Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চারু মান্নান

৭ বছর আগে

সব মিথ্যা আধুলিতে সাজানো

সব মিথ্যা আধুলিতে সাজানো 

সব মিথ্যা আধুলিতে সাজানো 
ধুলিসম প্রদাহ; জল ছুঁয়ে মৃত্তিকা অঙ্গে মেখে 
অসভ্য ভরন অরন্যজুড়ে। 
সেই তো সত্য ছিল! 
সভ্যতার মুখোশে; বার বার হন্তরকের ভূষণে 
ধ্বংস বিদ্রুপ আঁকে কালের গায়। 

যুগে যুগে লোনা ধরা খলসে 
খসে পরে সভ্যতা; বাতাসে বিষন্নতা ভাসে 
মেঘেদের শরীরে এখন জলের খরা। 

ভালোবাসার বুনুনে এখন 
জীবনের শর্ত আঁকে; মিথ্যা বাসনার কীট কুরে কুরে খায় 
সভ্যতার বর্ণীল সাজানো বৈভব। 

১৪২৩/১৮, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।
০ Likes ০ Comments ০ Share ৩৩২ Views