগতে যেখানে শুধু সে ছিল, তার স্বপ্ন ছিল আর সেই স্বপ্নের সাথে মিশে ছিল...
আবহা। উঠ তো মা। আর কতো ঘুমাবি?
আবহা উঠে বসলো। স্বপ্নটা তার... continue reading

৪২৭

মোঃসরোয়ার জাহান

৭ বছর আগে লিখেছেন

“কঠিন আঁচড়”

নিঃশব্দে দেখেছি পরিবর্তি মুখে প্রেমিকার দীপ্ত মুখ
তোমার নিপুণ নিরিখে বুকে বিনষ্ট অনিদ্র ভায়োলিন
দীর্ঘ দূপুর ভরে অপেক্ষমাণ হারানো মেঘের খোঁজে
সন্ধ্যার চকিত উদ্ভাসে লালাভ স্পন্দনে বাসন্তী আকাশ!
 
নক্ষত্র ফোঁটায়-ফোঁটায় প্রাণবীজ কঠিন ম্লান হাস্যে
দুঃখ শ্লোক গাইবো না আমি কেবল জানিয়েছি
হৃদয় হয়নি তবু কি সর্বনাশ
রক্তের খেদ রয় কি ধূলায় ঢাকা হৃদয়পুরে জটিলতায়
সুদীর্ঘ বাতাস মাথা নাড়ে জ্বলজ্বল করে অশ্রু-ঝলোমলো!
 
বহুদূর নীল সমুদ্রের আকাশে প্রাণ হবে উজ্জ্বল তিমিরে
ঝড়েও কাতর নয়,বৃষ্টিতে বসন্তের আলো লেগে
স্বপ্নের ভিতরে নেশার শস্য প্রাণবান সুদীর্ঘ বাতাসে
আকাঙ্ক্ষার কঠিন আঁচড়ে ঐন্দ্রজালিক লাটাই নীলাভ... continue reading

২৭০

সৌমেন দাস

৭ বছর আগে লিখেছেন

সমুদ্র

ঐ দেখা যায় সমুদ্রের রূপালী রেখা,
মনে হয় কেউ এঁকেছে সেথা ।
দুপুর গড়িয়ে বিকেল হয়েছে সবে,
সমুদ্রটা আজ খুব শান্ত,
ও বোধ হয় আমাকে দেখে দুঃখী,
সমুদ্রের কি দুঃখ হয় ?
দুঃখ আমার একটাই !
তুমি এখনও এলে না আমার কাছে,
তুমি কি আসবে, কিন্তু কবে ?
সমুদ্রের বালুকা ভূমিতে বসে আছি একা, ভাবছি তুমি কবে আসবে আমার জীবনে ? জীবনটা বোধ হয় ফুরিয়ে এল বলে,
তবুও তোমার আসার সময় হলনা !
আমি জানি তুমি আসবে একদিন নিশ্চয়ই । সেদিন আমরা দুজনে আসব এইখানে,
তখন দেখব সমুদ্রের জলোচ্ছাস,
সেদিন বোধ হয় সমুদ্র খুব খুশি ।। continue reading

২৯৮

সৌমেন দাস

৭ বছর আগে লিখেছেন

স্মৃতি

তুমি এসেছ এনেছ স্নিগ্ধ বসন্ত,
নির্মল প্রলেপ দিয়েছ ভঙ্গুর হৃদয়ে ।
মলিনতা স্পর্শ করেনি তোমার দেহমনে,
এখনো তুমি শরতের মেঘের মতো নির্মল,
জাগিয়েছো তুমি অদম্য আবেগ,
শিখিয়েছো তুমি কামনার অনুভূতি,
হোক না ক্ষণস্হায়ী শিশির বিন্দুর মতো !
হোক না পাড়ে আছডে পড়া সমুদ্রের ঢেউয়ের মতো !
অনেক আবদার রয়েছে তোমার কাছে,
এখন তা বলব না ক্লান্ত হয়ে পড়েছি তাই,
ভোরের প্রথম কিরণ যখন তোমাকে স্পর্শ করবে,
ভোরের কোকিলের কলরবে তোমার ঘুম ভাঙ্গবে,
তখন আমি বলব এই যে আমি,এই যে আমি,
রয়েছি তোমার পাশে,হোক নাই বা স্মৃতি ॥ continue reading

