Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চারু মান্নান

৭ বছর আগে

ছায়া সখী আমারই

ছায়া সখী আমারই 

পুরাতন সেতো ঝরা পাতা 
শীর্ণ মলিনতা; 

তারে আর কে মনে রাখে বল? 
অথচ সে যে ছিল মহীরুহ! 
বটবৃক্ষের মতো মাথার উপরে ছায়া 
সেই ছায়ায় যে কিশোর যৌবণ 
ফেলে আসা; স্মৃতি ভরা ঝোলা 
নিঃষ্ফল ভালোবাসা। 

সেই ছায়ার আদলে আমারও বাঁচি 
ঐ একই ছায়া মেলে ধরি, 
পরম্পরা প্র-পিতামহ এঁকে ছিল যে 
সেই একই ছায়ার তিলক! 
মুছে না কখনও 
শুধু শরীর ছুঁয়ে চলে আপাদমস্তক জুড়ে 
সে যে নিবিড় বন্ধন; ছায়া আব্ররু ঘিরে 
ছায়া সখী আমারই। 

১৪২৩/১৬, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।
০ Likes ০ Comments ০ Share ২৯৪ Views