২৯৬

মোঃসরোয়ার জাহান

৭ বছর আগে লিখেছেন

“আকাশ-রঙ” মোঃসরোয়ার জাহান

ব্যগ্র যখন সব কিছু হারিয়ে যেতে 
তেমন কিছু বিপর্যয় নয় এ জীবনে!
কি কর্মে কি কান্নায়
আমরা একাত্ন ছিলাম
বোধে ও স্ফূর্তিতে যুগলবন্দীর মতো 
সমৃদ্ধ স্মৃতিতে 
তার গাঢ় রূপ
অনাবৃত স্তন
জেগে উঠছে নারী আকাশ-রঙ জলের ভেতর থেকে
ভাবনারা সত্যি কড়া নাড়ছে অবাক বিস্ময়ে নদীর সরু বুক বেয়ে !
============================================
continue reading

২৫০

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

আন্ধার

আন্ধার 
আন্ধারে খেই হারিয়ে, নিরবে, নিঃশব্দে, নৈবদ্যের রেখা টেনে 
কত যে রাত্রি ফুরায়? 
আন্ধারে ছায়া তারে বিদ্রুপ করে না, মুখোশের আঁড়ালে, মানুষ 
কত যে ছায়াবাজি ধান্ধায় মাতে? 
পথে আন্ধার পথ চেনা দায়, ঢেড় আন্দাজ, তবুও প্রলাপ ছোটে 
কত নিঃশ্বাসে প্রাণ বাঁচে? 
যাপিত কাল সে তো মাঝ রাতে, কালো আন্ধার, কৃঞ্চ কালো 
আর কত কাল পরে আঁধার ঘুচবে? 
ক্ষুধার শরীরে, আন্ধার নামে, নেতিয়ে পরে, নিঃসার ক্ষয়িঞ্চুকাল 
কত শত নিঃসার হলে আন্ধার মুছবে? 
আন্ধার পালকে, অবক্ষয়ের ঝালর, ডুবছে আঁধারে, নৈতিকতা 
বিচূর্ণ আন্ধার ফুড়ে কবে জ্বলবে মশাল? 
১৪২৩/১০ কান্তিক/হেমন্তকাল। continue reading

২৮৩

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

সময়ের দাবি

সময়ের দাবি 
সময়ের দাবি, কি করে মিঠবে? 
এ যে হাতছাড়া, দিগন্ত খোলা, তেপান্তরের মাঠ 
উম্মক্ত রাত্রি দিন; যার যা যেমন, 
তারই কাছে সর্ম্পিত। 
তবু তার দাবি, কি ন্যায় সঙ্গত? 
না চাইতে যা পাওয়া যায়, তার মূল্য কে বা যাচে? 
কি মানদন্ডে? সে চাইছে তার পাওনা 
তার যে আঁজলা ভরা জল ফুরায় না। 
মেঘ বৃষ্টি ঝরে নিঃস্ব হয়, 
হাওয়া তার পথে, উজান ভাটিতে থেমে যায় 
ফের চলে নতুন দিশায়; কখনও উত্তাল 
কখনও মিহি দানা ময়, প্রশান্তির প্রণয় বয়। 
কিন্ত ও যে, উচ্ছন্নে উচ্ছ্বল বর্ণা? 
প্রাণীকূলে নিঃস্বার প্রণদায়ী, বিলিয়ে 
মিলিয়ে দেয় কালে কালে; ও তো থেমে যায় না কখনও 
ও তার মতো নিরবে কালক্রমে সদাতৎপর। 
১৪২৩/১১, কার্তিক/... continue reading

২৬৭